Firefox 3.5 রিলিজ হয়েছে সপ্তাহখানেক আগে।এটি আমার মত ফায়ারফক্স ভক্তদের মধ্যে তুমুল আলড়ন তুললেও যারা এখনও ফায়ারফক্স ব্যাবহার করতে আগ্রহীনন তাদেরকে ফায়ারফক্সের দরজায় ভিরাতে সক্ষম হয় নি যার মুল কারন এর সেই মান্দাতা আমলের ইউজার ইন্টারফেস।তবে আশার কথা এই যে Firefox 3.5 রিলিজ করে Firefox ইঞ্জিনিয়াররা বসে থাকেন নি।তারা ইতোমধেই FF 4.0 alphar কাজে হাত দিয়েছে।
ফায়ারফক্স 4.0 এর প্রতি আগ্রহের মুল কারন বা এর বিশেষত্ত হল এর ইউজার ইন্টারফেসের আমূল পরিবর্তন।তাহলে চলুন দেখা যাক Firefox 4.0 এর ইউজার ইন্টারফেস এ কি নূতন থাকছে:
আমি আহমেদ নাসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার মনে হয় এট ফাস্ট টিউন।খুব ভাল হয়েছে আশা করি চালিয়ে যাবেন