দেখে নিন নতুন আইওএস ৯ এ কি কি থাকছে

 ৯ জুলাই উন্মুক্ত হয়েছে অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম আইওএস-৯-এর বেটা সংস্করণ।  থাকছে ম্যাপস, সিরি, এবং সার্চ টুলসে বড় ধরনের পরিবর্তন। অ্যান্ড্রয়েড, উইন্ডোজ ফোন ও  ট্যাবলেটের জনপ্রিয় সব সুবিধার ওপর ভিত্তি করে অ্যাপলের এই নতুন অপারেটিং সিস্টেমে তাই  এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন।

 

বাড়বে ব্যাটারির আয়ু

স্মার্টফোনের সবচেয়ে বড় দুর্বল দিক এর ব্যাটারির কম আয়ু। ফোন নির্মাতারা এটি বাড়াতে সব সময়ই ব্যর্থ। তবে অ্যাপলের আইওএস-৯-এ কম খরচের পাওয়ার মুডে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। অ্যাপল বলছে, সেটিংসের যেকোনো ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ বা ভিজুয়াল ইফেক্ট না কমালে বা নিষ্ক্রিয় না করলেও ব্যাটারির চার্জ কমপক্ষে তিন ঘণ্টা পর্যন্ত থাকবে। অ্যাপল যদি এ সুবিধাটি সত্যিই দিতে পারে তাহলে এটি বড় কাজের কাজ হয়ে যাবে।

আরোও উন্নত হবে নোটস

এতে থাকছে দ্রুত চেক লিস্ট বানানোর সুবিধা, ইচ্ছেমতো ফরম্যাটিং ও ছবি যোগ করার সুযোগ।

আইপ্যাডে থাকছে বিশেষ পরিবর্তন

যখন আইফোনের আইওএসে এত পরিবর্তন থাকছে, আইপ্যাডই বা বাদ থাকবে কেন? তাই আইপ্যাডেও থাকছে পরিবর্তন তবে সেটির জন্য সর্বশেষ যন্ত্রটি লাগবে। বিভক্ত পর্দায় দুই অ্যাপসকে পাশাপাশি চালানোর সুবিধা থাকছে ফলে সত্যিকারে মাল্টিটাস্কিং সুবিধাটি পাওয়া যাবে এতে। থাকছে স্লাইড ওভার নামের নতুন সুবিধা। আরও আছে ছবি থেকে ছবি দিয়েই ভিডিও বানানোর সুবিধা। কিবোর্ড কে ট্রাকপ্যাড হিসেবেও ব্যবহার করা যাবে।

কিবোর্ডে থাকছে পরিবর্তন

পূর্বের সংস্করণে শিফট না চাপলেও সব অক্ষর বড় করে দেখাত, কিন্তু নতুনটাতে শিফট চাপলে অক্ষর বড় হবে না চাপলে ছোট থাকবে।

থাকছে নিঊজের জন্য বিশেষ এপ

নতুন এই অপারেটিং সিস্টেমে তারা নিজস্ব সংবাদভিত্তিক অ্যাপ চালু করছে।

আরোও কিছু ছবিঃ

ছবিঃ CNET

টিউনটি পূর্বে আমার ব্লগে প্রকাশিত।

সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগ থেকে। ব্লগ লিংকঃ http://www.alokkroy.blogspot.com

ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Level 0

আমি অলক রায়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

bro windows phoner build in battery saver mode ke keu harate parbe na.tai Windows OS er battery backup capability exellent.comments korar age practically test kore comments korben pls.