আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালই আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি আমার লিখাটি শুরু করলাম। আমারা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর কিছু সংখ্যক ছাত্র-ছাত্রীরা মিলে একটা অনলাইন রেডিও তৈরী করেছি যার নাম রেডিও ড্রিম২৪(http://www.radiodream24.com)। এই রেডিও সম্পর্কে পূর্বেই একটি টিউন Techtunes এ পোস্ট হইছে। আগের টিউনটি দেখতে চাইলে এখানে ক্লিক করুন......
https://www.techtunes.io/internet/tune-id/81696
আজ আপনাদেরকে আমি উপহার দিব আমাদের নিজেদের তৈরী একটা Desktop Gadget।
আপনার কম্পিউটার এর ডেস্কটপ থেকে শুধুমাত্র Gadget এর play বাটনটিতে ক্লিক করেই আপনার আমাদের রেডিও ড্রিম২৪ (http://www.radiodream24.com) সরাসরি শুনতে পারবেন। এটি windows 7 ও windows vista তে সাপোট করবে।
Gadget টি এই লিঙ্ক থেকে ডাউনলোড করুন (ফাইলটির সাইজ মাত্র ১০৯ কেবি)-
gadget টি ডাউনলোড করুন এবং অভিজ্ঞরা কমেন্ট এবং সাজেশন করুন, যাতে আমরা আরও অনেক দূর যেতে পারি।
যে দেশে (বাংলাদেশ) ইন্টারনেট ব্যাবহার ব্যয়বহুল, সে দেশেতে অনলাইন রেডিও মতন রেডিও পরিচালনা একটা চ্যলেঞ্জ বটে। প্রথম প্রথম পরিচালনা করে তেমন রেসপন্স পাওয়া যায় নি। পরবর্তীতে ২৮ টি দেশ থেকে আমাদের প্রবাসী শ্রোতাদের রেসপন্স পাই। শত সমস্যার পরেও আমরা এই কার্যক্রম চালিয়ে যাছি। কারন আমরা মনে করি আমারা বাঙ্গালিরা বাংলা সংস্কৃতি কে অনেক ভালোবাসি।
রেডিওড্রিম২৪ এখনও পরীক্ষামূলক সম্প্রচার চলছে। আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেও শুরু করা হছেনা। ১০০০+ জন রেগুলার ফান না হলে কখনই আমদের পক্ষে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা সম্ভব নয়। আমাদের এই মহান উদ্যোগে আপনারদের সহায়তা কামনা করছি। তাই আসুন আমরা রেডিওড্রিম২৪ এর ফেসবুক পেজ এ লাইক দেই এবং আমাদের অন্যান্য বন্ধুদেরকে লাইক দিতে বলে এই মহান উদ্যোগে কে স্বাগত জানাই। ধন্যবাদ।
ফেসবুক পেজঃ http://www.facebook.com/radiodream24
আমাদের অফিসিয়াল সাইটের ঠিকানা-- http://www.radiodream24.com
আমি muid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভূমিকা নিয় বলার কছুই নেই… এক কথায় অসাধারন।