ফ্রী ডিভিডি অথবা বই দরকার?তাও ঘরে বসে?

আস-সালামু-আলাইকুম

আমার ৫০তম টিউন এ সবাইকে স্বাগতম।

এই বিষয়ে অনেক দিন ধরে টিউন করবো করবো বলে করা হচ্চিলো না।আজ করে ফেললাম।

আপনারা ঘরে বসে ফ্রী ডিভিডি পেতে চান?আমি কিন্তু অনেক গুলো পেয়েছি।এর সব গুলো কিন্তু সামাজিক কাজের জন্য।তাই নিজের জন্য অর্ডার করুন।এবং অন্য কেও জানান।কারন এতে সমাজে কিছু টা হলেও উপকার হবে।

নিচের ছবি দেখুন।আমার পাওয়া ফ্রী ডিভিডি।

অর্ডার ফর্ম দেখতে নিচের ছবির মত।এবং অর্ডার দেয়ার পর একটা নতুন পেইজ এ আপনাকে জানিয়ে দেয়া হবে কখন আপনি আপনার অর্ডার পাবেন।

ফ্রী ডিভিডি এর অর্ডার করতে নিচের লিঙ্ক গুলো তে যান।আপনার নাম ঠিকানা লিখে Order Now এ ক্লিক করলে ১মাসের মধ্যে চলে আসবে।

কোনো প্রকার ভুল হলে ক্ষমা প্রার্থী।

<<<<<আমার ব্লগ>>>>>

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এটা কি বাংলাদেশের সব জয়গায় পাওয়া য়াবে ।

এই ইনিস্টাইতো খুজতাছিলাম মুকুট ভাই

Level 2

মুকুট ভাই সব সময়ে ইউনিক জিনিস টিউন করেন । অনেক ধন্যবাদ মিকুট ভাই

    Level 2

    Sorry 4 name mistake 🙁

Level 2

মুকুট ভাই সব সময়ে ইউনিক জিনিস টিউন করেন । অনেক ধন্যবাদ মুকুট ভাই

Level 0

এটাই ত খুজছিলাম । আর আপনার ব্লগ টা সুন্দর হয়েছে ।

mukut vai pic notun kore upload koren .
kichcu ashena………….

    @Nasir Chowdhury: সব কিছুই ঠিক ঠাক আছে ভাইজান।আপনার নেট এ সমস্যা আছে হয়তো।

Vai ami shobgula te order disi …kobe ahbe?

Level 0

মুকুট vai, annual report er tao dia diten… lukay rakhlen kn ? 😉

যদি প্রয়োজন হয় তবেই অর্ডার করুন। ফ্রী দিচ্ছে বলেই যে নিতে হবে এমন কোন কথা নেই 😉
আর টিউনটা বরাবরের মতই ফাটাফাটি।

ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক।কারন এগুলোর সব গুলোই সামাজিক এবং মানুষের সেবার জন্যই দেয়া হয়।

Level 0

VAI sobar nicher tate CREDIT CARD chai kan ?

    @TAPASFUN: কই ভাই?আমি তো চেক করলাম।ডাইরেক্ট অর্ডার এর পেইজ এ যায় এবং আপনার জন্য দেখতে গিয়ে আমি নিজের জন্য অর্ডার দিয়ে ফেলেছি।

ভাই ফ্রী বই পাওয়ার Website এর নাম দেন।

Level 0

THANK YOU…………………………………………………………………………….ONEK..?

    @ghinuk: ওয়েবসাইট?না।তবে কোম্নানি এর ঠিকানা দেয়া যাবে।@shanto5800: ধন্যবাদ দিলেন নাকি জিজ্ঞেস করলেন অনেক কিঃ))? :))

Level 0

সাইটের ঠিকানা দেওয়া যাবেকি?