আসসালামু আলাইকুম
আজকে দেখাবো কিভাবে আপনার. যে কোন Model এর iphone খুব সহজে পিসি ছাড়া beta apple install করে আপডেট দিবেন |
সাফারি ব্রাউজার অপেন করা হয়ে গেলে এখন Address বারে লিখুন http://beta.apple.com/profile
এখন আপনাকে আপনার apple id লগইন করতে হবে
তাই অবশ্যই লগইন করে নিবেন |
তারপর একটা Download profile আসবে.এখন প্রফাইল টা ইনস্টল করা লাগবে. তাই ক্লিক করুন Download profile বাটনে |
ক্লিক করার পর ডান দিকে উপরে দেখাবে Install.এখন Install এ ক্লিক করুন .আপনার ফোন এখন Restart চাইবে .Restart এ ক্লিক করুন সাথে পাসওয়ার্ড চাইবে দিয়ে দিবেন|
Restart হয়ে গেলে এখন Settings এ যান. গিয়ে General এ যান. একটু নিচে দেখুন profile সেটাতে ক্লিক করুন. এখন দেখতে পারবেন iOS Beta Software Profile Verified দেখাচ্ছে |
এখন profile থেকে back হোন.ক্লিক করুন software update এ |
একটু সময় অপেক্ষা করুন Software update ইন্সটল দেখাবে. ইন্সটল এ ক্লিক করুন.তারপর আবার আপনার ফোন টি Restert দেখাবে. তাই Restart করে নিবেন |
Restart হয়ে গেলে Settings এ গিয়ে General এ গিয়ে about যান আর Version চেক করুন |
আমি ইসমাইল আনোয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।