টেকটিউনসবাসীরা,সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন।না থাকলেও ভাল থাকার চেস্টা করুন! 🙂 ঈদ ও রথের উৎসব সকলের জীবনে আনুক অশেষ আনন্দ।যদিও ঈদের ২-৩ দিন পড়ই স্কুল খোলার সেই বিরক্তিকর চিন্তা আসে যায় আমাদের মাথায় :p যাইহোক, আমি নিহাল আবার আসলাম আপনাদের সামনে নতুন এক বিষয় নিয়ে,এক নতুন টিউন নিয়ে।এটি মূলত আই ও এস চালিত ডিভাইস গুলার জন্যে।তবে এ এপ মার্কেট এন্ড্রয়েডেও চল্বে।তবে এন্ড্রয়েডের জন্য আরো অনেক ভালো এপ মার্কেট রয়েছে।তাহলে শুরু করা যাক আজকের টিউন....
বর্তমানে বেশিরভাগ স্মার্ট ফোন ও ট্যাবলেট এন্ড্রয়েড চালিত এবং নিঃসন্দেহে এটা অনেক উন্নত হলেও আমরা অবশ্যই জানি Apple এর iOS এর থেকে অনেকটাই ভিন্নধরমি।আমার কাছে বিভিন্ন কারণে iOS টাই বেশি পছন্দের।যাহোক,এ নিয়ে কোন বিতর্কে যেতে চাচ্ছিনা।তবে আই ও এস চালিত ডিভাইসগুলার সিকিউরিটি সিস্টেম কিন্তু অতুলনীইয়।এন্ড্রয়েডে আমরা যেমন সহজেই এপ শেয়ারিং বা পেইড এপ এর ইন্সটলিং ফাইল বা APK ফাইল যেমন সহজেই ডাউনলোড করে ইন্সটল করতে পারি,আইফোন বা আইপ্যাড বা আইপড এ কিন্তু তেমন সহজে করা যায়না।আর এর পেইড এপ এর ফাইল পাওয়াও আমাবশ্যার চাঁদের মতো কঠিন।তবে আজ অত্যন্ত সহজে আর কম সময়ে iOS এর যে কোন পেইড এপ পাওয়ার উপায় জানাচ্ছি!
প্রথমেই দেখাযাক এর-
সুবিধাগুলোঃ
১।এটি সম্পূর্ণ ফ্রীতে পাচ্ছেন,
২।যে কোন পেইড এপ নিয়ে নিতে পারবেন ফ্রী তে,
৩।এটি ব্যবহারের জন্য কোন Apple ID প্রয়োজন নেই,
৪।এপ ক্র্যাশ করে না বললেই চলে,
৫।কোন রুট বা জেইল ব্রেকের প্রয়োজন নেই,
৬।iTools এর মতো আরো বিভিন্ন কাজও,যেমন ব্যাকআপ দেওয়া, ইত্যাদি করতে পারবেন।
ফার্মওয়্যার সাপোরটঃ
যেভাবে ব্যবহার করবেনঃ
প্রথমেই আপনার পিসিতে http://www.vshare.com/ সাইটটি থেকে vShare সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।এবার এটি জলদি ইন্সটল করে নিন।এবার আপনার আইফোন/আইপড/আইপ্যাড টি কেবল দিয়ে পিসির সাথে কানেক্ট করুন।ভি শেয়ার অন রাখুন।কিছুক্ষনের মধ্যেই দেখবেন।আপনার ডিভাইসের সব ইনফরমেশন এখানে শো করতিছে।ব্যাস!আপনার কাজ প্রায় হয়েই গেছে।ভি শেয়ারের উপরের দিকে "Apps" এ ক্লিক করেন।এবার যে এপটি চান তার নাম সার্চ বক্সে লিখে সার্চ দিন।এপটি খুজে পাওয়ার পর এপটির নিচে Download এর উপর ক্লিক করুন।দেখবেন ডাউনলোড শুরু হয়েছে।ডাউনলোড শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।ডাউনলোড শেষ হলে vShare এর উপরের দিকে Downloads এ Click করে বাম পাশে Completed এ ক্লিক করুন।আপনার ডাউনলোড করা এপ এর সাথে Install লেখা আছে।ওখানে ক্লিক করুন আর উপভোগ করুন আপনার পছন্দের সেই এপটি!
এছাড়াও vShare দিয়ে iTools এর মতো অন্যান্য কাজও করতে পারবেন!
ধন্যবাদ।আজ শেষ করছি এখানেই।কোন সমস্যা হলে টিউনমেন্ট তো থাকলই!আর আই ও এস সম্পর্কে কিছু জানার থাকলে আমাকে বলতে পারেন।সবাই ভালো থাকবেন ও ভালো রাখবেন!ও হ্যাঁ,কেউ এনিমেশন এর পাগলা হলে ডাউনলোড করতে পারেন আমার সাইট থেকে Best Toons Network
আমাকে ভিজিট করেন- শাহরিয়ার নিহাল
ফেসবুকে আমি লাইক দিতে পারেন- Shahriar NiHAL
আমি শাহরিয়ার নিহাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Hi There!This Is Me,Shahriar NiHAL!I'm Very Glad To Have Tunership Here On Techtunes!I'm A School Student From Bangladesh.& I Think I'm A Genious! :P Pls Visit http://www.shahriarnihal.blogspot.com/ Visit My Entertainment Site: Best Toons Network http://largesttoonnetwork.blogspot.com
Tnx Bro…Keep Going….