ফেসবুকে যেমন আপনি “Download Your Information” অপশনের মাধ্যমে নিজের ফেসবুক এ্যাকাউন্টের ছবিসহ সকল তথ্য সম্বলিত ব্যাকআপ ফাইল ডাউনলোড করতে পারতেন, ঠিক তেমনিই গুগল প্লাসেও আপনি এ সুবিধাটি পেতে পারেন। গুগল কর্তৃপক্ষ এ ফীচারটির নাম দিয়েছে “Google Takeout”। অবশ্য এখানে আপনার ছবি, স্ট্রীম, প্রোফাইল ডাটা, বাজ(Buzz) এবং সার্কেল সংক্রান্ত তথ্য সংরক্ষণ করতে পারবেন।
এখানে, আপনার Picasa তে আপলোড করা ছবি, গুগল বাজের বাজ, স্ট্রীম (স্ট্যাটাস আপডেট) এবং সার্কেলের তথ্য .zip হিসেবে সংরক্ষিত হবে। আপনার প্রোফাইল সংক্রান্ত তথ্য সংরক্ষিত হবে .json ফাইল হিসেবে।
আপনার ব্যাকআপ ফাইল তৈরী করতে ব্রাউজ করুন http://www.google.com/takeout। ওপরের দিকে তিনটি অপশন আছে, All your data, Choose services এবং Downlaods। আপনি যদি আপনার গুগল এ্যাকাউন্টের সম্পূর্ণ ব্যাকআপ নিতে চান, তবে প্রথম অপশনটি ব্যবহার করতে পারেন। বেছে বেছে সুবিধামত ডাউনলোড করতে চাইলে Choose Services অপশনটি ব্যবহার করুন। এবং Downloads অপশনের ভেতরে আপনার তৈরী করা ব্যাকআপগুলি ডাউনলোড করতে পারবেন।
Data Liberation Front নামের গুগলের একটি ইঞ্জিনিয়ারিং গ্রুপ সার্ভিসটির তত্ত্বাবধানে রয়েছে। তাদের লক্ষ্য হল, ব্যবহারকারীদের তথ্য গুগলে প্রবেশ করানো এবং বের করে দেবার কাজটি সহজ করে দেয়া। তাদের মতে,
Users should be able to control the data they store in any of Google’s products. Our team’s goal is to make it easier to move data in and out.
যার বাংলা সরলার্থ দাঁড়ায়ঃ
ব্যবহারকারীরদের Google এর যেকোন পণ্যের ভেতর সংরক্ষণ করা তথ্যের নিয়ন্ত্রণ করতে দেয়া উচিৎ। আমাদের দলের লক্ষ্য তথ্যের আদান-প্রদানের প্রক্রিয়াটিকে সহজ করে দেয়া।
অবশ্য এ দেখে ভাববেন না যে, গুগলে আপনার প্রাইভেসী ১০০% সুরক্ষিত। গুগল আপনার ব্রাউজিং হিস্টোরী, সার্চ কোয়েরী, প্লাস এ্যাকাউন্টের তথ্য, ইমেইল ইত্যাদি ব্যবহার করে আপনার কাছে আপনার পছন্দসই বিষয়য়ের ওপর এ্যাড প্রদর্শন করে। তবুও, ব্যবহারকারীদের এ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ফেসবুকের বিরুদ্ধে নিজেদের অবস্থান দৃঢ় করতে নিঃসন্দেহে এটি একটি বেশ ভালো পদক্ষেপ।
আমি অনিরুদ্ধ অধিকারী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুলে ৯ম শ্রেণীর বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত ছাত্র। জীবনের দুইটি ভালোবাসা হল গণিত এবং লিনাক্স।
দারুন জিনিস ।