আমি এই টিউনটি সম্পূন্য n73 দিযে করতেছি । আর আমি আজকে এন73 এর কিছু tips শেযার করব । আপনি কি জানেন এন73 ডিপল্ট MP3 সপ্টোযার টি একটি হাই ডেপিণিসোন সপ্টোযার । এখনে 3d sound , equilization , visualization (zig zag) , আছে । আপনি কি জানেন যে, আপানার সেটে দুইটি স্পিকার আছে । হে সত্তি তাই , যা যা করতে হবে বলি, প্রথমে ডিপল্ট MP3 খুলুন, গান প্লে করুন, ওপসন থেকে অডিও সেটিন্স stereo widening অন করুন । balance এবং loudness , পরিবতন করে দেখতে পারেন । আর আপনি n73 দিযে ভালো video এডিটিন করতে পারবেন । 3d sound সেট করতে , প্রথমে টুল্স থেকে 3d tune লগোতে যান । ইপেক্ট অন করুন , তার পর অপসন গুলো পরিবতন করুন অত:পর মজা উপভোগ করুন |এখন জানাব ইমেজের চোখে রেড প্রবলেম কিভাবে দুর করবেন । আমার নিজের ব্লগে প্রথমে দেওযা হযেছে techbarta.bigbig.com । | প্রথমে এন73 থেকে একটি ইমেজ খুলে এডিট অপসনে যান তারপর apply effect এ যান তারপর রেডাকসোন মানে চোখ ছিন্নিত আইকনটি ক্লিক করুন । এবার চোখের যেখানে লাল সেখানে বার বার ক্লিক করতে থাকুন ।
আমি নাছের মিয়াজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 38 টি টিউন ও 302 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আইনের মানুষ, প্রযুক্তির মানুষ, ইসলাম কে ভালোবাসি।
shada na pele r likhbona .