স্মার্টফোন থেকে আপনার সিমে থাকা ইন্টারনেট লক করুন

আসসালামু আলাইকুম, আশাকরি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাজে আরেকটি টিউন নিয়ে হাজির হয়ে গেলাম, তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল টপিকে চলে যাই।

বর্তমান এই সময়ে স্মার্টফোন প্রায় সবার হাতে হাতে। স্মার্টফোন আছে কিন্তু ইন্টারনেট ব্যবহার করে না এরকম মানুষ নেই বললেই চলে। কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে গিয়েও নানা সমস্যা। অনেকেই আমাদের মোবাইল নিয়ে ইউটিউব, ফেসবুক ব্যবহার করে থাকে। আপনার মোবাইলে ইন্টারনেট থাকা সত্ত্বেও আপনার মোবাইল যখন অন্য কারো হাতে দিবেন সে আপনার মোবাইলে কোন কিছুই ব্যবহার করতে পারবে না যেমন, ইমো, ফেসবুক, মেসেঞ্জার, WhatsApp, Youtube এক কথায় ইন্টারনেট এর মাধ্যমে যত অ্যাপ ব্যবহার হয় এগুলো টাচ করলেও কাজ করবে না একদম আনকমন একটি কাজ আনকমন একটি সেটিংস। এই সেটিংস করতে হলে কোন ধরনের অ্যাপ লক করতে হবে না কোন ধরনের অ্যাপ ইন্সটল করতে হবে না, মোবাইলের এর মাধ্যমে আপনার ইন্টারনেট লক করে আপনার মোবাইল ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে এই আনকমন সেটিংস করে নেই।

ফোনের মাধ্যমে একটি কোড ডায়েল করে এই আনকম সেটিংস করতে পারবেন, এই সেটিংস আজকে আপনাদের দেখিয়ে দিবো যাতে করে সকলেই এই কাজটি করতে পারেন এবং শিখতে ও পারেন। আপনার মোবাইলে ডাটা অন করা থাকবে কিন্তু আপনি ইন্টারনেট দিয়ে ব্যবহার করতে হয় এরকম কোন অ্যাপ ব্যবহার করতে পারবেন না।

যেভাবে আপনি আপনার মোবাইলে ইন্টারনেট লক করবেন

১. প্রথমেই আপনাকে আপনার ফোনের ডায়েল অর্থাৎ যেখানে আপনি নাম্বার তুলে কোথাও কল করেন এই আইকনটি ওপেন করে নিবেন।

২. তারপর যে সিমে আপনি আপনার ইন্টারনেট লক করতে চাচ্ছেন এই সিমে ডায়েল করবেন *8444#।

৩. তারপর আপনার সিমে থাকা সকল ইন্টারনেট শো হবে। এখান থেকে আপনি যেটি লক করে রাখতে চান সেই নম্বরটি দিয়ে সেন্ড করবেন।

৪. এখান থেকে আমি আমার ১ নম্বরটি অফ করতে চাচ্ছি তাই 1 লিখে এখানে ডায়েল করলাম।

৫. এখন আপনার সামনে কয়েকটি অপশন শো হবে এখান থেকে, Temporary Stop Plan এ যত নাম্বারে থাকবে সেই নম্বরটি আবার এখানে দিয়ে Send ক্লিক করে দিবেন।

 

৬. আমার এখানে যেহেতু ১ নাম্বারে Temporary Stop Plan তাই 1 দিয়ে Send করে দিলাম।

৭. এখানে আপনাকে Confirm করতে হবে আপনি কি আপনার ইন্টারনেট লক করতে চাচ্ছেন। আপনি যেহেতু সত্যি ইন্টারনেট লক করতে চাচ্ছেন তাই Yes যত নাম্বারে থাকবে সেই নাম্বার দিয়ে আবারও Send করে দিবেন।

এখন দেখতে পাচ্ছেন এখানে Your Request is in Process শো হয়েছে, তার মানে সফল ভাবে আমার ইন্টারনেট লক হয়েছে। এখন আর কোনো ভাবেই কোনো অ্যাপে ইন্টারনেট কাজ করবে না।

এখন যদি চান আপনার ইন্টারনেট আনলক করবেন তাহলে কী করবেন? তাহলে চলুন আপনার ইন্টারনেট আনলক করার উপায় দেখিয়ে দিই।

আপনার লক করা ইন্টারনেট আনলক করবেন যেভাবে

১. আবারও আপনাকে আপনার ফোনের Phone বোকে চলে যেতে হবে।

২. তারপর যে সিমে ইন্টারনেট লক করেছেন সেই সিমে *8444# ডায়েল করবেন।

৩. ডায়েল করা পরে আবারও আগের মতো আপনার ইন্টারনেটের সকল লিস্ট চলে আসবে, এখান থেকে যে নম্বরের ইন্টারনেট লক করেছিলেন এই নাম্বার দিয়ে Send করে দিবেন।

 

৪. তারপর এখানে দেখতে পাচ্ছেন Resume Plan একটি আইকন আছেন, এটা যেহেতু 1 নাম্বারে তাই 1 সিলেক্ট করে Send এ ক্লিক করবেন।

৫. এখানে দেখতে পাচ্ছেন Plan Successfully Activate আসছে, তার মানে ইন্টারনেট সফলভাবে আনলক হয়েছে।

অনেক সময় দেখা যায় অনেকেই আমাদের মোবাইলে ইমো, মেসেঞ্জার, ফেসবুক, WhatsApp বা অন্যান্য কিছু ব্যবহার করে থাকেন। তাদের আমরা না করতে ও পারি না। আবার দিলেও ভেতরে ভেতরে ভয় লাগে, অনেক গোপনীয় কিছু আছে দেখে নিতে পারে। আবার অনেক সময় দেখা যায় আমাদের সমস্যা থাকা সত্ত্বেও কেউ আমাদের মোবাইল থেকে Hotspot অন করে তার মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে থাকে। আমি মনে করি এরকম মানুষের জন্য এটা খুব উপকারী একটি টিউন, কারণ আপনি যদি ইন্টারনেট লক করে রেখে দেন তাহলে সে মোবাইল নিয়ে ব্যবহার ও করতে পারবে না আবার Hotspot ও নিতে পারবে না।

আশাকরি আজকের এই টিউন আপনাদের উপকারে আসবে। এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোন টিউনে নতুন কোন টপিক নিয়ে, ভালো থাকুন আল্লাহ হাফেজ।

Level 7

আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস