আসেন ইদের চাঁদের খবর নেই +……………………+ কিছু কথা

গত কয়েকদিনের অপ্রীতিকর যে সব ঘটনা ঘটে গেছে ব্লগে তাতে ঠিক করেছিলাম যে আর টিউন করবো না। কিন্তু একদিকে যেমন টেকটিউনের প্রতি একটা প্রচুর টান আমার তাতে টিউন করাটা আমার নাওয়া খাওয়ার মত নিত্য নৈমত্তিক ব্যাপার আর অন্যদিকে যে যাই বলুক আসলে পরিমাণে খুব কম হলেও মনে হয় কেউ আমার কিছু পাঠক আছে তাইতো গত দুদিনে প্রায় শতাধিক ফোন আর মেইল পেয়েছি টিউনের জন্য আর শুধু তাদের জন্য হলেও আমি আবার টিউনের সিদ্ধান্ত নিয়েছি তাছাড়া আমার নিজের ব্লগ বানিয়ে হয়তো সেখানেই টিউন করতে পারতাম কিন্তু তাতো আর সবার কাছে পৌছবে না তাহলে আমার পরিশ্রমের কি দাম যদি তা সবাই না জানে। যা হোক আমি আর পুরনো বিষয় নিয়ে মাথা ঘামাতে চাইনা। আর ঠিক করছে এখন থেকে শুদুই টিউন করবো কারো আগে পিছে যাবো না তবে একথাই দিয়েই পুরনো সব কথা শেষ করবো যে আমি কোন অন্যায় করি নাই কারো কপি করি নাই।

থাক ধান ভানতে আর শীবের গীত গেয়ে লাভ নাই।যা হোক এবার টিউনে ফিরি। কালকে তো ইদ(দীর্ঘ ই লেখা যাচ্ছে না ব্যাপারটি কতৃপক্ষ খেয়াল করবেন) হবে কি হবে না এ ব্যাপারে চাঁদের বিষয় কিছুটা ধারনা নিতে পারেন স্টেলারিয়াম সফটের সাহায্যে। এ সফট চাদের বিষয় ছাড়াও চন্দ্র, সূর্য, তারা, গ্রহ, উপগ্রহ নক্ষত্ররাজির অনেক বিষয় সম্বন্ধে স্পষ্ট ধারনা দিতে পারে। এমন কি তাদের দূর ভবিষ্যত বা অতীতের অবস্থাও পরিলক্ষিত হবে এই সফটের মাধ্যমে।
তাহলে দেরী কেন ডাউনলোড করে দেখেই নিন না এখনই এখান থেকে। সফটটার কিছু স্ক্রীন শট নিচে দিলাম।

0.10-location-full

0.10-planets

আরো কিছু বলতে চেয়েছিলাম কিন্তু সকালে এই টিউনটি কিছুটা লেখার পর এসে দেখলাম এ বিষয়ে সামুতেই আরো কিছু লেখা হয়েছে। আসলে হওয়াটাই স্বাভাবিক কারন একটা সফট তো আর এক জন ব্যাবহার করে না। কেউ কেউ তো আজকাল দাবী করেন যে HTML, SEO, Google webmaster, addurl, rss feed এসব নিয়ে টিউন করলেও নাকি তার কপি হয় জানিনা HTML, Google webmaster, addurl এসব কিছু তিনি কিনে নিয়েছেন নাকি। তবে ভাই এ টিউনটি আজ আরো কয়েক জাগায় হতে পারে হওয়াটা স্বাভাবিক যদি আপনার কেউ এমন দাবী করেন আপনার অমুক ভাইয়ের, চাচার, মামার টিউন এটি তার জন্য সুত্র দিয়ে দিলাম।

সুত্রঃ যারা মনে করেন কপি তাদের সকলের Fourteen Generations এর ব্লগ থেকে কপি।

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

মিয়া আপনে তো বোকা । না হলে অন্যের কথায় কান দেন কেন । যাই হোক ভাল লাগছে আপনাকে আবার ফিরে পেয়ে । সবচেয়ে বড় কথা হল আমি আসলে মনে মনে আপনার সাথে প্রতিযোগিতা করেছিলাম যে আপনের আগে টপটিউনারের লিস্টে থাকব । তাই মনটা খারাপ লাগছিল কারন আপনি যদি টিউন নাই করেন তাহলে আমি কার সাথে প্রতিযোগিতা করব । যাইহোক এখন আবারও আপনার সাথে প্রতিযোগিতা করতে পারব । আপনার জন্যই বলা চলে আমার টপটিউনারের লীস্টে আসা । ভাল ভাল টিউন আপনার কাছ থেকে আমি আসা করি । ভাল থাকবেন । ধন্যবাদ আপনাকে ……. হামিদ / লোটাস

    তবে আমার টিউনের করার হার অনেক কমেছে কারন আমি এখন Quantity এর চিন্তা না করে Quality এর চিন্তা করি। তাই আমার নাম আরো অনেক পিছনে পড়তে পারে। তবে আপনি আরো এগিয়ে যান শুভ কামনা রইল।

ভাই এই প্রতিযোগিতার লাইনে আমিও আছি মনে রাখবেন। হা হা হা হা হা হা হা
শাকিল ভাই, আপনি টিউনের দিকে মন দিন। অন্যসব চিন্তা ঝেড়ে ফেলুন। আর আপনার যেটা ভাল লাগবে সেটা সোজাসুজি জানান এবং খারাপ টাও জানাতে পিছপা হবেন না। আপনার কাছে একটা অনুরোধ এরকম কোনো শব্দ টিউনের মধ্যে রাখবেন না যা অন্য কে আঘাত করে।
ভাল থাকবেন।

হাহাহাহাহা . শাকিল ভাই . ধন্যবাদ।

আমি এই সাইটে নতুন,আপনার টিউন টি ভালো লেগেছে।আচ্ছা,টিউন করব কিভাবে??(দুক্ষিত আপনার ব্লগ নোংরা করলাম)

আমি সামু তে লেখি,ওখানে লেখার পদ্ধতি সহজ মনে হয়েছে।এখানে “লেখা”র ট্যাব ই দেখছি না 🙁

    সাইন ইন করে আপনার নামের যে ট্যাব দেথবেন সেখানে গিয়ে আপনার টিউনার বোর্ড পাবেন ওই জায়াগাতেই আছে লেখার অপশন আর টিউন করা শিখে নিন ট্যাব থেকেও টিউন লেখার নিয়ম পাবেন।

Level 2

শাকিল ভাই ,
গত কয়দিনের মৃদু ঝড়ো হাওয়ার স্পর্শে মনটা কিছুটা খারাপ ছিল। আপনার উপর কিছুটা চেপে ধরে ক্ষেভও বসিয়ে ছিলাম, মনে করেছিলাম আপনাকে আর কখনো লিখব না। কারনটা আর অন্য কিছু না আসলে অপনাকে পঠানো আমার প্রথম মেইলের কোন উত্তর এখনো পাইনি। অধির আগ্রহে আমি এখনো অপেক্ষা করছি। আর এ জন্যই বেশ কয়দিন
ধরে কোন টিউনও করিনি।

অসলে শাকিল ভাই “এই পৃথিবীটা শুধুমাত্র সুখি মানুষদের জন্য”। আর এ জন্যই নিজেকে এ সুন্দর পৃথির একজন ক্ষুদ্র কিন্তু সুখী মানুষ হিসেবে মনে করি ।আমার মনে হয় আপনিও আমারই মত একজন সুখী মানুষ । আসলে মানুষের জীবনে ছোট ছোট সমস্যা ছোট ছোট কষ্ট অনিবর্য, যা সময়ের আবর্তে আসে আবার চলে যায়। তাই বলে তা আমাদের গতিময় জীবনকে স্থির করতে পারে না। আর যারা এগুলোকে প্রধান্য দিয়ে সুখী সুন্দর একটা জীবনকে বলি দেয় তাদের মত বড় অসহায় আর কেউ হতে পারে না।

শাকিল ভাই আপনাকে আবার পেয়ে ভাল লাগছে। আপনার মেইলটা পেলেই আবার টেকটিউনসে টিউন করব আর না পেলে ……………………………………..

    মেইল তো আসলে আমার কাছে প্রচুর আসে তাই হয়তো খেয়াল করা হয় নি যদি একটু বলতেন কোন ঠিকানায় পাঠিয়েছেন তাহলে আমি খুজে দেখতাম।

    আর আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ।

শাকিল ভাই, আপনার টিউন ভালো লােগ ,আপনাকে আবার পেয়ে ভাল লাগছে

শাকিল ভাই, আপনার েফান নামবার পাব বস টৈক নিযে কিছু question অাছে

    ধন্যবাদ আপনাকে। আমার নাম্বার এই সাইটে বহূ জায়গায় আছে তারপরও আবার বলি ০১৯১৬৬৬৯৯৯১

ধন্যবাদ শাকিল ভাই।আপনাকে আবার পেয়ে ভাল লাগছে।

ভাই software টা নামানোর একটা ভালো লিং দেন। যেটা দিছেন ওটা ৮২% হওয়ার পর Break করে।

Level 2

আমি মেইলটা [email protected] এ আবার পাঠালাম subject এ ASHIM’S MAIL লেখা আছে ।
আমি প্রথমটা দিয়েছিলাম ১০/৯/২০০৯ তারিখে আর subject ছিল টেকটিউনস।

ধন্যবাদ ।

Level 0

অনেক দিন পর একটা মন্তব্য করলাম, ভাইয়া আপনি টিউন চালিয়ে জান। কারন কতৃপক্ষের রাজনৈতিক চালের কারনে আমার আর এখানে টিউন করা হবে না । তাই নতুন কো্ন সাইট খুজতেছি…………..

ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ শাকিল ভাই।Reply করার জন্য ।আপনি টিউন চালিয়ে জান।ভাল থাকবেন ।

Thanks for nice tune. However, I’m not that much fool to believe that you got “hundreds of” phone calls.

    সজীব আপনারা তো ভাই চালাক সেটা তো জানি আর আমি ভাই অপদার্থ, গাধা টাইপের লোক একদম মূর্খ আমি লিখতেও পারি না আপনারা যে লেখেন ওই খান থেকে একটা একটা অক্ষর দেখে তারপর লিখি 🙂 আরে ভাই আপনে যে চালাক আর আমি যে বোকা এটা তো প্রতিদিন বলার দরকার নাই। আমি জানি আপনি খুবইইইইইইইইইইই চালাক।

ঈদ মোবারক শাকিল ভাই।

লিনাক্স এর কিছু ডিস্ট্রিবিউশন ইন্সটলের সময় এই সফটওয়ারের নাম দেখসিলাম। ডাউনলোড করার ইচ্ছা ছিল, কিন্ত ভুলেই গেসিলাম। অনেক ধন্যবাদ ভাই, মনে করায়া দিলেন।

আমি আপনার মেইলটা পেলাম না আরেকবার পাঠান অনুগ্রহ করে এই ঠিকানায় [email protected]