ফ্যান,ফলোয়ার,ভিজিটর বাড়াতে চান?একের ভিতর অনেক কিছু।দেখে নিন।

আস-সালামু-আলাইকুম।

সবাই কেমন আছেন?আজ অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে এলাম টিউন নিয়ে। সেই সাথে টিপু ভাইয়ের রুহের আত্নার মাগফিরাতের জন্য আল্লাহ তায়ালার কাছে দোয়া করছি।

আপনারা কি YOU LIKE HITS এর নাম শুনেছেন?না শুনলেও সমস্যা নেই।এখন জেনে নিন।এর মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন।কি রকম?

এই সাইট এর মাধ্যমে আপনি ফেসবুক পেইজ এর ফ্যান,টুইটার এর ফলোয়ার,গুগল+ এর সার্কেলএবং আপনার সাইট এর ভিজিটর বাড়াতে পারবেন খুব সহযেই।

প্রথমে এখানে Youlikehits এ ক্লিক করে সাইট এ প্রবেশ করুন।আপনি নতুন হলে সাইন আপ করুন।আপনার মেইল এ ওরা একটা এক্টিভেশন কোড পাঠাবে।সেটা এখানে দিয়ে আপনার একাউন্ট চালু করে নিন।এর পর ধরুন আপনি DIGG এর Followers বাড়াতে চান,তাহলে নিচের ছবির মত DIGG এ ক্লিক করেয়াপয়ান্র ইউজার নেম দিন এবং ADD  এ ক্লিক করুন।দেখবেন আপনার অ্যাকাউন্ট এখানে যুক্ত হয়ে গেছে।এর পর নিচের ছবির মত বাম দিকে নিচ থেকে DIGG এ ক্লিক করে সেটিংস এ যান।সেখান থেকে Payout এ ক্লিক করে আপনি ফলোয়ার দের কত পয়েন্ট করে দিবেন তা সিলেক্ট করে দিন।

এর পর HOME এ ক্লিক করে আপনি কোন সাইট এর ভিজিটর অথবা ফলোয়ার বাড়াতে চান সেটা সিলেক্ট করে Follow  করে পয়েন্ট বাড়াতে থাকুন।যত বেশি পয়েন্ট তত বেশি Follower or Fanআপনার অ্যাকাউন্ট এ যুক্ত হবে।নিচের ছবিতে খেয়াল করুন।

  • প্রথমে Home এ যান।
  • এরপর Twitter এ ক্লিক করুন।
  • যার পয়েন্ট বেশি সেখানে Follow লেখা তে ক্লিক করুন।তার আগে Twitter এ  Login করে নিন।
  • একটি Pop-up Window আসবে।সেখানে Follow লেখা তে ক্লিক করুন।Following লেখা উঠলে Window  টি কেটে দিন।এর পর মুল পেইজ এ Confirm লেখা তে ক্লিক করুন।
  • এখন দেখুন আপনার অ্যাকাউন্ট এ পয়েন্ট যুক্ত হয়ে গেছে।

এই সাইট থেকে যে সকল সাইট এর সুবিধা পাবেন সেগুলো হলো:

  1. Twitter.com
  2. Facebook.com
  3. Youtube.com
  4. Digg.com
  5. StumbleUpon.com
  6. Myspace.com
  7. Google+
  8. Website(এইখানে আপনি আপনার নিজের সাইট এর ভিজিটর বাড়াতে পারবেন)।

ফ্রি সফটওয়্যার পেতে এখানে ক্লিক করুন

সবাইকে ধন্যবাদ।জদি এটা নিয়ে আগে টিউন হয়ে থাকে তবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Vai point asbe kotheke ?

    @চমচম: আপনার সাইট,Twitter account ,Facebook Page যোগ করে অন্যদের ফলো করুন।পয়েন্ট আসবে।

ভাই কিবাবে এড করব যদি বলতেন ভাল হত

Level 0

কিছুদিন আগে techtunes এ কিউবি ডাউনলোড লিমিটেশন hack করা নিয়ে tune দেখেছিলাম এখন আর খূজে পাচ্ছি না।কেউ যদি জেনে থাকেন তবে,আশা করি উত্তর পাব। ধন্যবাদ।
যদি টিউনটি পাওয়া না যায় তবে যিনি কিউবি ডাউনলোড লিমিটেশন hack করতে জানেন তাকে অনুরোধ করছি সাহায্য করার জন্য।আমার মেইল হলঃ [email protected]
মোবাইলঃ 01722092395

খুব সুন্দর টিঊন । সোজা প্রিয়তে 🙂 🙂

http://bit.ly/qSepl5 ata try kore dekte paren, khub shahoje follower and fan like pawoa jay.

bai go onak tay korse parina.asole apnar moto to atoo obiggota nai.akto bujai bolen valo kore photo diya

    @Shahan ahmed: সময়ের অভাবে এখন আর ভালো টিউন করতে পারিনা।এটার ক্ষেত্রেও তাই হয়েছে,ক্ষমা প্রার্থী।https://www.techtunes.io/internet/tune-id/88053/ এটা দেখতে পারেন।

মুকুট ভাই খবরটি শেয়ার করার জন্য ধন্যবাদ। ট্রাই করতেসি।

Level 0

ata nia agei pagol rajputro vai tune korse.

https://www.techtunes.io/internet/tune-id/88053/

jai hok valo hoise… 😀

    @Manj: সেটা আমি জানি।

      @মুকুট: সেটা আপনি আগে থেকে জানার পরও টিউন করলেন কেন? শুধু শুধু পুরনো কোন টিউন নিয়ে টিউন করে টপ টিউনার হয়ে লাভ কি?

      @মুকুট: ডিজে আরিফ নামে একজন টিউনার আছে যিনি অনেক দিন পর পর টিউন করে। কিন্তু তার টিউন গুলো অনেক কাজের। প্রিয়তে না রেখে পারা যায় না। পূর্বে করা কোন কিছু নিয়ে টিউন না করে দরকার হলে অনেক দিন সময় নিয়ে ভাল কোন টিউন করুন আশা করি সবাই উপকৃত হবে।

      @মুকুট: এটা নিয়ে টিউন হয়েছে মাত্র এক্টি।তাই আমি আবার করেছি।এবং করেছি কারন এর মাঝে নতুন একটি বিষয় যোগ হয়েছে।সেটা খেয়াল করেছেন? Google+ Circle Add।

      টপ টিউনার হওার ইচ্ছা থাকলে পুরানো জিনিশ নিয়ে বার বার টিউন করে অনেক আগেই হতে পারতাম।টেক্টিউন্স এর সাথে অনেক দিন ধরে আছি।সেই তুলনায় আমার টিউন অনেক কম।

      ডিজে আরীফ কে আমি চিনি।ওনার সাথে আমার ফেসবুক এ বন্ধুত্ত আছে।

      আপনার মন্তব্য ও উপদেশ এর জন্য ধন্যবাদ।

Level 0

আসলে ব্যবপারটি হলো এই রকম একটি গোলাপ গাছ কিন্তু ফুল ফোটে অনেক বার কোন ফুল কার চোখে পড়ে কোন tune কার চোখে পড়ে ।

    @madpoet: ব্যাপার টা এমন না।এক্টা গোলাপ গাছে অনেক ফুল ফোটে।কিন্তু কয়টা ফুল সবচেয়ে ভালো ভাবে ফোটে এবং দেখতে ভালো হয়?যদিও আমার এই টিউন টি তেমন একটা ভালো হয়নি।

Level 0

দারুন জিনিষ , ভাল লাগল ।

কোন টিউনার যদি পূর্বে করা কোন কিছু নিয়ে টিউন করে তখন আপনি মাঝে মদ্ধেই এ ধরনের একটি মন্তব্য করেন “টিউন করার আগে সার্চ করে দেখে নিবেন এ বিষয়ে কোন টিউন হয়েছে কিনা”। আজ আপনার কথাটি আপনাকেই বলছি “টিউন করার আগে সার্চ করে দেখে নিবেন এ বিষয়ে কোন টিউন হয়েছে কিনা”। আগে নিজের চরকায় তেল দিন তারপর অন্যকে বলবেন 😀 😀

    @Farhan Abid: এটা নিয়ে টিউন হয়েছে মাত্র এক্টি।তাই আমি আবার করেছি।এবং করেছি কারন এর মাঝে নতুন একটি বিষয় যোগ হয়েছে।সেটা খেয়াল করেছেন? Google+ Circle Add।

    “টিউন করার আগে সার্চ করে দেখে নিবেন এ বিষয়ে কোন টিউন হয়েছে কিনা” আমি এই কথাটা তখনি বলি যখন কেউ একি বিষয় নিয়ে ভুরি ভুরি টিউন করে।য়ামি Team View নিয়ে একটা টিউন করেছিলাম।আমার ওই টিউন এর আগে team View নিয়ে ভুরি ভুরি টিউন হয়েছে।কিন্তু আমার টিউনের মত বিস্তারিত ভাবে কেউ করেছিলো কিনা দেখাতে পারবেন?
    কোনো বিষয়ে মন্তব্য করার আগে ভালো ভাবে বুঝে মন্তব্য করবেন।কারন আপনার মত মন্তব্যের কারনে টিউনার রা ভালো টিউনের উৎসাহ হারিয়ে ফেলে।
    ধন্যবাদ।

    @মুকুট: @Farhan Abid: আমি Goolge+ এখানে দেখাতে পারিনি কারন আমার Google+ Account নাই।

সাইট টি অনেক ভাল, অনেক দিন ধরেই কাজ করছি। টিউন করার জন্য ধন্যবাদ ।

একই বিষয় নিয়ে বারবার টিউন ভাল্লাগেনা , রেফারেন এ কত পয়েন্ট পাইলেন ভাইডি?
ঝাতি ঝানতে চা্য় । হে হে

    @সজল আহমেদ: সেটা আপনার ব্যাপার।সবার কাছেই যে ভালো লাগবে এমন কথা নেই।

    রেফারেল?আমি মনে হয় রেফারেল লিঙ্ক দিয়ে মহা অপরাধ করে ফেলেছি?অন্য কেউ কি সেটা করেনা?আপনার বেলায় হলে কি করতেন? দুঃক্ষিত

যেহেতু এই টিউন আমি করার আগে একবার হয়ে গেছে,তাই একি টিউন পুনরায় করার জন্য আমি বিশেষ ভাবে দুঃক্ষিত।

Level 0

ধন্যবাদ।