ছোট কালে কতই না যোগ-বিয়োগ, গুন-ভাগ, সরল অংক করতে হয়েছিলো। মাঝে-মাঝে স্যারের কান-মলাও খেতে হয়েছিলো। সে যাই হোক, আজ আমি আপনাদেরকে এমন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে ৫-১৫ বা তারো বেশি বয়সের যে কেউ মেধাভিত্তিক গণিত(Skip counting, Variable equation , Rate of changed number sequences, grid number theory, puzzle আরও অনেক কিছু) সমাধান-এর মাধ্যমে মেধার বিকাশ ঘটাতে পারবেন।
যারা আমার মত টিউশনি করেন তারাও যদি তাদের students-দেরকে সাইট-টির সাথে পরিচয় করিয়ে দেন তাহলে আমার ধারণা যে, student-রা খুব খুশি হবে + উপকৃত হবে।
আশা করি সাইট-টি ঘুরলেই বুঝতে পারবেন… তাই বিস্তারিত লিখলাম না… 3rd year -1st semester exam হচ্ছে তাই কিছুটা ব্যাস্ত… আশা রাখছি আবার কোন নতুন টিউন নিয়ে হাজির হব পরীক্ষার পর…
আমি গানের পাখি ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তি প্রেমি হয়েই থাকতে চাই...পুরাতন ঢাকায় থাকি জন্মলগ্ন থেকেই তবে জন্মস্থান নেত্রকোণা- কেও খুব ভালোবাসি...ইচ্ছা ছিলো computer science নিয়ে অনার্স করি কিন্তু commerce background থাকায় তা আর করা গেল না হিসাববিজ্ঞানে অনার্স করছি তবুও বেশি প্রাধান্য দেই computer কেই
ভালো লাগলো.