টেকটিউনসে কি দেশে নির্মিত অ্যাপস এর জন্য আলাদা কোনো ক্যাটেগরী অথবা ফিচার পার্ট করা সম্ভব/উচিত ?

টেকটিউনস থেকে শিখেছি অনেক কিছুই | তার পরেও মনে হচ্ছে দেশি নির্মাতাদের জন্য  টেকটিউনস আরও কিছু করতে পারে | তাতে হয়ত নির্মাতাদের প্রাথমিক হতাশা থেকে মুক্তি মিলবে | বাংলাদেশে  অ্যাপস  নির্মানে প্রধান সমস্যা হয় ভেনচার পাওয়া | কারণ এখানে কেউই এই বিষয়ে বিনিয়োগে আগ্রহী না | তার পরেও নির্মাতারা হয়তো নিজেদের সময় আর শ্রমে কিছু একটা নির্মান করলো | কিন্তু প্রচার ?? এটা একেবারেই অসম্ভব | যেমনটা আমরা  চ্যালেঞ্জের মধ্যে পড়েছি আমাদের গেম গুলো নিয়ে  https://play.google.com/store/apps/details?id=com.gamecookstudio.splashyfish

আমরা যেখান থেকে টেকনোলজির সমস্ত খবর পাচ্ছি সেই  টেকটিউনস কি আমাদের নির্মান করা কাজের খবর প্রচার করতে পারে না ? হয়তো এই দায়িত্ব  টেকটিউনস নিতে পারে |  প্রয়োজনে টেকটিউনস টিম  নিজে রিভিউ করে তারপর  ফিচার করতে পারে | কিন্তু এটি আমরা  টেকটিউনস থেকে প্রত্যাশা করছি | দেখি বাকি ব্লগাররা কি বলেন | আপনাদের মতামত জানাবেন |

 

Level 0

আমি GameCook। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

R8. Ekmot.

Level 0

plz blogger vaira ata koren

puropuri ekmot… plz blogger vaia ra apnara egiye ason…

আমার মনে হয়, শুধু আপস না। এটা বাংলাদেশে ইনভেন্টেড যেকোনো বিষয়ের জন্য হতে পারে।

টেকটিউনসে “প্রযুক্তিতে বাংলাদেশ” নামে একটি বিভাগ তৈরী করা হোক।