আপনি কি কোন প্রিয় ওয়েবসাইটের পুরাতন ভার্সন দেখতে চান? অথবা আপনি কী অনলাইনে এমন কোন লিংক খুঁজেছেন, যা এখন আর অনলাইনে পাওয়া যাচ্ছে না?
এছাড়াও আপনি হয়তোবা কেবলমাত্র কৌতূহলবশত কোন একটি ওয়েবসাইটের পুরাতন রূপ দেখতে চাইতে পারেন, কিংবা এমন কোন তথ্য খুঁজতে পারেন যা এখন আর ইন্টারনেটে নেই। কোন একটি ওয়েবসাইট ইন্টারনেটে এই মুহূর্তে লাইভ না থাকলে, অনেক ক্ষেত্রেই গবেষণা কিংবা পুরাতন ডেটার জন্য আপনার এ ধরনের কাজের প্রয়োজন হতে পারে। যদিও প্রতিটি ওয়েবসাইট ভবিষ্যতে সংরক্ষণের জন্য তৈরি করা হয়নি।
তবে, আপনি কিছু টুল এবং কৌশল ব্যবহার করে অতীতের এসব ওয়েবসাইট গুলো দেখতে পারবেন। তাই আজকের এই আর্টিকেলে আমরা এমন ৮ টি সেরা টুল এবং ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করব, যেগুলো আপনাকে যেকোন ওয়েবসাইটের পুরাতন অবস্থা দেখতে সাহায্য করবে। এই টুলগুলো আপনাকে ওয়েব আর্কাইভ ব্রাউজিং থেকে শুরু করে স্ক্রিনশট আকারে সংরক্ষিত ওয়েব পেজ গুলো দেখার সুবিধা দিবে।
তাহলে আসুন জেনে নেয়া যাক, এই চমৎকার টুলগুলো সম্পর্কে এবং এগুলো কীভাবে আপনার জন্য উপকারী হতে পারে।
ওয়েবসাইটের পুরনো ওয়েব পেজ খুঁজে পাওয়ার জন্য Wayback Machine একটি নির্ভরযোগ্য টুল। এটি হলো একটি Internet Archive Project, যা একটি নন প্রফিট লাইব্রেরী হিসেবে ওয়েবসাইট, সফটওয়্যার, সিনেমা এবং বই সংরক্ষণ করে।
১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ওয়েব্যাক মেশিন নিয়মিতভাবে হাজার হাজার ওয়েবসাইটের স্ক্রিনশট নিয়ে সংরক্ষণ করে থাকে। অর্থাৎ, এই ওয়েবসাইটটি প্রতিনিয়ত হাজার হাজার ওয়েবসাইটের ওয়েব পেজের তথ্যগুলো হুবহু সংরক্ষণ করে থাকে। অবিশ্বাস্যভাবে বলতে হয় যে, বর্তমানে ও এই ওয়েবসাইটটিতে ৮৬৬ বিলিয়নেরও বেশি ওয়েব পেজ সংরক্ষিত রয়েছে। যা প্রমাণ করে যে, ইন্টারনেট থেকে কোন কিছুই আসলে মুছে যায় না।
যেকোনো ওয়েবসাইটের পুরাতন ভার্সন খুঁজে পাওয়ার জন্য এই ওয়েবসাইটে এসে তাদের সার্চ বারে ইউআরএল টাইপ করুন। এরপর, এই টুলটি আপনাকে বছর ভিত্তিক একটি টাইমলাইন দেখাবে, যেখানে আপনি একটি গ্রাফ আকারে দেখতে পাবেন যে, কোন সময়গুলোতে এই ওয়েবসাইটের জন্য স্ক্রিনশট নেওয়া হয়েছিল।
এছাড়াও, টাইমলাইনের নিচে একটি ক্যালেন্ডার রয়েছে, যেখানে নির্দিষ্ট তারিখ এবং সময়ে নেওয়া স্ক্রিনশট গুলো মার্ক করে দেখান। নির্দিষ্ট সময়ে নেওয়া স্ক্রিনশট গুলো দেখতে ক্যালেন্ডার এর উপর সেই তারিখের উপর মাউস নিয়ে যান এবং তারপর সেখানে সময়ের উপর ক্লিক করুন।
এবার, আপনি সেই সময়ের ওয়েবসাইটের অবস্থা দেখতে পাবেন, যা Wayback Machine নিয়ে রেখেছিল। আর যারা নিয়মিতভাবে বিভিন্ন ওয়েবসাইটের অতীতের ভার্সন দেখতে চান, তাদের জন্য Wayback Machine এর ব্রাউজার এক্সটেনশন এবং মোবাইল অ্যাপ ও রয়েছে, যেগুলো আপনি ব্যবহার করতে পারেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Wayback Machine
Archive.today টুলটিতে ও বহু বছর ধরে সংরক্ষণ করা ওয়েবসাইটের একটি বিশাল লাইব্রেরী রয়েছে। যেকোনো ওয়েবসাইটের পুরাতন ভার্সন দেখার জন্য আপনি এই ওয়েবসাইটে এসে ইউআরএল দিয়ে সার্চ করতে পারেন। এরপর, Archive.today সেই ওয়েবসাইটের স্ন্যাপশট ধারাবাহিকভাবে প্রদর্শন করে। এই ওয়েবসাইটটি আরো কিছু সার্চ অপারেটর সাজেস্ট করে, যার মাধ্যমে আপনি আরো নির্দিষ্ট ভাবে রেজাল্ট গুলো খুঁজে পেতে পারেন।
সবচেয়ে ভালো দিক হলো, এটি ব্যবহার করে ওয়েব পেজটি একটি ZIP ফাইল হিসেবে ও ডাউনলোড করা এবং পেজটি শেয়ার করার অপশন রয়েছে। Wayback Machine এর মত এই টুলটিতে ও আপনি ভবিষ্যতে আপনার কোন ওয়েবসাইট সংরক্ষণ ও আর্কাইভ করার জন্য রিকোয়েস্ট করতে পারেন।
যদিও এটিতে সংরক্ষণ থাকা ওয়েবসাইট গুলোর লাইব্রেরী ইন্টারনেট আর্কাইভের মতো অনেক বিশাল নয়, তবুও এটি আপনাকে ইন্টারনেটের পুরনো ওয়েব পেজ গুলো সম্পর্কে ধারণা দিতে কিংবা বর্তমানে Unavailable ইনফরমেশন গুলো খুঁজে পেতে সহায়তা করতে পারে। ব্যবহারকারীদের জন্য এটির একটি ক্রোম এক্সটেনশন ও রয়েছে।
অফিসিয়াল ওয়েবসাইট @ Archive.today
OldWeb.today শুধুমাত্র সংরক্ষিত ওয়েব পেজগুলোর আর্কাইভ ই নয়। এই ওয়েবসাইটটি মূলত ইন্টারনেট আর্কাইভ থেকে তাদের আর্কাইভ গুলো সংগ্রহ করে। তবে, এটি ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট গুলোর আর্কাইভের চাইতে ব্রাউজার এর ইমুলেটেড ভার্সনে আপনাকে ইন্টারনেটের অতীত যুগে ফিরিয়ে নিয়ে যায়।
এই ওয়েবসাইটে ব্যবহার করে আপনি অতীতের ব্রাউজার গুলো দিয়ে লাইভ ওয়েব ব্রাউজার করতে পারবেন। এর মানে হলো যে, অতীতের সময় গুলোতে ওয়েব ব্রাউজার গুলো যেরকম ছিল, আপনি এই ওয়েবসাইটটির মাধ্যমে সেই ব্রাউজার গুলোর ইমুলেটেড ভার্সন ব্যবহার করে বর্তমানের লাইভ ওয়েবসাইট গুলো ব্রাউজ করে দেখতে পারবেন। এই ব্রাউজার গুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ভার্সনের ন্যাভিগেটর, ইন্টারনেট এক্সপ্লোরার এবং ফায়ারফক্স।
এটি ব্যবহার করার সময় সার্চ রেজাল্ট পেতে আপনার অনেক সময় লাগতে পারে। আর সম্ভবত এটি ইন্টারনেটের প্রথম দিনের এক্সপেরিয়েন্স দেওয়ার জন্যই এরকমটি করতে পারে। তবুও, ইন্টারনেটের প্রথম দিনকার অভিজ্ঞতা নেওয়ার জন্য কিংবা ৯০ দশকের ওয়েবসাইট গুলি কেমন ছিল, বর্তমান সময়ে এসে এরকম অভিজ্ঞতা পেতে এই টুলটি ব্যবহার করে দেখতে পারেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ OldWeb.today
Library of Congress হলো মার্কিন কংগ্রেসের একটি অফিসিয়াল আর্কাইভ টুল, যা মূলত বিভিন্ন বই, সংবাদপত্র, ছবি, ওয়েব পেজ এবং অন্যান্য রেকর্ড গুলো সংরক্ষণ করে থাকে। এটির Web Archive প্রোগ্রামের উদ্দেশ্য হল, ওয়েবের সমস্ত কন্টেন্ট সমূহ সংরক্ষণ করা, যাতে এগুলো গবেষকদের জন্য একটি নির্ভরযোগ্য তথ্যের উৎস হতে পারে।
এটির Web Archive এ যেকোনো ইউআরএল দিয়ে সার্চ করলে, এটার টাইমলাইন এবং ক্যালেন্ডার দেখা যায়, যে ফলাফলটি অনেকটা Wayback Machine এর মতই। এটি ব্যবহার করে আপনি যেকোন পুরাতন ওয়েব পেজ একটি নতুন উইন্ডোতে ওপেন করতে পারেন এবং সেই ওয়েবসাইটটির বর্তমান ভার্সনের মতোই Previous এবং Next বাটন পেয়ে যাবেন।
Library of Congress এর আর্কাইভ প্রোগ্রামটি, গবেষক, ইতিহাসবিদ এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য অতীতের ইন্টারনেট তথ্য সংরক্ষণ ও অনুসন্ধানের একটি অসাধারণ টুল।
অফিসিয়াল ওয়েবসাইট @ Library of Congress
আপনি যদি কোন ওয়েবসাইটের তুলনামূলক ভাবে সাম্প্রতিক সময়ের ভার্সন দেখতে চান, তাহলে আপনি সার্চ ইঞ্জিনের ক্যাশ করা পেজগুলো দেখতে পারেন। প্রতিটি সার্চ ইঞ্জিন একটি ওয়েব পেজ ইনডেক্স করার পর সেই পেজটিকে তাদের ক্যাশ সার্ভারে সংরক্ষণ করে এবং এটি বেশ কিছুদিন পর পর প্রতিনিয়ত করতে থাকে।
যদিও, ২০২৪ সালের ফেব্রুয়ারীর পর থেকে Google তাদের সার্চ রেজাল্টে সরাসরি Cached Pages এর লিংক যোগ করে দেয় না, যেখান থেকে পূর্বে সরাসরি সার্চ রেজাল্ট পেজ থেকেই ক্যাশ পেজ দেখা যেত।
তবে, আপনি যদি কোন ওয়েব পেজের কিছুদিন আগের অবস্থা দেখতে চান এবং নির্দিষ্ট URL টি সম্পর্কে জানেন, তাহলে সেই ইউআরএল এর আগে ”cache:” যোগ করুন এবং ইউআরএলটি টাইপ করুন। উদাহরণস্বরূপ, (যেমন, cache:techtunes.io)। এখানে আপনি নির্দিষ্ট কোন URL ও দিতে পারেন। এটি দিয়ে Enter করলে, গুগল আপনাকে সেই ওয়েব পেজের লাইভ ভার্সনের পরিবর্তে তাদের ক্যাশ করা পূর্বের পেজের অবস্থা দেখাবে। আর আপনি উপরে সেই তথ্য দেখতে পাবেন যে, এটি কোন তারিখে এবং কোন সময়ে ক্যাশ করা হয়েছিল।
আর অন্যান্য সার্চ ইঞ্জিন যেমন, Bing বা Yahoo তে আপনি যে ওয়েব পেজটি দেখতে চান তা সার্চ করুন। এরপর Search Result এর URL এর পাশে থাকা ড্রপ-ডাউন অ্যারোতে ক্লিক করুন, এবং Cached এ ক্লিক করুন। এরপর এই সার্চ ইঞ্জিনটি সেই ইউআরএল এর লাইভ ভার্সনের পরিবর্তে সর্বশেষ Cached করা ভার্সন আপনার সামনে প্রদর্শন করবে।
এই এক্সটেনশন টি যেকোনো ওয়েবসাইটের পুরাতন ভার্সন দেখাকে অনেক সহজ করে তোলে। এটি করার জন্য আপনি শুধুমাত্র সেই ওয়েবসাইটে যান, যেটির পুরাতন ভার্সন দেখতে চান। এরপর স্ক্রিনে মাউসের রাইট বাটনে ক্লিক করুন এবং Web Cache Viewer সিলেক্ট করুন। এরপর এক্সটেনশন দিয়ে একটি নতুন উইন্ডোতে সেই ওয়েব পেজের সর্বশেষ Cached পেজটি দেখাবে।
এই এক্সটেনশনটির নিজস্ব কোন আর্কাইভ নেই এবং তারা কোন রেকর্ড সংগ্রহও করেনা। Web Cache Viewer ইন্টারনেট আর্কাইভ ও গুগল ক্যাশ থেকে স্ন্যাপশট বা তথ্য নেয় এবং তা ব্যবহারকারীদের সামনে প্রদর্শন করে। তবে, এটি আপনাকে সহজেই ক্যাশ করা ওয়েবসাইট গুলো দেখার সুবিধা দেয়।
অফিসিয়াল ওয়েবসাইট @ Web Cache Viewer
এটি হলো এমন একটি সহজ টুল, যেটিতে বছরের পর বছর ধরে আর্কাইভ করা ওয়েবপেজ গুলোর একটি বিস্তৃত সংগ্রহ রয়েছে। এই ওয়েবসাইটটি শুধুমাত্র ইউআরএল পেস্ট করেই পুরনো কোন ওয়েবসাইটের ভার্সন খুঁজে পাওয়ার সুবিধা দেয়। এছাড়াও আপনি এই ওয়েব সাইটে এসে নির্দিষ্ট সময়ের তারিখ দিয়ে ও ওয়েব পেজ গুলো সার্চ করতে পারবেন।
Wayback Machine এর মত, এই ওয়েবসাইটটিও পুরাতন ওয়েব পেজ গুলোর একটি টাইমলাইন এবং ক্যালেন্ডার দেখায়, যেখানে সমস্ত ক্যাপচার গুলো হাইলাইট করে। এক্ষেত্রে আপনি সংরক্ষিত সেসব ওয়েব পেজগুলোর যেকোন একটি সিলেক্ট করতে পারেন এবং সেই সাথে উপরের ডান দিকে থাকা Next/Previous বাটনগুলো ব্যবহার করে ও ওয়েব পেজগুলোর সামনের কিংবা পেছনের অবস্থা দেখতে পারেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Stanford Web Archive Portal
পুরনো ওয়েবসাইট দেখতে এবং Memento Time Travel ওয়েব আর্কাইভ গুলোর মধ্য থেকে অন্যতম একটি টুল। এটি ব্যবহার করার ক্ষেত্রেও Memento আপনাকে যেকোন ইউআরএল এবং অতীতের একটি সময় সিলেক্ট করতে বলে। এরপর এটি অনলাইনে বিভিন্ন আর্কাইভ থেকে সেই ওয়েব পেজ সার্চ করে দেখে, যেগুলোর মধ্যে এই পেজের আর্কাইভ টি রয়েছে। এক্ষেত্রে এটি আপনার সিলেক্ট করা নির্দিষ্ট তারিখের কাছাকাছি সময়ের নেওয়া ওয়েব আর্কাইভের স্ক্রিনশট টি দেখায়।
Memento Time Travel এর একটি ক্রোম এক্সটেনশন ও রয়েছে। ব্রাউজারে এটি ইন্সটল করা থাকলে, যেকোনো ওয়েবসাইটে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করে Memento এর মাধ্যমে খুব সহজেই আর্কাইভ গুলো দেখা যায়।
অফিসিয়াল ওয়েবসাইট @ Memento Time Travel
পরিবর্তনশীল এই ইন্টারনেটের জগতে, আপনার কাছে কোন একটি ওয়েবসাইটের পুরাতন ভার্সন দেখা অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় হতে পারে। গবেষণা, ব্যবসায়িক এনালাইসিস কিংবা শুধুমাত্র কৌতূহলের জন্য পুরাতন ওয়েবসাইটের তথ্য খুঁজে বের করার প্রয়োজন হতে পারে। আর তাই, আজকের এই টিউনে আমি এরকম ৮ টি টুল বা ওয়েবসাইট নিয়ে আলোচনা করলাম, যার মাধ্যমে আপনি সহজেই যেকোন ওয়েবসাইটের অতীত অবস্থা দেখতে পারবেন।
আজকের তালিকায় আলোচনা করা Wayback Machine থেকে শুরু করে, Memento Time Travel পর্যন্ত, প্রতিটি টুলের রয়েছে নিজস্ব ফিচার ও সুবিধা, যা আপনাকে নির্ভরযোগ্য ভাবে যেকোন ওয়েবসাইটের পুরাতন রেকর্ড সমূহ প্রদর্শন করতে সহায়তা করে। এগুলো সাহায্যে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যেকোন ওয়েবসাইটের অতীতের সঠিক তথ্য ও পুরনো ডাটাগুলো খুঁজে পেতে পারেন। তাই, যখনই প্রয়োজন পড়বে, এই টুলগুলোর যেকোনো একটি ব্যবহার করে ওয়েবসাইটের অতীত অবস্থা দেখুন। ধন্যবাদ।
আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)