আপনাদের কাছে আমার যদি কোন টিউন ভাল না লাগে তবে নির্ধিদায় আমাকে বলবেন আমি সেই টিউনগুলো ডিলেট করে দেব । যদি কোন টিউনই আপনাদের কাজে না আসে তাহলেও তা নির্দিধায় বলতে পারেন আমি কিছু মনে করব না । তারপরও দয়া করে আপনাদের খারাপ মন্তব্য করা বন্ধ করুন । কেননা এতে করে আপনাদের যেমন সুনাম নষ্ট হবে তেমনি আমারও টেকটিউনস ছেড়ে চলে যেতে হবে । আমি চাই না শুধুমাত্র কয়েকজনের জন্য আমি টেকটিউনস ছেড়ে দেই।
আমি যেসব টিউন করে থাকি তা প্রায়ই সফটওয়ারভিত্তিক । কেননা আমি সবসময়ই চাই নতুন বা পুরাতন কিন্তু মানুষের কাজে লাগবে এইরকম সফটওয়ার নিয়ে টিউন করতে । সেটা হয়ত অনেক আগেই অনেকে ব্যবহার করেছে কিন্তু পুরোনো হলেই কি সফটওয়ারের প্রয়জনীয়তা কমে যায় ? আমার মনে হয় না কেন না সফটওয়ার কালেকশনে রাখা ভাল কখন যে আপনার প্রয়জনে লাগবে তা বুঝা খুব মুশকিল । তাই নতুন হোক বা পুরাতন হোক সেটা সংগ্রহে রাখাই ভাল । আজ তাই এই রকম কিছু সফটওয়ার নিয়ে লিখতে বসলাম ।
অনেকদিন ধরেই আমি আমার সংগ্রহে রাখা wmv ফরমেটের নাটকগুলোর এড কেটে সাইজ ছোট করার কথা চিন্তা করতে ছিলাম কিন্তু তখন আমি wmv ফরমেটের নাটকগুলো কাটার সফটওয়ার পাই নি । কিন্তু আজকে একটি কনভার্টার ডাউনলোড করতে গিয়ে পেয়ে গেলাম কিন্তু সিরিয়াল ছিল না তবে চিন্তার কোন কারন নেই আমি তা খুজে বের করেছি । এটি দিয়ে আপনি প্রচলিত প্রায় সব ফরমেটের ভিডিও ফাইল কেটে ছোট করে রাখতে পারবেন ।
সফটওয়ারটি মাত্র ৬.৬ মেগাবাইটের । এখান থেকে ডাউনলোড করা যাবে ।
আমি অনেকদিন আগে প্রথম আলোতে পড়েছিলাম এই কনভার্টারের সম্পর্কে । কিন্তু তখন আমি নেটের কিছুই বুঝতাম না । তাই এই সফটওয়ারটা ডাউনলোড করে ব্যবহার করি । এই সফটওয়ারটি দিয়ে ভিডিও ফাইল কনভার্ট করার সময় রেজুলেশন ততটা কমে না ফলে কনভার্ট করা ফাইল ঘোলা আসে না । এই সফটওয়ারটির সাথে Foramt Factory কনভার্টারের অনেকটা মিল পাওয়া যায় । এটি দিয়ে প্রায় সব রকম ভিডিও ফাইল কনভার্ট করা যায় । AVI, Divx, Xvid, ASF, WMV, MPEG, MOV, QT, RM, RMVB, QuickTime, MPG, VCD, DVD file to MPG, VCD, SVCD, DVD, MPEG1, MPEG2 ইত্যাদি ।
সফটওয়ারটি পোর্টেবল । সাইজ মাত্র ১০.৫৯ মেগাবাইট । এখান থেকে ডাউনলোড করা যাবে ।
আপনারা শুনে হয়ত আশ্চর্য হবেন যে এই কনভার্টারটি দিয়ে প্রায় ১০০ টি ফরমেটে ভিডিও কনভার্ট করা যাবে । যা আপনাদের কাজে আসতে পারে । এই সফটওয়ারটি পোর্টেবল । এতগুলো ফরমেট আমার পক্ষে তুলে ধরা প্রায় অসম্ভব । যার ফলে আপনাকে সফটওয়ারটি ডাউনলোড করে দেখতে হবে । যার সাইজ মাত্র ৭.০৭ মেগাবাইট । এখান থেকে ডাউনলোড করতে পারবেন ।
এই ব্রাউজারটি আমার কাছে অপেরা থেকেও কিছুটা ফাস্ট মনে হয়েছে । ব্যবহার না করলে এতকবার ট্রাই করে দেখতে পারেন ।
ব্রাউজার ওপেন করে Tools > Internet Option > Advance ট্যাবে গিয়ে Empty temporary internet files folder when is close বক্ষটি মার্ক করে বের হয়ে আসেন । তাহলে আপনার ব্রাউজারের স্পিড কিছুটা বেশী পাবেন । এখান থেকে সফটওয়ারটি ডাউনলোড করতে পারবেন ।
চেয়েছিলাম আরও কিছু সফটওয়ার নিয়ে টিউনটি করতে কিন্তু এর আগেই একটি আমার সম্পর্কে খারাপ মন্তব্য পড়ে আর টিউনটি সেরকম ভবে তুলে ধরতে পারি নি । যদি আপনাদের কোন কাজে না আসে তবে বলবেন আমি টপিউনটি ডিলেট করে দেব ।
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
Thanks lotus vai, kichu din theke amar Mozilla Firefox software ta ,o neek problem dichee, apnar browser ta download kore try kore dekhi.
http://techpark.webnode.com/
All sorts laptops@Affordable price