2003 সাল এরপর 2016 তে প্রথমবারের মতো আর্থিক ক্ষতির মুখে পড়ে অ্যাপল এক ধাক্কায় শেয়ারমূল্য ৮ শতাংশ কমে যায়। আর এর একমত্র কারন হলো আইফোনের বিক্রি কমে গেছে, তবে আয় কমে গেলেও হতাশ নন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। তিনি বলেছেন, এখন পর্যন্ত আমরা ভালো অবস্থানে আছি। শুধু অ্যাপল নয় স্যামসাং, সনিসহ বড় বড় স্মার্টফোন প্রস্তুতকারীর ও বিক্রির পরিমাণ কমেছে। যেখানে Samsung, Apple তাদের ক্ষতির পরিমাণ গুনছে, সেখানে বিক্রি বেড়েছে অপ্পো, ভিভোর, আসুস এর মতো নতুন প্রতিষ্ঠানগুলোর। আইডিসি প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানা গিয়েছে।
2007 এর পর এবারই প্রথম আইফোনের বিক্রি ১৬.৩ শতাংশ কমেছে, ফলে তাদের বর্তমান প্রান্তিকে বিক্রির পরিমাণ পাঁচ হাজার কোটি মার্কিন ডলার। গত বছরে যা ছিল পাঁচ হাজার আটশো কোটি। আর বছরের দ্বিতীয় প্রান্তিকে তাদের মোট আইফোন বিক্রি হয়েছে পাঁচ কোটি ১২ লাখ। গত বছরের এই প্রান্তিকে মোট আইফোন বিক্রি হয়েছিল ছয় কোটি ১২ লাখ। স্যামসাং এর স্মার্টফোন বিক্রি কমেছে ০.৬ শতাংশ, একটুর জন্য পার পেয়ে গেছে স্যামসাং।
এখন প্রশ্ন হলো, কেন স্মার্টফোনের বিক্রি কমছে? এর অনেক কারণ হতে পারে, যেমন অ্যাপল, স্যামসাং, সনির স্মার্টফোন এর দাম একটু বেশি বলে বাজারে থাকা অন্যান্য ব্র্যান্ড এর তুলনায় বা যাঁরা একবার স্মার্টফোন কিনেছেন, তাঁরা যাচাই-বাছাই করে ভালো দেখেই কিনেছেন। ফলে নতুন মডেল এলেই হালনাগাদ করার প্রয়োজন পড়ছে না। এ কারণেই স্যামসাং শীর্ষে। তাদের প্রচুর মডেলের স্মার্টফোন থাকায় সব ধরনের বাজার দখলে নিতে পেরেছে।
If you want you can check: Latest Apple Smartphone
আমি আনোয়ার আবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।