টেকটিউনস এ আমার কিছু বন্ধু এবং ভিজিটরদের করা কয়েকটি প্রশ্নের উত্তর

টেকটিউনসে বিভিন্ন টিউন করায় সবসময়ই কিছু প্রশ্ন আসে আমার কাছে মেইলে এবং ফোনে। ভাবলাম এর মধ্যে কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে একটি টিউন করি। তাই এ টিউনটি করা।

সবচাইতে যে প্রশ্নটা বেশী করে তা হল এডসেন্স বিষয়ক। এডসেন্স ১০০ ডলার হচ্ছে না কবে হবে, হওয়ার আগেই না ব্যান হয়ে যায়। তাই আমার মতে এর সবচাইতে ভালো সলিউশান হলো এডব্রাইটে একাউন্ট খোলা। এদের সুবিধা হলো আপনাকে ১০০ পর্যন্ত অপেক্ষা করা লাগবে না তারা মাত্র ৫ ডলারের চেকও ইস্যূ করে আর অভিজ্ঞদের থেকে শুনেছি ব্যান হওয়ার ঝুকি যেমন কম তেমনি এডসেন্স এর চাইতে সিপিসি রেটও বেশী। তাই যাদের ভিজিটর কম বা নিয়মিত না তারা এই লিংকে গিয়ে এডব্রাইট এর একাউন্ট খুলতে পারেন। তবে এডব্রাইটে বিজ্ঞাপন সহজে আসে না এটাই সমস্যা।

এরপর আরেকটা প্রশ্ন আসে যেটা হল এডসেন্স এর সিটিআর কি পরিমান হলে আপনার একাউন্ট ঝুকিতে থাকে। এর উত্তরে যা বলব সিটিআর ১৫% পর্যন্ত একেবারেই নিরাপদ ( যদিও অনেকে বলেন ১০% কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতায় দেখা থেকে বললাম)। আর ২০% এর উপর হলে আপনার একাউন্ট ঝুকিতে তাই রিপোর্ট করতে পারেন কিন্তু এটাও ব্যান হবার মতো না। ব্যান হয় তাহলে কখন? গুগল সাধারনত যে সিটিআর পর্যবেক্ষন করে তাতে আপনার সিটিআর যখন ৪২% এ উন্নীত হয় তখন আপনাকে প্রথম ওয়াচে রাখবে এবং এটা নিয়মিত চললে একাউন্ট ব্যান হবে তার আগ পর্যন্ত গুগল ওইভাবে ওয়াচে রাখে না। তাই ৪২% যদি না হয় তাহলে আপনার সিটিআর কমে গেলে আপনি আবার নিরাপদ কিন্তু ৪২% এর বেশী আর তা নিয়মিত চললেই ব্যান।

আরেকটি যে প্রশ্ন আসে তাও এডসেন্স বিষয়ক সেটা হল বাংলাদেশে চেক জমা দেয়ার কতদিন পর বুঝবে টাকা এসেছে। এটা জানতে এই লিংকে যান। এখানে গিয়ে সাইন ইন করে আপনার ওই মাসের ডিটেইলসে যান। 

untitled

এখানে চিহ্নিত অংশে দেখুন ক্লিয়ারেন্স ডেট দেয়া আছে যখন এটা শো করবে বুঝবেন আপনার ব্যালান্স চলে এসেছে তবে ব্যাংকের গড়িমসির জন্য এই তারিখ থেকে কিছুদিন দেরীও হতে পারে।

আরেকটা প্রশ্ন অনেকে করে ফ্রি হোস্টীয়াতে সাইন ইন করার পর সেখানে স্ক্রীপ্ট গুলো কিভাবে ইনস্টল করবেন তা বুঝতে পারেন না। এজন্য নিচের চিত্রটি দেখুন।

untitled

 চিত্রটির মতো আপনার ফ্রি হোস্টীয়া একাউন্টে সাইন ইন করে ওয়েবটুলস থেকে এলিফ্যান্ট ফ্রি স্ক্রীপ্টে ক্লীক করুন দেখবেন ওয়ার্ডপ্রস, জুমলা, পিএইচপি বিবি সহ প্রচুর সিএমস টুল আপনার পছন্দের স্ক্রীপ্টটি শুধুমাত্র ক্লিক করেই ইনস্টল করতে পারবেন।

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks শাকিল ভাই …..ভাল টিউন করেছেন

সিটিআর এর ব্যপারটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। 🙂

শাকিল ভাই আমিও একটা আবেদন করেছিলঅম গুগল আমাকে এটা রিপ্লাই দিছে ।কিছুই বুঝলাম না
Thank you for your interest in Google AdSense. After reviewing your
application, our specialists have found that it does not meet our program
criteria. Therefore, we are unable to accept you into our program.

We have certain policies in place that we believe will help ensure the
effectiveness of Google ads for our publishers as well as for our
advertisers. We review all publishers, and we reserve the right to decline
any application. As we grow, we may find that we are able to expand our
program to more web publishers with a wider variety of web content.

Please note that we may not be able to respond to inquiries regarding the
specific reasons for our decision. Thank you for your understanding.

Sincerely,

The Google AdSense Team

    মামুন ভাই আপনার ব্লগটা বাংলায় এটা একটা কারন হতে পারে অথবা এমন হতে পারে আপনি ব্রগের জন্য এডসেন্স এর আবেদন করেছেন, ব্লগস্পটের জন্য ব্লগ থেকেই আবেদন করতে হয়। আপনি একটি ইংরেজী ব্লগ করে ওখান থেকে আগে এডসেন্স একটিভ করে নিন তারপর এডসেন্স ব্যাবহার করুন ইচ্ছামত। আরো সমস্যা হলে আমাকে মেইল করতে পারেন।

না শাকিল ভাই বাংলায় না আমার অন্য আরেকটা ইংরেজীতে ব্লগ আছে যার ঠিকানা হল
http://mytechnotice.blogspot.com আপনি দেখে বলেন কি সমস্যা

    আমার মনে হয় আপনার দেয়া ঠিকানা একটু চেক করে নিন। সম্ভবত প্রথম প্রথম গুগল এরকম করে, রি-সাবমিট করুন।

আসলে এপ্লাই করার পর গুগল একদিন বা দুইদিন ভিজিটর দেখে । ভিজিটর কম হলে এক্টিভ হয় না ।

Level 0

web site banate ki kortee hobe frehostiate ami co.cc te reg korechi akhon bujhtee parchiina ki korbo

ভালো হয়েছে টিউনটা। আপনি ইচ্ছা করলে আপনার SEO রিলেটেড সকল পোষ্ট বাংলা এসইও ব্লগেও শেয়ার করতে পারেন।
——————————————————————–
WebSeoGuide.Net | বাংলাদেশের সর্ব প্রথম পূর্ণাঙ্গ বাংলা এস.ই.ও. ব্লগ