আস-সালামু-আলাইকুম
আমার ৫০তম টিউন এ সবাইকে স্বাগতম।
এই বিষয়ে অনেক দিন ধরে টিউন করবো করবো বলে করা হচ্চিলো না।আজ করে ফেললাম।
আপনারা ঘরে বসে ফ্রী ডিভিডি পেতে চান?আমি কিন্তু অনেক গুলো পেয়েছি।এর সব গুলো কিন্তু সামাজিক কাজের জন্য।তাই নিজের জন্য অর্ডার করুন।এবং অন্য কেও জানান।কারন এতে সমাজে কিছু টা হলেও উপকার হবে।
নিচের ছবি দেখুন।আমার পাওয়া ফ্রী ডিভিডি।
অর্ডার ফর্ম দেখতে নিচের ছবির মত।এবং অর্ডার দেয়ার পর একটা নতুন পেইজ এ আপনাকে জানিয়ে দেয়া হবে কখন আপনি আপনার অর্ডার পাবেন।
ফ্রী ডিভিডি এর অর্ডার করতে নিচের লিঙ্ক গুলো তে যান।আপনার নাম ঠিকানা লিখে Order Now এ ক্লিক করলে ১মাসের মধ্যে চলে আসবে।
কোনো প্রকার ভুল হলে ক্ষমা প্রার্থী।
আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।
ভাই এটা কি বাংলাদেশের সব জয়গায় পাওয়া য়াবে ।