"বিসমিল্লাহির রাহমানির রাহিম"
টিউনের শুরুতে সবাই কে আমার সালাম ও শুভেচ্ছা রইল। প্রতিবারের ন্যায় আজ একটি অন্য রকম টিউন নিয়ে হাজির হলাম। টিউনে কোন ভুল হলে ক্ষমা করবেন। আজ আমি শেয়ার করব কিভাবে আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে ম্যাক অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবেন। যাদের ম্যাক রয়েছে তাদের জন্য এই টিউন নয়। আমার মত যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে শুধু তাদের জন্য আমার এই চেষ্টা। কারন উইন্ডোজ মধ্যে বসে যদি ম্যাকের স্বাদ নিতে পারি তাহলে কম কিসের। কথা না বাড়িয়ে এখন আসল টিউনে ফিরে আসি।
আপনার যদি একটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম কম্পিউটার থাকে তাহলে আপনি খুব সহজে তার মধ্যে একটি ইমুলেটর ইন্সটল করে ম্যাক অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবেন। সেটা কি রকম হতে পারে? এই রকম অনেক প্রশ্ন আসতে পারে, চলুন দেখা যাকঃ
প্রথমে আপনার পিসির জন্য একটি প্রি-রিক্রয়ারমেন্ট রয়েছেঃ
১# একটি ইমুলেটর সফটওয়্যার লাগবে (ভিএমওয়্যার)
২# ম্যাক অপারেটিং সিস্টেম হার্ডডিস্ক (ইন্সটল বাইন্ড)
৩# কিছু এক্সট্রা ফাইল (আইএসও, কমান্ড ফাইল)
৪# আপনার পিসি অবশ্যই ৪ জিবি বেশি র্যাম থাকতে হবে।
উপরের সবগুলো ফাইল যদি ঠিক থাকে তাহলে আপনি শুরু করতে পারেন। তবে প্রশ্ন হল আমি এই ফাইল গুলো কই পাব? চিন্তা করার দরকার নেই আমি এই টিউনের শেষে লিঙ্ক দিয়ে দিব যেখান হতে আপনি ডাউনলোড করে নিবেন। এখন আসি আপনি কোথা থেকে প্রথম শুরু করবেন?
১ম স্টেপঃ
প্রথমে আপনাকে ইমুলেটর (ভিএমওয়্যার) ইন্সটল করে নিবেন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভিএমওয়্যার কিভাবে ইন্সটল করে তাহলে আমার পূর্বের টিউনটি পড়ে নিতে পারেন। তবে আশা করছি আপনি এতটা কাচা নন। আপনি যদি ইন্সটল করে থাকেন তাহলে আমরা দ্বিতীয় স্টেপ চলে যাব। আমি মনে করছি আপনি প্রথম স্টেপ শেষ করেছেন।
২য় স্টেপঃ
এই স্টেপে আপনাকে একটি ভার্চুয়াল কম্পিউটার বানাতে হবে ভিএমওয়্যারের মধ্যে তবে এই মেশিন বানানোর পূর্বে আপনাকে একটি কমান্ড অবশ্যই রান করতে হবে নয়ত আপনি ম্যাক অপারেটিং সিস্টেম লিঙ্ক পাবেন না। এই জন্য ফাইলে থাকা win-install.cmd এই কমান্ড অ্যাডমিন প্রিভিলেজ দিয়ে রান করবেন। তাহলে আপনি মেশিন বানানোর সময় লিঙ্ক পাবেন। ক্রিয়েট নিউ ভার্চুয়াল মেশিন ক্লিক করবেন তারপর টিপিক্যাল রেখে নেক্সট করবেন তারপর আপনার অপারেটিং সিস্টেম সিলেক্ট করে ভার্সন বলে দিবেন কত ভার্সন ইন্সটল করছেন। তারপর আপনি সকল ফাইল সিস্টেম কে সিঙ্গেল করে দিবেন। এই ভাবে সব গুলো স্টেপ সম্পূর্ণ করে শেষ করবেন। এইখানে একটি কথা বলে নেয়া ভাল আপনি যে হার্ডডিস্ক ডাউনলোড করেছেন সেটা সংযুক্ত করতে হবে তার আগে পূর্বের হার্ডডিস্ক রিমুভ করে দিতে হবে।
এর পর আপনি যেখানে ম্যাক অপারেটিং সিস্টেম বানালেন সেই ফোল্ডার মধ্যে গিয়ে আপনাকে একটি টেক্সট লাইন পেস্ট করে আসতে হবে। নয়ত আপনার মেশিন রান হওয়ার সময় ইরর আসবে। সব ঠিক থাকলে আপনি এখন আপনার ম্যাক অপারেটিং সিস্টেম রান করতে পারেন।
৩য় স্টেপঃ
উপরের সব গুলো স্টেপ যদি আপনি সঠিক ভাবে করে থাকেন তাহলে আপনার ম্যাক অপারেটিং সিস্টেম রান হয়ে যাবে। এখন আপনি শুধু আপনার ম্যাকের সেটিং করে দিবেন। প্রথমে আপনাকে আপনার রিজন দিতে হবে অথাৎ আপনি কোন দেশে বাস করেন তারপর কিবোর্ড লেআউট দিতে হবে তারপর ফাইল ট্রান্সফার করবেন কিনা যদি করেন তাহলে আপনি সিলেক্ট করে দিতে পারেন আর না চাইলে ডোন্ট সিলেক্ট করে দিবেন। তারপর আপনার লকেশন অপশন আসবে আপনি চাইল এনাবল করতে পারেন না চাইল না। তারপর আপনার ম্যাকে অ্যাপেল আইডি চাইবে আপনার যদি আগে কোন অ্যাপেল আইডি থাকে তাহলে আপনি সেটা দিয়ে প্রবেশ করতে পারেন। না চাইলে স্কিপ করে চলে যাবেন। আপনি যদি আইডি না দেন তাহলে আপনার ইনফরমেশন পেজ আসবে সেখানে আপনি আপনার তথ্য দিতে পারেন। তবে অবশ্যই আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। তারপর আপনার টাইম জোন আসবে সেখানে আপনি যে দেশের দিতে চান সেটা দিবেন। তারপর একটি লাইসেন্স পেজ আসবে সেখানে আপনি এগ্রি সিলেক্ট করে দিবেন। সব স্টেপ যদি সঠিক করে দিতে পারেন তাহলে আপনার ম্যাক কম্পিউটার আপনার সামনে দৃশ্যমান। আপনি এখন ম্যাক কম্পিউটার ব্যবহার করছেন।
৪র্থ স্টেপঃ
আপনি হয়ত এখন ম্যাক অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন কিন্তু অসুবিধা হল আপনার চারপাশে অনেক অংশ কালো হয়ে আছে? তার অর্থ হল আপনি যেহেতু ভার্চুয়াল কম্পিউটার মধ্যে ইন্সটল করেছেন এই জন্য এই রকম হচ্ছে। ভয় পাওয়ার কোন চিন্তা নেই আপনাকে একটি টুলস ইন্সটল করতে হবে তাহলে পুরো মনিটর জুরে দেখাবে। সেটা কিভাবে? আপনার ভিএমওয়্যারে ভিউ ট্যাব থেকে রিমুভাবল অপশন থেকে সিডি/ডিভিডি থেকে ডানে গিয়ে সেটিং থেকে আপনার আইএসও ফাইল ধরিয়ে দিন তারপর আবার একই জায়গা গিয়ে কানেক্ট করে দিন তাহলে হয়ে গেল। কানেক্ট হয়ে গেলে আপনার ডিসপ্লে একটি টুলস দেখতে পাবেন সেখান থেকে আপনি ইন্সটল করে নিবেন তারপর রিস্টার্ট দিবেন আপনার ম্যাক।
উপরের সব ঠিক থাকলে আপনি অনায়াসে এখন ম্যাক অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন। কোন প্রকার প্রশ্ন থাকলে বা কোথাও ভুল করলে অবশ্যই আপনি টিউমেন্ট করতে পারেন। আপনার বুঝতে কষ্ট হলে আমার নিচের ভিডিও দেখে সমাধান করতে পারেন। আশা করি আপনার সহযোগী হবে।
সর্বোপরি, আপনি ম্যাক অপারেটিং সিস্টেম ব্যবহার করে হয়ত অনেক ভালো ক্যারিয়ার গড়তে পারেন। কারন এখন অনেক কোম্পানিতে ম্যাক অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। হয়ত আমাদের নিজের ম্যাক না থাকার কারনে শেখা হয় না তাই এই টিউন করা। আপনি উইন্ডোজ বসে ম্যাক ব্যবহার করুন বস কে চমকে দিন। সে হয়ত ভাববে আপনি অনেক দিন ধরে ম্যাক ব্যবহার করেন। কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্ত আগামীতে আর টিউন নিয়ে হাজির হব। আল্লাহ্ হাফেজ।
ডাউনলোড লিঙ্কঃ ১# টরেন্ট থেকে সম্পূর্ণ ফাইল ২# গুগল ড্রাইভ থেকে ৩# এক্সট্রা ফাইল জন্য
আমি মোনারুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনার,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
ধন্যবাদ আপনাকে।