যেভাবে আইফোনে iOS7 ইন্সটল করবেন ।

সবাই আমার সালাম নিবেন। সবাইকে রমজানুল মোবারক। আশা করি সবাই ভাল আছেন ।

কয়েকদিন হল অ্যাপেল কোম্পানি iOS7 রিলিজ হবে এই ঘোষণা দিয়েছে। আর আমি কিছু দিন আগে iOS7 এর সকল ফিচার নিয়ে টেকটিউন্সে আপনাদের জন্য একটি টিউন করেছিলাম । আবারও সেই iOS7  নিয়ে টিউন করতে বসলাম । আর এই টিউনটির হেডিং দেখে বুঝতে পারছেন যে টিউনটি কি নিয়ে করা হয়েছে । তাই কথা বেশী না বলে মূল কথায় চলে যাই ।  সবার জন্য রিলিজ হবার আগে অ্যাপেল সকল ডেভেলপারকে নতুন ভার্সন ইন্সটল করে সব ধরনের অ্যাপস সহ আরও অনেক কিছু ইন্সটল করে চেক করার সুযোগ দেয়। তবে তার জন্য Developer Account থাকা লাগে , যা ৯৯ ডলার পে করে এক বছরের জন্য নিতে হয়। কিন্তু নিচের নিয়ম অনুযায়ী কোন রকম আইডি বা পে না করে iOS7 আপনার আইফোনে ইন্সটল করতে পারবেন । তা ১০০% কাজ করে।

কে কে এই ভার্সন আপডেট করতে পারবেনঃ

* যাদের আইফোন জেইলব্রেক করা নাই মানে Cydia অ্যাপস নাই। না হলে জেইলব্রেক ডিলিট হয়ে যাবে। আর জেইলব্রেক করতে পারবেন না।
* যাদের আইফোন ফ্যাক্টরি আনলক করা। ফ্যাক্টরি আনলক না থাকলে আইফোন আবার নেটওয়ার্ক লক হয়ে যাবে মানে কোন সিম চলবে না।
* যাদের এই সম্পর্কে ভাল আইডিয়া আছে। নতুন কেউ খামোখা চেষ্টা করে আইফোন ব্যাবহার অনুপযোগী করে ফেলতে পারেন।

যা যা লাগবেঃ

* আইফফোন  4, 4S, 5 ।

* লেটেস্ট iTunes ইন্সটল থাকতে হবে যা        http://www.apple.com/itunes/download/     থেকে করে নিতে পারবেন।

* http://www.iosday.com/ios-7-beta-download/ থেকে আপনার আইফোন এর জন্য যেটা লাগবে সেটা ডাউনলোড করে নিতে হবে। ১০০% নিশ্চিত হয়ে নিবেন আপনার জন্য যেইটা দরকার। যেমন iPhone 4 এর জন্য iPhone 4 GSM, iPhone 4S এর জন্য iPhone 4S, iPhone 5 এর জন্য পিছন থেকে মডেল নাম্বার A1428,A1429 দেখে আপনারটা ডাউনলোড করবেন। অবশ্যই Torrent ফাইল ডাউনলোড করবেন। Torrent File ডাউনলোড লিঙ্ক দিতে পারছি না , তাই আপনারা একটু কষ্ট করে সার্চ করে ডাউনলোড লিঙ্ক খুজে নিয়েন ।  কারণ Direct ফাইল ম্যাক কম্পিউটার এর জন্য।

* ইন্টারনেট লাগবে কম্পিউটারে।

প্রথমে আইটুনস ওপেন করে আপনার আইফোন কম্পিউটারের সাথে সংযোগ করুন। এবার কম্পিউটারে কীবোর্ড থেকে Shift বাটন চাপ দিয়ে ধরে একই সাথে আইটুনস এর Check for Update বাটনে ক্লিক করুন। এবার যে বক্স আসবে তাতে আপনি যে iOS7 সফটওয়্যার ফাইল ডাউনলোড করেছেন তা দেখিয়ে দিন। এবার সবকিছু ঠিক থাকলে আপনার আইফোনে iOS7 ইন্সটল হবে।

বিশেষ দৃষ্টাব্য ঃ iOS7  ইন্সটল করার পর , যদি তা  ভাল না লাগে আপনি আবার iOS 6.1.3 or iOS 6.1.4 এ ডাউনগ্রেড করে নিতে পারবেন যতদিন যাবত  iOS7 রিলিজ না হবে।

আমার পোষ্ট টিতে যদি কোন ভূল থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ

Level 0

আমি Mohammad Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I study in Daffodil International University. Programme BBA..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া আমি সব সময় আপনার টিউন এর অপেক্ষায় থাকি, কেন না টিটি তে আপনিই একজন বেক্তি জেকিনা তার করা মোট ৮ টা টিউনি আইফন নিয়ে করা। আপনার আইফন নিয়ে করা এই টিউন টি https://www.techtunes.io/ios/tune-id/214675 অনেক সুন্দর হয়েছে।

ভাইয়া আমি ৩ বছর ধরে আইফন ব্যবহার করি কিন্তু এখন তেমন একটা ভালো লাগছে না। তাই আমার মনে হয় আমি যদি আপনার সাথে একটু কথা বোলতে পারতাম তাহলে আবার আইফন নিয়ে পাগলামি শুরুহয়ে যেত। আমি সব সময় viber skype whatswap এ থাকি। আমার মেইল আইডি। [email protected]

    @saad rahman: আমার টিউনের অপেক্ষায় থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । শীগ্রই আমি আপনার সাথে স্কাইপি তে অথবা ভিবারে যোগাযোগ করব ।

Level 0

Bhai thanks. Aponer kase apple ar product ar besi besi lekha chai.

    @RanaAhamed: ধন্যবাদ কমেন্টস করার জন্য । অ্যাপেল এর প্রোডাক্ট নিয়ে টিটিতে আরও টিউন করতে চাচ্ছি । আমার জন্য দোয়া করবেন । আমি যেন আরও ভালো ভালো টিউন নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি ।

Level 0

Darun tune. Ami Install koresi. Valo laglo. Thanks Mohammad Hossain vi. 🙂

Level 0

Apnar jonno onek Dowa Roilo.

    @rony000777: আমার পক্ষ থেকেও আপনার জন্য দোয়া রইল।

Level 0

প্রায় ১ মাস হল আমি ব্যাবহার করছি iOS7. নিচের লিঙ্ক থেকে ও ডাওনলোড করা যাবে। ধন্যবাদ।
http://appledrunk.net/ios-7-beta-3-11a4414e-downloads/

    @MEZBA: আপনাকে অসংখ্য ধন্যবাদ লিঙ্কটা শেয়ার করার জন্য ।

আমি নতুন আইফোন ইউজার । প্লিজ আমাকে ios7 for iPhone 4 Model A1332 এর ডাউনলোড লিংকটা শেয়ার করেন

Level 0

ami ios5 theke ios7-e upgrade koresi but amar # kaj korena

    @Yasin ali: ki vabe upgrade korechen ? Wifi er madhome naki?