আমার টিউনের শুরুতে জানাই সবাইকে সালাম ও অভিনন্দন। আশাকরি সবাই ভালো আছেন। তো বন্ধুরা চলুন দেখি আজ আপনাদের জন্য কি নিয়ে এসেছি সেটি নিয়েই বিস্তারিত জানা হোক আমাদের সবার।
আমি দেখিছি Iphone ব্যাবহারকারী আমাদের অনেক বন্ধুই জানেন না Jailbreak কি বা এটা কিভাবে Use করা যায়, বা Jailbreak কিভাবে করতে হয়। অথবা অনেকেই ঝামেলা মনেকরেও Jailbreak করেননা ,আর তাদের অনেকেই বিভিন্ন ধরনের Full Version এর জন্য অনেক সাইটে দেখেন। আর তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ন্ হলো Video Downloader, কিভাবে একটি Full Version Video Downloadre পাওয়া যাবে।
যাতে সব ধরনের Video Support দিবে এবং Youtube থেকে যেন পছন্দের সব Video Download করা যায়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কাল যেটা 2.99$ থেকে 0.99$ ছিলো আর আজ সেটি একদম Free। যারা এ ধরনের সমস্যায় ভুগতেছেন তাদের জন্য নিয়ে এলাম একটি Video Downloader Full version এর। আর দেরি না করে এখনী করে নিন।
➡ এখন আসুন দেখি এটিতে আপনী কোন ধরনের এবং কি কি সুবিধা পেতে পারেন।
➡ আর আমার পূর্বের টিউনগুলো একটু দেখুন আপনার প্রয়োজনীয় কোন টিউন আছে কিনা।
আমি Md.Younus Miah। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি প্রবাসে (Saudi arabia) থাকি । একটি কোম্পানীতে Manager এর দায়ীত্বে আছি, তাই আমি অন্য টিউনারদের মতো টেকটিউনস এ সময় দিতে পারিনা । তবে আমি টেকটিউনসকে অনেক ভালোবাসি তাই টিউন না করার মতো সময় না থাকলেও প্রতিদিন একবার হলেও ভিজিট করি । সবাইর উৎসাহ পেলে আমি ভবিশ্যতে আশাকরি আপনাদের ভালো...
Jailbreak কী…?