আমি অনেক Try করে একটা Free ডোমেইন Website তৈরি করেছি যার কিছুদিন পরেই একটি প্রফেশনাল ডোমেইন নাম দিব। আমি এই ওয়েব সাইটে অনেক দরকারী জিনিস রেখেছি যা আপনাদের কাজে লাগবেই। আমার সাইটে TechBlog নামে একটি বিভাগ রয়েছে, যেখানে আপনারা Tune লিখে কিছু টাকা আয় করতে পারবেন। প্রতিটি টিউন করার জন্য দুই টাকা করে দেওয়া হবে। এভাবে আপনারা পাঁচটা টিউন করলেই দশ টাকা আয় করতে পারবেন এবং দশ টাকা হলেই আপনার মোবাইলে তা পাঠিয়ে দেওয়া হবে। এভাবে যিনি তিরিশটা টিউন করতে পারবেন, তারপর থেকে তাকে প্রতি টিউনের জন্য পাঁচ টাকা করে দেওয়া হবে। তাই আপনাদের Techtunes পাশাপাশি আমার সাইটেও Tune লিখে কিছু টাকা আয় করার জন্য আহবান করছি।
Tune পাঠাতে হলে ([email protected])-এ নিজের নাম, টিউনটির Heading এবং বিষয় সহ পাঠিয়ে দিন দেরি না করে। অবশ্যই Tune পাঠানোর জন্য একটি ইমেইল আইডি ব্যবহার করবেন যাতে আপনার টিউনের হিসাব রাখা যায়। টিউন অবশ্যই বাংলায় হতে হবে। আর টাকার ব্যাপারে No Tension।
এছাড়াও আমার সাইটে আরো অনেক বিভাগ রয়েছে যা থেকে আপনারা উপকৃত হবেন আশা করি। আমার সাইটের ঠিকানা
আমি amaderbook। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কি ব্যাপার কেউ মন্তব্য দিলোনা কেনো? নাকি মুছে ফেলেছেন? ভাই টাকা পয়সার ব্যাপারতো তাই একটু ক্লিয়ার করেন যেমন টিউন পাঠানোর কতক্ষণ পর টাকা পাওয়া যাবে? টিউনের বিষয় কি হবে? সাইজ কেমন হবে? যদি এসব ক্লিয়ার না করেন তাহলে আপনার বারোটা বাজবে।
আপনার সাইটের ঠিকানা কৈ।
ব্যাপক মজা পেলাম !!!!!!!