আমি সাধারনত কম্পিউটারে বাংলালায়নের প্রীপেইড প্যাকেজ় ব্যবহার করি আর মোবাইলে ব্রাউজিং এর জন্য P6 ব্যবহার করি (একটু বেশি মনে হলেও সত্যি 😛 )। প্রীপেইড ৬০০ টাকার কার্ড যেটাতে ২.৫ গীগাবাইট ডাটা পাওয়া যায় সেটাই ব্যবহার করতে হয় এবং এভাবে প্রত্যেক মাসে প্রায় ৩ বার রিচার্জ করতে হয়। অনেকদিন ধরে ভাবছিলাম বাজেট কমানো দরকার। এভাবে প্রত্যেক মাসে নেটের পেছনে ২ হাজার টাকার উপরে খরচ হয়ে যায়। তাই বুদ্ধি করলাম মোবাইলেও যেহেতু বেশিরভাগ সময় বাসায় থাকা অবস্থায় ব্রাউজিং করি তাই পোষ্টপেইড প্যাকেজে ওয়াইফাই নিয়ে নিলে এক প্যাকেজে ল্যাপটপ আর মোবাইল দুটোর কাজই হয়ে যাবে।
কিউবির সুনাম অনেক শুনেছি(এখন বুঝতে পারছি সবই ফাউ)। তাছাড়া সিলেটে এসেছে বেশিদিন হয়নি তাই কম কাস্টমার হওয়ায় ভাল সার্ভিস পাওয়ার সম্ভাবনা আছে। আর নতুন জিনিষ ট্রাই করে দেখার ইচ্ছায় কিউবির টাওয়ার মোডেমের জন্য যোগাযোগ করলাম। দিনে কেউ এলনা। সন্ধা পর ফোন দিলাম বললেন একাউন্ট তৈরী করতে সমস্যা হচ্ছে তাই বোধহয় আজকে(গতকাল) হবেনা । আজ দিনেও তার কোন খবর নেই। বিকালে ফোন দিয়ে আসতে বললাম তিনি বললেন আধা ঘন্টায় পৌছে যাবেন। এক ঘন্টা পর না আসার কারন জিজ্ঞেস করতে বার বার ফোন দিলে প্রত্যেক বার কেটে দিলেন। এখন ৪ ঘন্টা হয়ে গেছে। এখন ফোন দিলে অবশ্য কেটে দিচ্ছেন না তবে রিসিভও করছেন না। এখন আর কিউবি নেয়ার মুডই চলে গেছে। মনে হচ্ছিল আমি সেলস ম্যান আর উনি কাস্টমার। এত কিছুর পরেও মোডেমটা নিতে পারলাম না। এখন ভাবছি বাংলালায়নই নিয়ে নেই। বাসার পাশেই ডিলারের দোকান। হোম সার্ভিস না দিক দেয়ার মিথ্যে প্রতিশ্রুতিও দেয় না।
আমি আদনান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 1031 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি অবশ্য এখনো কোনো খারাপ সারভিস পাইনি কিউবি হতে। ৬৩৫ টাকা দিয়ে ৫ গিগা ইউজ করছি , ভালই।