জেনে নিন iOS 12 নিয়ে যতকিছু

ইতিমধ্যেই অ্যাপল তাদের আপকামিং iOS আপগ্রেড iOS 12 এর বেটা সংষ্করণ সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। কিন্তু আমরা এখনো অনেকেই এই নতুন আপকামিং আইওএস আপগ্রেডটির ব্যাপারে তেমন কিছু জানিনা। কারণটা হতে পারে আমাদের দেশে হয়তো তেমন উল্লেখযোগ্য হারে কেউ আইফোন ব্যবহার করে না কিংবা এই অপারেটিং সিস্টেম নিয়ে আমাদের আগ্রহটা একটু কম। তবে কারণ যাই হোক আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম iOS 12 নিয়ে যত কিছু জানার রয়েছে তাদের সবকিছুই।

গত মাসে (জুন, ২০১৮) অনুষ্ঠিত হয়ে যাওয়া Worldwide Developer Conference (WWDC) তে অ্যাপল তার iOS 12 কে বিশ্বের সামনে অফিসিয়াল ভাবে উন্মোচন করেছে। প্রায় ২ ঘন্টা ১৫ মিনিট ধরে অ্যাপল তার এই আপকামিং iOS 12 এর উপর সম্মেলনটিতে Keynote উপস্থাপন করেছে। আর এই ২ ঘন্টার উপস্থাপনটিতে iOS 12 এর পারফরমেন্স ইস্যু নিয়ে কথা বলতে কোনো সময় নস্ট করেনি অ্যাপল। উল্লেখ্য যে সাম্প্রতিক সময়ে অ্যাপল তার মোবাইল অপারেটিং সিস্টেম iOS কে নিয়ে বেশ বিপাকের মধ্যে রয়েছে। iOS এর পারফরমেন্স হ্যাং এবং বিভিন্ন সময়ে বিভিন্ন বাগের জন্য অ্যাপল তার মোবাইল অপারেটিং সিস্টেম কে নতুন করে সাজানোর কথা বেশ কয়েকমাস ধরেই ভেবে আসছে। iOS 12 এর মাধ্যমে অ্যাপল তার এই নতুন ভাবনাকে বাস্তবায়ন করবে। iOS 12 অপারেটিং সিস্টেমে পারফরমেন্সকে দ্বিগুণ হারে বৃদ্ধি করে দেওয়া হয়েছে এবং যে যে অ্যাপল ডিভাইসে iOS 12 সার্পোট করবে অ্যাপল দাবী করছে যে সকল ডিভাইসগুলোতে অপারেটিং সিস্টেমটি বেশ দ্রুত গতিতেই চলবে। iOS 12 যে অ্যাপলের ভয়েস এসিসটেন্স Siri এর উপর কিছু আপগ্রেড থাকছে, থাকছে iMessage, FaceTime ইত্যাদির উপরও কিছু আপগ্রেড। এছাড়াও আপনার অ্যাপল ডিভাইসের উপর আপনার কনট্রোল নিশ্চিত করার জন্যেও থাকছে নতুন কিছু টুলস।

এ বছরের শেষের দিকে iOS 12 মু্ক্তি দেওয়ার কথা রয়েছে। আর ইতিমধ্যেই অপারেটিং সিস্টেমটির বেটা সংস্করণ ইন্টারনেটে চলে এসেছে, আর পূর্ণাঙ্গ সংস্করণ মুক্তি পাবার আগ পর্যন্ত অ্যাপল এই বেটা সংস্করণটিতে বেশ কয়েকবার পরিবর্তন আনবে এটা নিশ্চিত। পূর্ণাঙ্গ সংস্করণ মুক্তি পাবার পর আমি আবারো iOS 12 নিয়ে আরেকটি টিউন করবো। তবে আজ iOS 12 নিয়ে যত কিছু জানার আছে চলুন দেখে নেই:

iOS 12 কি এবং এটা আপনার ডিভাইসে কাজ করবে কি?

ওকে! আজকের টিউনটি শুরু করছি কিছু বেসিক তথ্য দিয়ে। iOS 12  হচ্ছে অ্যাপলের মোবাইল অপারেটিং সিস্টেম iOS এর ১২তম মূল সংস্করণ। iOS 11 তে অ্যাপল বেশ নতুন কয়েকটি ফিচার এনেছিলো আর iOS 12 তে কোম্পানিটি মূলত অপারেটিং সিস্টেমটির পারফরমেন্সের উপর গুরুত্ব দিচ্ছে। ২০১৩ সালে মুক্তি পাওয়া iOS 11 অপারেটিং সিস্টেমটি যে সকল ডিভাইসে চলতো iOS 12 ও এই সকল ডিভাইসেও চলবে, তবে পারফরমেন্স আরো বুষ্ট পাবে। নিচের অ্যাপল ডিভাইসগুলো iOS 12 সার্পোট করবে:

  • iPhone X
  • iPhone 8 / 8 Plus
  • iPhone 7 / 7 Plus
  • iPhone 6s / 6s Plus
  • iPhone 6 / 6 Plus
  • iPhone SE
  • iPhone 5s
  • 12.9-inch iPad Pro 2nd generation
  • 12.9-inch iPad Pro 1st generation
  • 10.5-inch iPad Pro
  • 9.7-inch iPad Pro
  • iPad Air 2
  • iPad Air
  • iPad 5th generation
  • iPad mini 4
  • iPad mini 3
  • iPad mini 2
  • iPod touch 6th generation

এছাড়াও ২০১৮ সালে মুক্তি পেতে যাওয়া নতুন অ্যাপল ডিভাইসগুলোতে iOS 12 আগে থেকেই প্রি-ইন্সটল করা থাকবে।

iOS 12 এর ফিচারসমূহ

iOS 12 এর মূল আকর্ষণ হচ্ছে এর পারফরমেন্স। সাধারণত কোনো অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ বাজারে এলে প্রথমেই ইউজারদের মাথা ব্যাথার কারণ হয়ে দাড়ায় যে নতুন অপারেটিং সিস্টেমটি তাদের ডিভাইসে স্লো চলতে পারে, কারণ নতুন সংস্করণে নতুন নতুন আপডেট রয়েছে। যেমন অ্যান্ড্রয়েড এর কথাই যদি বলি তাহলে যে ডিভাইসে অ্যান্ড্রয়েড ৫.০ স্মুথ চলে সে ডিভাইসে যদি আপনি নতুন অ্যান্ড্রয়েড ৮.১ চালাতে যান তাহলে পারফরমেন্স অনেক ড্রপ করবে এবং অনেকসময় আপনার ডিভাইসে অ্যান্ড্রয়েড এর নতুন সংস্করণটি সার্পোটই করবে না।

কিন্তু অন্যদিকে iOS 12 অপারেটিং সিস্টেমে অ্যাপল পারফরমেন্স এর উপরই বেশি গুরুত্ব দিয়েছে।

অ্যাপল বলছে যে এবার লক স্ক্রিণ থেকে ক্যামেরায় একসেস ৭০% বেশি তাড়াতাড়ি করা যাবে, কিবোর্ড স্ক্রিণে আসবে ৫০% বেশি দ্রুত এবং ডিভাইসটি যখন হেভি লোডে থাকবে তখনও দ্বিগুণ হারে অ্যাপস লঞ্চ করা যাবে।  এই জিনিসগুলো ব্যাকডেটেড বা পুরোনো অ্যাপল ডিভাইসগুলোর জন্য বেশ কাজের হবে। তবে নতুন ডিভাইসগুলো যেমন আইফোন এক্স এবং আইপ্যাড প্রো এর জন্য এই ইস্যুটি বোনাস পয়েন্ট হিসেবে যুক্ত হবে, কারণ এই ডিভাইসগুলোতে আগে থেকেই রয়েছে বড়সড় আকারের মেমোরি এবং এই ডিভাইসগুলো খুব কমই হেভি লোডে আসে।

যদিও অ্যাপল এই iOS 12 তে পারফরমেন্স এর উপর বেশ গুরুত্ব দিচ্ছে কিন্তু এগুলো ছাড়াও iOS 12 তে থাকছে বেশ কয়েকটি নতুন ফিচার ও পুরোনো ফিচারের আপগ্রেড। যার মাধ্যমে এই iOS 12 অপারেটিং সিস্টেমটি বেশ চমৎকারই হবে বলে অ্যাপল ব্যবহারকারীরা আশা করছেন।

iOS 12 তে নতুন ফিচার হিসেবে থাকছে কাস্টমাইজেবল Animoji যার নাম রাখা হয়েছে Memoji।  এই Memoji কে কাস্টমাইজ করে আপনি আপনার চেহারার মতো করে নিতে পারবেন। অন্যদিকে ফেইসটাইম ফিচারটির আপগ্রেড Group FaceTime চলে এসেছে, এবার আপনি একই সাথে সর্বোচ্চ ৩২ জনের সাথে ফেইসটাইমের মাধ্যমে ভিডিও কল করতে পারবেন। Memoji, Animoji সহ যাবতীয় বিনোদনমূলক ফিচারসমূহ আপনি আপনার ডিভাইসের Messages এবং FaceTime এ ব্যবহার করতে পারবেন, এর জন্য ক্যামেরায় নতুন ইফেক্টস দিয়ে দিবে অ্যাপল।

অ্যাপলের ভয়েস এসিসটেন্স Siri কে আগের থেকে বেশ স্মার্ট করে নিয়ে আসা হবে এই iOS 12 সংস্করণে। Siri কে এবার আপনি কোনো জনপ্রিয় লোক, খাবার এবং মোটরস্পোটর্স সম্পর্কে প্রশ্ন করে সে প্রশ্নের চমৎকার উত্তর দিতে পারবেন। এছাড়াও Siri তে শর্টকাট ফিচার আসছে। আইওএস এর Workflow অ্যাপর উপর ভিক্তি করে এই শর্টকাট ফিচারটি তৈরি করা হয়েছে। শর্টকাটে আপনি অ্যাপলের অ্যাপ সহ যেকোনো থার্ড পার্টি অ্যাপসকে শর্টকাট হিসেবে রাখতে পারবেন এবং এই শর্টকাটগুলো আপনি Siri এর ভয়েস কমান্ডের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন।

Siri এর সাজেশন এবং শর্টকাটগুলো লক স্ক্রিণে চলে আসবে এবং ডিভাইসে আপনি যখন কোনো কিছু সার্চ করবেন তখন আগের যেকোনো সময়ের থেকে Siri এই থার্ড পার্টি অ্যাপের শর্টকাট সম্পর্কে আরো উন্নত মানে সার্ভিস উপহার দিতে পারবে। iOS 12 এর পূর্ণাঙ্গ সংস্করণে এই শর্টকাটের জন্য আলাদা একটি ডেডিকেটেড অ্যাপ আনবে অ্যাপল, যেখানে কিছু প্রি-মেইড অপশন থাকবে যার মাধ্যমে আপনি এই শর্টকাট ব্যবহার আরো সহজ ভাবে করতে পারবেন।

এগুলো ছাড়াও iOS 12 তে অ্যাপল বেশ কয়েকটি টাইম ম্যানেজমেন্ট এবং ফোকাস টুলস আপনাকে দিয়ে দিবে। এদের মধ্যে রয়েছে একদমই নতুন Screen Time ফিচার। স্ক্রিণ টাইম ফিচারটি আপনাকে আপনার iOS ডিভাইসটির ব্যবহারের সময় সম্পর্কে আপনাকে সাপ্তাহিক একটি রির্পোট দিবে যেখানে প্রতিদিন কতক্ষণ করে আপনি iOS ডিভাইসটি ব্যবহার করছেন তা আপনি জেনে নিতে পারবেন। এখানে রয়েছে প্রত্যেকটি অ্যাপের জন্য আলাদা ঘর, যেখানে প্রতিটি অ্যাপে আপনি কতক্ষণ সময় ব্যয় করেছেন সেটাও জানতে পারবেন, দিতে কয়বার আইফোন বা ডিভাইসটি পিক আপ করেন সেটাও জানতে পারবেন এবং আপনার ডিভাইসে কোন অ্যাপসগুলো বেশি বেশি নোটিফিকেশন সেন্ড করছে সেটাও জানতে পারবেন।

স্ক্রিণ টাইম ফিচারের একটি অপশন রয়েছে যার নাম App Limits। এই অ্যাপস লিমিট অপশনটি ব্যবহার করে আপনি প্রত্যেকটি অ্যাপের জন্য আলাদা করে টাইম ফিক্সড করে রাখতে পারবেন। এটি উক্ত অ্যাপটির ব্যবহারের সম্পর্কে আপনাকে টাইম টু টাইম সর্তক করে দিবে। এছাড়াও থাকছে নতুন Parental Controls ফিচার; এর মাধ্যমে অভিভাবকরা তাদের সন্তানদের আইফোন বা আই ডিভাইসের ব্যবহারের নিয়ন্ত্রণ সম্পর্কে আরো বেশি কনট্রোল পেয়ে যাবেন।

Do Not Disturb at Bedtime অপশনটি ব্যবহার করে আপনি রাত্রের বেলায় নোটিফিকেশনগুলোকে বন্ধ করে রাখতে পারবেন, যাতে আপনার ঘুমে ডিভাসটির নোটিফিকেশন আপনাকে বিরক্ত করতে না পারে। এছাড়াও সাধরন Do Not Disturb কে আরো উন্নত করা হয়েছে। DND ফিচারে এবার আপনি সময়ের পাশাপাশি লোকেশন ভিক্তিক সেটিংসও করে নিতে পারবেন। নির্দিষ্ট লোকেশনে গেলেই অটোমেটিক ভাবে DND ফিচারটি চালু হবে এবং উক্ত লোকশন থেকে আপনি বেরিয়ে আসলে আবারো অটোমেটিক্যালি DND অপশনটি বাতিল হয়ে যাবে।

Grouped Notifications ফিচারটিও এবারের iOS 12 তে দিয়ে দেওয়া হয়েছে। গ্রুপ নোটিফিকেশনের মাধ্যমে একই অ্যাপ বা সার্ভিস থেকে মাল্টিপল নোটিফিকেশনের উপর আপনি নিজের সুবিধে মতো কাস্টমাইজেশন করে নিতে পারবেন। এছাড়াও গ্রুপ নোটিফিকেশনে থাকছে নতুন Instant Tuning ফিচার যার মাধ্যমে আগত নোটিফিকেশনগুলোকে আপনি কাস্টমাইজেশন করতে পারবেন। একটি নোটিফিকেশনের উপর লং প্রেস করে উক্ত নোটিফিকেশনটিকে আপনি বন্ধ করে দিতে পারবেন অথবা Deliver Quietly অপশনে সেট করে রাখতে পারবেন। Deliver Quietly অপশনে রেখে দিলে এগুলো Notification Center য়ে যাবে কিন্তু লক স্ক্রিণে আসবে না। এছাড়ও যে সমস্ত অ্যাপসগুলো আপনি নিয়মিত ব্যবহার করেন না সেগুলোর নোটিফিকেশন বন্ধ করার জন্য Siri আপনাকে মাঝে মাঝে বলবে।

iOS 12 য়ে মাল্টিপল অ্যাপস চালানোর সময়ও আপনি একটি নতুন ফিচার দেখতে পাবেন। অ্যাপল নিউজ অ্যাপে নতুন করে Browse ফিচারটি আনা হয়েছে এবং আইপ্যাডে অ্যাপল নিউজকে সাইডবারে যুক্ত করা হয়েছে। অন্যদিকে Stocks অ্যাপটিকে অ্যাপল সম্পূর্ণভাবে রিডিজাইন করেছে এবং আইপ্যাডে এখন আপনি iOS 12 সংস্করণে Stocks অ্যাপটিকে ব্যবহার করতে পারবেন। iBook অ্যাপকেও সর্ম্পূণ ভাবে নতুন করে ডিজাইন করা হয়েছে এবং iOS 12 সংস্করণে এর নাম রাখা হয়েছে Apple Books। এই অ্যাপল বুকস অ্যাপে আপনি পাবেন নতুন Reading Now ফিচার যেটি আপনার সকল আইওএস ডিভাইসগুলোর আপনার Apple Books এর হিস্টোরিকে সিঙ্কিং করবে।

CarPlay এবার অনান্য থার্ড পার্টি নেভিগেশন অ্যাপস যেমন গুগল ম্যাপস বা Waze এগুলো সার্পোট করবে। Photos অপশনে iOS 12  থেকে থাকছে আরো শক্তিশালি সার্চ করা এবং সার্চ সাজেশনের সুবিধা। এখানে আপনি পাবেন নতুন For You সেকশন যেখানে রয়েছে ফটো হাইলাইট, এডিটিং সাজেশন এবং গত বছরগুলোতে এই দিনে আপনি কি কি ছবি/ভিডিও তুলেছেন তার জন্য থাকছে “on this day” ফিচার।

iOS 12 তে থাকছে ARKit 2.0 যা আইওএস অ্যাপসগুলোতে Augmented Realityকে আরো সুন্দর ভাবে ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে। এতে Face Tracking, object rendering ফিচারকে আরো আপগ্রেড ও উন্নত করা হয়েছে এবং এখানে নতুন একটি ফিচার 3D object detection কে যুক্ত করা হয়েছে। তবে ARKit 2.0 তে উল্লেখযোগ্য ফিচার হচ্ছে shared experiences। এর মাধ্যমে একই AR environment য়ে দুটি আলাদা ডিভাইসে দুজনই একই সাথে কানেক্টেড থাকতে পারবে।

এছাড়াও iOS 12 তে USDZ নামের নতুন একটি ফাইল ফরম্যাট আনতে যাচ্ছে অ্যাপল। এই ফাইল সিস্টেমের মাধ্যমে Safari, Messages, Mail এবং অনান্য অ্যাপসগুলোতে AR ফিচারটি ব্যবহার করা যাবে। বর্তমানে অ্যাপল এই USDZ ফাইল ফরম্যাটটিকে বিস্তারিত ভাবে ঢেলে সাজানো জন্য Adobe সহ বিভিন্ন কোম্পানির সাথে কাজ করছে। এছাড়াও অবজেক্টের পরিমাপ, লাইনের পরিমাপ, বিভিন্ন আকৃতির পরিমাপ AR সিস্টেমে নেওয়ার জন্য Measure নামের নতুন অ্যাপ থাকছে iOS 12 অপারেটিং সিস্টেমে।

যেসব ডিভাইসে TrueDepth ক্যামেরা সিস্টেম রয়েছে সেসকল ডিভাইসে iOS 12 নতুন কিছু Animoji ফিচার নিয়ে আসবে। যেমন জিহ্বা সনাক্তকরণ (tongue detection) এবং আরো উন্নত মানের ফেস ট্রাকিং। এই জিহ্বা সনাক্তকরণ ফিচারের মাধ্যমে Animoji গুলো জিহ্বা বের করে সুন্দর একটি পোজ দিতে পারবে। এছাড়াও Animoji তে একটি অপশন রয়েছে যেটি চোখ টিপ (wink) কেও সনাক্ত করতে পারবে। iOS 11 তে আপনি ১০ সেকেন্ড পর্যন্ত Animoji রেকডিং করতে পারতেন; আর এই নতুন iOS 12 অপারেটিং সিস্টেমে এবার আপনি ৩০ সেকেন্ড পর্যন্ত Animoji রেকডিং করতে পারবেন।

এগুলো ছাড়াও Animoji তে নতুন কয়েকটি উপাদান আনা হয়েছে, এগুলোর মধ্যে রয়েছে Ghost, Koala, Tiger এবং T-Rex। আর Memoji নামের নতুন কাস্টমাইজেশন অপশন। Memoji তে আপনি আপনার চেহারার সাথে মিল রেখে বিভিন্ন কাস্টমাইজেশন অপশনের সাহায্যে নিজের একটি Memoji তৈরি করে নিতে পারবেন। এখান আপনি স্ক্রিণ কালার, হেয়ার স্টাইল, হেয়ার কালার, Eye কালার, চোখের পাঁপড়ি, নাক সহ বিভিন্ন জিনিস কাস্টমাইজ করতে পারবেন। iOS 12 তে Memoji এর কোনো লিমিট রাখা হয় নি, তাই আপনি এবার ইচ্ছে মতো যত খুশি তত Memoji তৈরি করে নিয়ে নিজের ব্যক্তিত্বকে Animoji তে ফুটিয়ে তুলতে পারবেন।

iOS 12 তে ম্যাপ অ্যাপটির নতুন করে ডিজাইন করা হয়েছে। তবে দুঃখের বিষয় হচ্ছে বর্তমানে এটি আমেরিকার San Francisco এবং  Bay Area তে হাই ডেফিনেশন তথ্য দিচ্ছে। iOS 12 পূর্ণাঙ্গ সংস্করণ মুক্তি পাবার পর ম্যাপটি Northern California কে কভার করে নিতে এবং অ্যাপলের সূত্র মতে জানা গিয়েছে ২০১৮ এবং ২০১৯ সাল নাগাদ এই নতুন ম্যাপ ডিজাইনটি যুক্তরাষ্ট্রের সকল এলাকাকে কভার করে নিবে।

পরিশিষ্ট

বর্তমানে iOS 12 পাবলিক বেটা অ্যাপল আপনাদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। মনে রাখবেন এই বেটা সংস্করণটি কিন্তু কোনো পূর্ণাঙ্গ সংস্করণ নয় এবং বেটা সংস্করণে আপনি iOS 12 এর বিভিন্ন বাগ বা সমস্যা পেতে পারেন। এ বছরের শেষ নাগাদ অফিসিয়ালি পূর্ণাঙ্গ সংস্করণ বের হওয়া পর্যন্ত যদি অপেক্ষা করতে না পারেন তাহলে আপনিও নিজের ঝুঁকিতে আপনার ডিভাইসে iOS 12 বেটা সংস্করণ ফ্রি তে ডাউনলোড করে নিতে পারেন। এর জন্য চলে যান অ্যাপলের বেটা টেস্টিং ওয়েবসাইটে। 

এ বছরের নতুন আইফোনের সাথে এই নতুন আইওএস অপারেটিং সিস্টেমটি বাজারে আনবে অ্যাপল।  আশা করছি আজকের টিউনটি আপনাদের কাছে ভালো লেগেছে। তবে যাওয়ার আগে বরাবরের মতোই আপনাদের জন্য থাকছে বোনাস! আপনি কস্ট করে আমার টিউন ভিজিট করবেন আর আপনার জন্য বোনাস তথ্যাবলি রাখবো না তা কি হয় বলুন! নিচে iOS 12 এর কিছু হিডেন ফিচারগুলো আমি বলে দিচ্ছি:

  • iOS 12 তে Wallet অ্যাপে আপনি Student ID Cards স্টোর করে রাখতে পারবেন।
  • আইফোন এক্স য়ে এবার iOS 12 থেকে আর অ্যাপসে বন্ধ করার জন্য হোল্ড ডাউন করে রাখতে হবে না। আইফোন ৮ এর মতো সোয়াইপিং আপ করেই অ্যাপ সুইচিং করতে পারবেন
  • আমেরিকায় iOS 12 তে Siri এর নতুন দুটি ভয়েস টোন থাকবে
  • ফেইস আইডিতে একাধিক ফেইস স্টোর করার ব্যবস্থা রাখা হয়েছে, FaceID Settings > Set Up an Alternate Appearance থেকে আপনি আপনার ডিভাইসের জন্য একাধিক ফেইস আইডি তৈরি করে নিতে পারবেন
  • ফেইক আইডি ফেইল হয়ে গেলে আপনি আইফোন এক্স এর নিচ থেকে সোয়াইপ আপ করে একটি রিস্ক্যান চালু করতে পারবেন
  • স্ক্রিণ টাইম ফিচারকে আপনি Widget হিসেবে ব্যবহার করতে পারবেন
  • iOS 12 থেকে আপনি নতুন একটি অটোমেটিক আপডেট অপশন পাবেন। এটি General > Software Update অপশনে গেলে পেয়ে যাবেন। এই অপশনটি চালু করে রাখলে ভবিষ্যৎতে যেকোনো ছোট বা বড় সফটওয়্যার আপগ্রেড ছাড়া মাত্রই সেটা আপনার অ্যাপল ডিভাইসে স্বয়ংক্রিয় ভাবে আপডেট হয়ে যাবে
  • Messages অ্যাপে কোনো ব্যক্তির নামের উপর যদি আপনি ট্যাপ করেন তাহলে সেখানে নতুন কিছু শর্টকাট পপ আপ হবে
  • iOS 12 তে iPad গুলোর জন্য নতুন Gestures রাখা হয়েছে
  • iOS 12 থেকে iPad এর উপরের দিকের মেন্যু বারকে নতুন করে ডিজাইন করা হয়েছে
  • সাফারি ব্রাউজারে এবার iOS 12 থেকে আপনি নিজের ইচ্ছেমতো আইকন ব্যবহার করতে পারবেন
  • সেটিংস থেকে Battery অপশনে আপনি iOS 12 থেকে এবার আরো বেশি তথ্যবহুল ব্যাটারী অপশনগুলো দেখতে পারবেন
  • iOS 12 এর Low Power মোডের আপনি Hey Siri ভয়েস কমান্ড ব্যবহার করতে পারবেন
  • ২ গিগাবাইট র‌্যামের iPads গুলোকে iOS 12 তে এবার আপনি ৩টি অ্যাপকে একসাথে ব্যবহার করতে পারবেন। যা iOS 11 তে করা সম্ভব হতো না।

আজ এ পর্যন্তই। আগামীতে অন্য কোনো টপিক নিয়ে আমি চলে আসবো আপনাদেরই প্রিয় বাংলা টেকনোলজি সোশাল নেটওর্য়াক টেকটিউনসে। টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস