কিউবি কিনতে গিয়ে আমার অভিজ্ঞতা

আমি সাধারনত কম্পিউটারে বাংলালায়নের প্রীপেইড প্যাকেজ় ব্যবহার করি আর মোবাইলে ব্রাউজিং এর জন্য P6 ব্যবহার করি (একটু বেশি মনে হলেও সত্যি 😛 )। প্রীপেইড ৬০০ টাকার কার্ড যেটাতে ২.৫ গীগাবাইট ডাটা পাওয়া যায় সেটাই ব্যবহার করতে হয় এবং এভাবে প্রত্যেক মাসে প্রায় ৩ বার রিচার্জ করতে হয়। অনেকদিন ধরে ভাবছিলাম বাজেট কমানো দরকার। এভাবে প্রত্যেক মাসে নেটের পেছনে ২ হাজার টাকার উপরে খরচ হয়ে যায়। তাই বুদ্ধি করলাম মোবাইলেও যেহেতু বেশিরভাগ সময় বাসায় থাকা অবস্থায় ব্রাউজিং করি তাই পোষ্টপেইড প্যাকেজে ওয়াইফাই নিয়ে নিলে এক প্যাকেজে ল্যাপটপ আর মোবাইল দুটোর কাজই হয়ে যাবে।

 

কিউবির সুনাম অনেক শুনেছি(এখন বুঝতে পারছি সবই ফাউ)। তাছাড়া সিলেটে এসেছে বেশিদিন হয়নি তাই কম কাস্টমার হওয়ায় ভাল সার্ভিস পাওয়ার সম্ভাবনা আছে। আর নতুন জিনিষ ট্রাই করে দেখার ইচ্ছায় কিউবির টাওয়ার মোডেমের জন্য যোগাযোগ করলাম। দিনে কেউ এলনা। সন্ধা পর ফোন দিলাম বললেন একাউন্ট তৈরী করতে সমস্যা হচ্ছে তাই বোধহয় আজকে(গতকাল) হবেনা । আজ দিনেও তার কোন খবর নেই। বিকালে ফোন দিয়ে আসতে বললাম তিনি বললেন আধা ঘন্টায় পৌছে যাবেন। এক ঘন্টা পর না আসার কারন জিজ্ঞেস করতে বার বার ফোন দিলে প্রত্যেক বার কেটে দিলেন। এখন ৪ ঘন্টা হয়ে গেছে। এখন ফোন দিলে অবশ্য কেটে দিচ্ছেন না তবে রিসিভও করছেন না। এখন আর কিউবি নেয়ার মুডই চলে গেছে। মনে হচ্ছিল আমি সেলস ম্যান আর উনি কাস্টমার। এত কিছুর পরেও মোডেমটা নিতে পারলাম না। এখন ভাবছি বাংলালায়নই নিয়ে নেই। বাসার পাশেই ডিলারের দোকান। হোম সার্ভিস না দিক দেয়ার মিথ্যে প্রতিশ্রুতিও দেয় না।

Level 0

আমি আদনান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 1031 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি অবশ্য এখনো কোনো খারাপ সারভিস পাইনি কিউবি হতে। ৬৩৫ টাকা দিয়ে ৫ গিগা ইউজ করছি , ভালই।

Level 0

read Qubee fan page : https://www.facebook.com/QubeeZone?sk=wall&filter=1

You will get all answer. Foreign 3rd Class Service

Level 0

এত কষ্ট না করে নিজে কিনে আনলেই পারতেন ।
তবে সবার অভিজ্ঞতা এক না ।

    @Nipu: সেখানেই সমস্যা। কিউবির একটা লোকেশনে গিয়ে সব ফর্মালিটি পুরন করে মোডেম নিয়ে আসার জন্য কিউবির অফিস টাইমে পর্যাপ্ত সময় পাচ্ছিনা। তাছাড়া তাদের যেহেতু হোম সার্ভিস দেয়ার সিস্টেম আছে তাহলে দিবেনা কেন।

বিলাই ভালো তয় আজকাল রাত ২টার পর ফুপ দিতেছে পুরান ইউজারদেরও 🙁

    @মিনহাজুল হক শাওন: আমি প্রীপেইড তাই ফাপ-টাপ নাই। তবে ডাটায় পোষায় না।

    বাই দ্যা ওয়ে আপনার আপনার বাংলালায়নের ড্রাইভার বানানোর পর কম্পিউটার অনেক আরামে ইউজ করছি। সামান্য একটু টুইক করে দেয়ায় এখন মোডেম লাগানোর সাথে সাথে অটোমেটিক কোন প্রকার ডায়ালিং ছাড়াই অটোমেটিক কানেক্ট হয়ে যায়। তাই উইন্ডোজের মত পিসি অন করি, মোডেম লাগাই আর ব্রাউজিং শুরু করি। আগের কথা চিন্তা করলে এখনও টায়ার্ড হয়ে যাই। ভার্চুয়াল বক্সে অনেক ঝামেলা করেও ভাল ভাবে ব্যবহার করা যেত না। যতবার ব্রাউজ করি ততবার আপনার কথা মনে পড়ে। আপনার উপর আসলেই অনেক কৃতজ্ঞ। একদিন সিলেটে চলে আসেন ট্রিট দিব। 😛

      @আদনান: কি টুইক শেয়ার কইরেন। আজ এক বড় ভাইয়ের কাছে গেছিলাম, উনি জাভা দিয়া GUI বানাইয়া দিবে কইছে। দেখি কতদুর জিনিসটারে টেনে নিয়ে যেতে পারি 😀

      সিলেট ঢাকা সবখানেই যামু, তয় মনে হয় পড়ালেখা শেষ হওয়ার পর 😛

      @মিনহাজুল হক শাওন: টুইক তেমন কিছু না। একই স্ক্রিপ্টের ভেতর ইনিসিয়ালাইজিং এবং কানেকশন রেখেছি। তারপর একটা রুল তৈরী করেছি যাতে। বেসিম সাবসিস্টেমের ডিভাইস কানেক্ট হলে স্ক্রীপ্টটা রান করে।
      আপন কিসে পড়ছেন?

আমি কিউবি ৩৫০ কেপিবিএস ৭ জিবি কিনেছি । ভালই সার্ভিস দিচ্ছে । আপনি অন্য কোন সেলস এক্সিকিউটিভের সাথে যোগাযোগ করেন।

Level 0

ভাই, বাংলালায়ন নেন। আমি আনলিমিটেড চালাই। আমার কোন সমস্যা হয় নাই।

    @Tanvir: আমিতো এখন বাংলালায়নেই আছি। তবে নতুন জিনিষ ট্রাই করতে ইচ্ছা করছে।

ভাইজান, প্রি-পেড বিলাইরে পোস্ট পেড সিংহ তে কনভার্ট করেন।
সিংহ থিকা বিলাইতে কিন্তু আর কনভার্ট করা যাবে না। চান্স ১ বারই।
ধন্যবাদ। 🙂

Level 0

Ami kichu kotha bolte chai.Kharap vabe neben na asa kori.asole eta bollam e jonnei,karon onekei mone koren je protita Indian ,bangladesh ke choto nojore dkhe!
Amio dekhi,kin2 apnader noy,apnader ei rakkhos mobile company gulo ke.
KI voyaboho chora dam.eto taka diye matro etotuku data usage???tao abr eto complaints?
Ekhankar kotha boli,apnara suneo hoyto santi paben!
Ekhane matro 90 takay 6GB data paoa jay,mobile er jnne.
R 1mbps download speed diye jodi sara man pran vore download korte chan,tahole apnake matro 750 taka khosate hobe.
Apnar net er ei 2000 taka edere jodi khorcha hoy tahole 4mbps e sara man unlimited.
Apnader jnne sotti kharap lage!

    @RJ Sourav: কে কি মনে করবে জানিনা মাঝে মাঝে ইচ্ছা হয় এই দেশ টা কে ছেড়ে চিরদিনের জন্য ইন্ডিয়া চলে যাই । সুধু ইন্টারনেট এর জন্য । আরে ভাই টাকা দিয়ে সান্তিমত নেট ইউস করতে না পারি তার চেয়ে দুঃখ আর কি আছে বলেন ??????? তবে মনে ১ টা ক্ষোভ আছে যদি কোন দিন সুজুগ হয় চিরদিনের জন্য এই দেশ টাকে ছেরে চলে যাব ।

Level 0

Comment e ek2 vul hoyeche.
Okhane ‘man’ word duto asole mas(month)

C+ Tune

Level 0

ami qubee 350/kb/sec use kore 7GB 700Tk valo e service pasche…bashai ashe line diche…nice service…post paid use koren….valo hobe..

Level 2

amar 256kbps unlmtd 400/- only ……আহা কি আনন্দ আকাসে বাতাসে

    @nipu: Speed maters!

      @আদনান: এখানে নিপু নামে কয়জন আছে?
      বাই দ্যা ওয়ে আমার একটা খুব বিরক্তিকর ফ্রেন্ডের নাম নিপু 😛

ami vai gp use kori all time 256 kbps pai unlimited use kori ei mase ami 11 GB Use Korce

Aami Robi !! Lion, Q Network Nai Amar Grame.

বিলাইতে আছি ।