পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করিলাম.
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভাল আছে। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি।
সব সময়ই চেষ্টা করি আপনাদের নতুন কিছু উপহার দিতে।
তাই আজকে আবার টিউন করতে চলে এলাম, তা যাই এখন টিউনের বিষয়ে চলে যাই।
আমরা প্রায় সবাই কম বেশি Clash of Clans, Clash Royale এবং Boom Beach খেলে থাকি, কিন্তু এর জন্য আমাদের অনেক এম বি খরচ করতে হয়। কিন্তু গ্রামীনফোন আপনাদের কথা চিন্তা করে, আপনাদের জন্য Supercell এর Clash of Clans, Clash Royale এবং Boom Beach গেম ফ্রী করে দিয়েছে। 😀
আসুন এবার দেখে নেই কিভাবে আপনি এই গেম গুলো ফ্রীতে চালাতে পারবেন। 😀
প্রথমেই আপনাকে নিচের সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে।
তারপর কানেক্টেড হয়ে গেলে ফ্রীতে খেলতে থাকুন Supercell এর Clash of Clans, Clash Royale এবং Boom Beach গেম।
টিউনটি কেমন লাগলো জানাবেন এবং কোন সমস্যা হলে টিউমেন্ট করতে ভুলবেন না। 😀
[ বিঃদ্রঃ শুধুমাত্র যারা এ বিষয়ে জানেন না, তাদের উদ্দেশ্য এই টিউনটি করা হয়েছে ]
বিঃদ্রঃ শুধুমাত্র যারা এ বিষয়ে জানেন না, তাদের উদ্দেশ্য এই টিউনটি করা হয়েছে বিঃদ্রঃ শুধুমাত্র যারা এ বিষয়ে জানেন না, তাদের উদ্দেশ্য এই টিউনটি করা হয়েছে
আমি আল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।