এবার iPhone-এ নিয়ে নিন ৮৭টি বাংলা রেডিও একটি মাত্র্র অ্যাপেই!

বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর লিখতে বসলাম।

আমি ব্যক্তিগতভাবে গান শুনতে পছন্দ করি। আপনারাও নিশ্চয়ই করেন। কিন্তু জীবন এখন এত্ত ব্যস্ত হয়ে গেছে যে আলাদাভাবে সময় বের করে গান শোনা অনেকটাই মুশকিল। তো যারা আমার মতো চলতি পথে গান শুনতে চান, কিংবা সর্বশেষ সংবাদ জেনে নিজেকে আপডেট রাখতে চান তাদের জন্য মোবাইল ফোনই ভরসা।

আমি আজ আপনাদেরকে এমন একটি মোবাইল অ্যাপ-এর নাম বলবো যেখানে আপনি বাংলাদেশের প্রায় প্রত্যেকটি রেডিওই শুনতে পাবেন। অ্যাপটিতে রয়েছে ৮৫টিরও বেশি বাংলা রেডিও। মাত্র কয়েক মেগাবাইটের এই অ্যাপটি আপনার iPhone-এ ডাউনলোড করে নিলে সারাক্ষণ গান আর লাইভ আপডেট শুনতে পারবেন। আমি নিজেও ডাউনলোড করেছি। অ্যাপটি অল্প ইন্টারনেট খরচেও আপনি ব্যবহার করতে পারবেন।

অ্যাপটিতে বিবিসি বাংলা, ভয়েস অব অামেরিকা, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস, এবিসি রেডিও, রেডিও ফুর্তি, রেডিও টুডেসহ বাংলাদেশ এমনকি বাংলাদেশের বাইরে থেকে প্রচারিত সকল বাংলা রেডিও যুক্ত হয়েছে।

তাহলে আপনার প্রিয় iPhone-এ এখনই ডাউনলোড করে নিন বাংলা রেডিও (Bangla-Radio)। ডাউনলোড লিঙ্ক : https://itunes.apple.com/us/app/bangla-radio/id1058803452?mt=8

আপনি ক্রিকেট খেলার ভক্ত? জানতে চান স্কোর? শুনতে চান লাইভ ধারাভাষ্য? তাহলে রেডিও স্বাধীন হতে পারে আপনার প্রায় প্রতিদিনের সঙ্গী।

ব্যক্তিগত সমস্যা? প্রেম-ভালবাসা আর মন দেওয়া-নেওয়ার নানান সংকটে থাকলে একটু ঘুরে আসুন রেডিও চ্যানেলের লিস্টটি। পেয়ে যাবেন মনের মতো রেডিও চ্যানেল। কারণ অনেক চ্যানেলই এখন এ বিষয়ে অনুষ্ঠান প্রচার করছে।

সত্যি কথা বলতে কি, আপনার অবসরের সঙ্গী হতে পারে এই অ্যাপটি। মোবাইল থেকে বন্ধু কিংবা বান্ধবীর সাথে ফেসবুকে চ্যাট করছেন? তো চলতে থাকুক রোমান্টিক কোনো একটি গান। ট্রাফিক জ্যামে আটকে আছেন? কোন্ দিকে জ্যাম কম তা জানতেও সাহায্য করতে পারে এই অ্যাপটি। কারণ প্রায় রেডিওই লাইভ ট্রাফিক আপডেট জানিয়ে থাকে।

Level 2

আমি মৌ ফারজানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তি ভালোবাসি। ঘণ্টার পর ঘণ্টা অনলাইনে থাকতে ভালো লাগে। আর রাজনীতি পছন্দ না করলেও পড়ছি রাজনীতি-বিজ্ঞানে। সামনে মাস্টার্স। কন্ট্রিবিউটর হিসেবে সম্প্রতি কাজ শুরু করেছি --- BandhoB.com এবং Uto.la ---এই দুটি সাইটে... সবার সহযোগিতা চাই, সামনে এগিয়ে যেতে চাই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস