গত কয়েকদিনের অপ্রীতিকর যে সব ঘটনা ঘটে গেছে ব্লগে তাতে ঠিক করেছিলাম যে আর টিউন করবো না। কিন্তু একদিকে যেমন টেকটিউনের প্রতি একটা প্রচুর টান আমার তাতে টিউন করাটা আমার নাওয়া খাওয়ার মত নিত্য নৈমত্তিক ব্যাপার আর অন্যদিকে যে যাই বলুক আসলে পরিমাণে খুব কম হলেও মনে হয় কেউ আমার কিছু পাঠক আছে তাইতো গত দুদিনে প্রায় শতাধিক ফোন আর মেইল পেয়েছি টিউনের জন্য আর শুধু তাদের জন্য হলেও আমি আবার টিউনের সিদ্ধান্ত নিয়েছি তাছাড়া আমার নিজের ব্লগ বানিয়ে হয়তো সেখানেই টিউন করতে পারতাম কিন্তু তাতো আর সবার কাছে পৌছবে না তাহলে আমার পরিশ্রমের কি দাম যদি তা সবাই না জানে। যা হোক আমি আর পুরনো বিষয় নিয়ে মাথা ঘামাতে চাইনা। আর ঠিক করছে এখন থেকে শুদুই টিউন করবো কারো আগে পিছে যাবো না তবে একথাই দিয়েই পুরনো সব কথা শেষ করবো যে আমি কোন অন্যায় করি নাই কারো কপি করি নাই।
থাক ধান ভানতে আর শীবের গীত গেয়ে লাভ নাই।যা হোক এবার টিউনে ফিরি। কালকে তো ইদ(দীর্ঘ ই লেখা যাচ্ছে না ব্যাপারটি কতৃপক্ষ খেয়াল করবেন) হবে কি হবে না এ ব্যাপারে চাঁদের বিষয় কিছুটা ধারনা নিতে পারেন স্টেলারিয়াম সফটের সাহায্যে। এ সফট চাদের বিষয় ছাড়াও চন্দ্র, সূর্য, তারা, গ্রহ, উপগ্রহ নক্ষত্ররাজির অনেক বিষয় সম্বন্ধে স্পষ্ট ধারনা দিতে পারে। এমন কি তাদের দূর ভবিষ্যত বা অতীতের অবস্থাও পরিলক্ষিত হবে এই সফটের মাধ্যমে।
তাহলে দেরী কেন ডাউনলোড করে দেখেই নিন না এখনই এখান থেকে। সফটটার কিছু স্ক্রীন শট নিচে দিলাম।
আরো কিছু বলতে চেয়েছিলাম কিন্তু সকালে এই টিউনটি কিছুটা লেখার পর এসে দেখলাম এ বিষয়ে সামুতেই আরো কিছু লেখা হয়েছে। আসলে হওয়াটাই স্বাভাবিক কারন একটা সফট তো আর এক জন ব্যাবহার করে না। কেউ কেউ তো আজকাল দাবী করেন যে HTML, SEO, Google webmaster, addurl, rss feed এসব নিয়ে টিউন করলেও নাকি তার কপি হয় জানিনা HTML, Google webmaster, addurl এসব কিছু তিনি কিনে নিয়েছেন নাকি। তবে ভাই এ টিউনটি আজ আরো কয়েক জাগায় হতে পারে হওয়াটা স্বাভাবিক যদি আপনার কেউ এমন দাবী করেন আপনার অমুক ভাইয়ের, চাচার, মামার টিউন এটি তার জন্য সুত্র দিয়ে দিলাম।
সুত্রঃ যারা মনে করেন কপি তাদের সকলের Fourteen Generations এর ব্লগ থেকে কপি।
আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মিয়া আপনে তো বোকা । না হলে অন্যের কথায় কান দেন কেন । যাই হোক ভাল লাগছে আপনাকে আবার ফিরে পেয়ে । সবচেয়ে বড় কথা হল আমি আসলে মনে মনে আপনার সাথে প্রতিযোগিতা করেছিলাম যে আপনের আগে টপটিউনারের লিস্টে থাকব । তাই মনটা খারাপ লাগছিল কারন আপনি যদি টিউন নাই করেন তাহলে আমি কার সাথে প্রতিযোগিতা করব । যাইহোক এখন আবারও আপনার সাথে প্রতিযোগিতা করতে পারব । আপনার জন্যই বলা চলে আমার টপটিউনারের লীস্টে আসা । ভাল ভাল টিউন আপনার কাছ থেকে আমি আসা করি । ভাল থাকবেন । ধন্যবাদ আপনাকে ……. হামিদ / লোটাস