Apple এর iOS 7 রিলিজ হবার পর থেকেই এ নিয়ে অনেক তর্কি-বিতর্ক, আলোচনা-সমালোচনা চলছে অনলাইন কমিউনিটি তে।
অ্যাপেলের সিনিওর ভাইস প্রেসিডেন্ট অফ ডিজাইন Jony Ive (জন ইভ) এর আগে অ্যাপেলের হার্ডওয়্যার ডিজাইনের জন্য বেশ পরিচিত ছিলো। অথচ সেই ব্যক্তিই একটি কুৎসিত ইন্টারফেস ডিজাইন করে কমিউনিটি কে কিংকর্তব্যবিমুড় করে দেয়। কারণ কমিউনিটি এর অনেকেই iOS7 এর নতুন আইকন গুলো খুব একটা পছন্দ করে নি। হয়েছে অনেক সমালোচনা।
অনেক আলোচনা সমালোচনার মাঝে অবশেষে Vaclav Krejci - যিনি একজন চরম অভিজ্ঞা ডিজাইনার, মনে হয় উত্তর টি পেয়ে গেছেনঃ তিনি এটিকে মাইক্রোসফট ওয়ার্ড এ ডিজাইন করে দেখান। আর সে থেকেই প্রশ্ন যে আসলেই কী iOS7 মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ডিজাইন করা?
Krejci'র এই অসাধারণ ভিডিও টি দেখুন, কিভাবে তিনি শুধু মাইক্রোসফট ওয়ার্ড এর সাহায্যে বাস্তবধর্মী সম্পূর্ণ iOS 7 ইন্টারফেস ও এর সাথে iPhone 5 ডিজাইন করেছে।
আপনার চাইলে Krejci'র এই iOS 7 ডিজাইন করার ওয়ার্ড ফাইল টি ডাউনলোড করতে পারেন এখান থেকেঃ
➡ ডাউনলোড লিঙ্কঃ https://db.tt/0TSoDTBe
তবে অবশ্যই আমি মনে করি, Jony Ive বা অ্যাপেল iOS7 এর ইন্টারফেস ডিজাইন করতে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করেননি। অ্যাপেলের সফটওয়্যার বাজেট অফুরন্ত, এবং iOS 7 প্রায় নিশ্চিত ভাবেই Adobe CS6 এ ডিজাইন করা।
আপনাদের কাছে এটা শেয়ার করার উদ্দেশ্যই হচ্ছে Krejci'র ভিডিও একটা জিনিস প্রমাণ করে, একজন বিজ্ঞ ডিজাইনারের হাতে যেকোনো নাদান সফটওয়্যারও অনেক আকর্ষণীয় কাজ করতে পারে। ছোট সফটওয়্যার এর ও ক্ষমতার সীমা নেই।
আমার মনে করি Apple কে iOS 8 ডিজাইন করার জন্য Krejci কে নেয়া দরকার। এতে তারা অল্প বাজেটে একই কোয়ালিটির ইন্টারফেস পেতে পারে 😉
আপনি কি মনে করে iOS 7 কিভাবে ডিজাইন করা হয়েছিলো? মাইক্রোসফট ওয়ার্ড কি একটি দারুন ডিজাইন টুল? আপনার মতামত টিউমেন্ট এর মাধ্যমে জানান।
নিয়মিত আমার টিউনের আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব করুনঃ টেকটিউনস » কম্পিউটার লাভার (ক্লিক করে আপনার ইমেইল দিন এবং ইমেইল থেকে ভেরিফাই করুন)
কম্পিউটার লাভার (রাকিবুল হাসান)
ফেসবুক ~ টুইটার ~ গুগল প্লাস
আমি কম্পিউটার লাভার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 101 টি টিউন ও 1258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Also known as "Raiku Saiko". React.js & Javascript Developer. Former Wordpress Developer, Front-end Designer. Technology Addicted.
অফিস 2007, 2010 ও 2013 এ এধরনের ইন্টারফেস করা অসম্ভব নয়। খুবই সম্ভব।