এবার আপনার এনড্রুইড ফোনের ব্যটারি ব্যাকাপ আগের থেকের ৩ গুন বারবে

আসসালামু আলাইকুম কেমন আসেন সবাই.....??? আজ আমি যেই বিষয় এ লিখছি এটা এন্ড্রয়ড ইউজাদের সবচেয়ে বড় সমস্যা আমি মনে করি। তো যাইহোক আমি বশি কিছু বলবো না ৩ টা এপস দিব যদিও অনেকেই হয়ত এই এপস গুলা ব্যবহার করেছেন। তো যাই হোক নিচের এপস ৩টা ডাউনলোড করে নিন।

১। Increase battery life

২। Battery Calibration

৩। DU Battery Saver

Increase battery life অ্যাপ নামিয়ে নিন, ইন্সটল করে ওপেন করুন battery এর আইকর দেখতে পাবেন এখানে ক্লিক করুন এবার দেখুন off লেখা আছে ওখানে ক্লিক করুন এবার একটু wait করুন দেখুন on হয়ে গেছে। আপনার আর কিছু করতে হবেনা এপটা সুধু ইনেস্টল করা থাকলেই হলো। battery saving এর জন্য এটাই আমার সবচেয়ে প্রিয় এপস।

Battery Calibration অ্যাপ নামিয়ে নিন, এবার অ্যাপটি ইন্সটল করে নিন আপনাকে ডিভাইসের চার্জ দিন ডিভাইসের চার্জ ১০০% দেখালে অ্যাপটি ওপেন করুন। অ্যাপটি ওপেন করলে অ্যাপ সুপার ইউজার অনুমতি চাইবে। দিয়ে দিন। এবার অ্যাপটি চালু অবস্থায় ব্যাটারি লেভেল ফুল (১০০%) আছে কিনা দেখুন। যদি ১০০% থাকে তাহলে Battery Calibration অপশনে ক্লিক করুন। এবার সেট বন্ধ করুন এবং চার্জে লাগান। চার্জ লাগানো অবস্থায় ১০০% হলেও চার্জে দিয়ে ১ ঘন্টা রেখে দিন। এর পর সেট অন করুন। আশা করি ভাল এটা ফলাফল পাবেন।

DU Battery Saver Pro এই এপটা আমার মনে হয় কমবেশি সবাই ব্যাবহার করেছেন। তাই এর বিষয়ে তেমন কিছু বলার নাই। এপটা ইন্সটলের পর ওপেন করুন Optimize করুন। এভাবে আপনি মাঝে মাঝে Optimize করতে পারেন। আপনি খেয়াল করলে দেখবেন আপনার হোমপেজও Optimize নামের একটা অপসন এডহয়েছে আপনি চাইলে এখান থেকেই Optimize করতে পারেন তবে আমি মনেকরি এপটির ভিতরথেকে optimize করলে বেশি কার্যকরি হবে। আপনি ব্যাবহার করলেই ভাল বুঝতে পারবেন।

আজ আর তেমন কিছু লিখছিনা, সুধু এই ৩টি এপস ব্যবহার করে আমার বিশ্বাস আপনারা খুবি ভাল ব্যাটারি ব্যাকাপ পাবেন।

»» যদি বুযতে কোন সমস্যা হয় তাহলে আমার সাথে FB তে যোগাযোগ করতে পারেন। আর comment box তো আছেই।

যদি সময় হয় আমার সাইট TrickDream.Com এ একটু ঘুরে আসবেন।

কস্ট করে পড়ার জন্য ধন্যবাদ, সবাইভাল থাকবেন। আর আমার কোথায় কোন ভুল হলে ধরিয়ে দিবেন সামনে থেকে ঠিক ভাবে লিখার চেস্টা করবো
খোদা হাফেজ।

Level 0

আমি Onih Hasan Abir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ব্যাটারি সেভার ইউজ করার চেয়ে এমনিতেই ভালো ব্যাকআপ পাই।

ওহ ভাল এমনিতে পেলেত খুবি ভাল। কস্ট করে পড়ার জন্য ধন্যবাদ

These three apps drains andrioid battery too much. it’s better ignore and saves battery.

Greenify সব থেকে ভাল।

১ম টা যে চলছে কি করে বুঝব!

টিউনের কন্টেন্ট যতটুকু ভাল ঠিক ততটাই খারাপ আপনার বানান!!! সজ্ঞানে চোখের সামনে এতগুলো ভুল করা সমীচীন না…..এরূপ টিউন পড়তে গেলে চোখের পেশী ব্যথা করবে 😯

Ei app gulo use na korlei phone shavabik thake.

এইসব apps গুলো নিজেরাই প্রচুর যার্ম খেয়ে বসে থাকে এবং অনগয়িং থাকে ।
ভালো হবে এসব কোনোটাই না use করা ।

ফোন রুটেড হলে Greenify Best হবে সবগুলোর থেকে ।

আমি আমার এন্ড্রয়েড ফোনের সমস্যা নিয়ে একটি পোস্ট করেছিলাম। টেকটিউনস পরিবারের একজন নিয়মিত পাঠাক হিসাবে সবার কাছে সুপরামর্শ আশা করছি। আমার পোস্টের লিংক https://www.techtunes.io/android/tune-id/332139

ভাই এই এপ্পস গুলো আরো বেশী চার্জ খেয়ে ফেলে।