আমি আজকে activation sms ছাড়া বিভিন্ন operatore এ ইন্টারনেট চালু কারতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করব আথার্থ নিজের হাতে বানান accesspoint । কাজের কথায় আসি, আপনার মোবাইলের সেটিংস থেকে কানেকশনে যান। তারপর এক্সেসপয়েন্টে যান। সেখান থেকে option ক্লিক করেন। new access point যান, ক্লিক করে default access point এ যান শুধু কানেশনের নাম আপনার আপারেটরের নাম আনুসারে লিখুন । ব্যস, এতটুকু আপনার Configuration হয়ে গেছে। জিপির ক্ষেত্রে GP-INTERNET লিখুন। এভাবে অন্যান্ন operatore এর ক্ষেত্রে লিখুন Banglalink এর ক্ষেত্রে (blweb) বা (Banglalink-WEB) warid এর ক্ষেত্রে (Warid-INTERNET)
Teletalk এর ক্ষেত্রে (gprsunl)।Robi এর ক্ষেত্রে (Robi-INTERNET)। সহজ বলে স্ক্রীনসট দেয়ার প্রয়োজন মনে করলাম না।আমার এই টিউনটি বাংলিশ বিদায় ক্ষমা চাচ্ছি। আমি বাংলা টাইপে কাঁচা। তাই বলে কি পোস্ট করতে পারবনা ? ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর ভাল লাগলে comment করবেন ।
বিদায় ।এই পোস্টটি প্রথম আমার নিজের ব্লগ techbarta.wordpress.com এ দিয়েছি
আমি নাছের মিয়াজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 38 টি টিউন ও 302 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আইনের মানুষ, প্রযুক্তির মানুষ, ইসলাম কে ভালোবাসি।
ধন্যবাদ