আসসালামুয়ালাইকুম,
আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন। techtunes-এ আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে পেরে আমিও আনন্ন্দিত। টিটি-তে আমি এখনো নবীন। আর আমার শুরুর দিনগুলোতে যারা আমাকে উৎসাহ যোগাচ্ছেন তাদের প্রতি অনেক স্রদ্ধা আর ক্রিতজ্ঞতা জানিয়ে আজকের টিউন শুরু করছি। আমার টিউন-এর মুল বিষয় হলো mig33 থেকে আয়। প্রথম পর্বে আমি আপনাদের mig33-এর সাথে পরিচয় করিয়ে দিয়েছি। আয় নিয়ে না লিখে mig33 এর Introduction কেনো দিলাম তা নিয়ে অনেকের-ই হতাশ হতে দেখেছি। আশা করি আপনারাই বুঝে নিবেন যে কোনো বিষয় নিয়ে লিখার আগে Introduction-এর কি প্রয়োজনীয়তা। কথা না বাড়িয়ে শুরু করা যাক।
mig33 থেকে আয়ের অনেক গুলো সহজ এবং মানসম্মত উপায় আছে। এর মধ্যে mig33-এর অফিসিয়াল ২ টি কমার্সিয়াল প্রোগ্রাম আছে।
সেগুল হল :
এছাড়া আয়ের আরো একটা সহজ উপায় হল :
mig33 ID reffering সিস্টেম
আজকে আমি mig33 merchant প্রোগ্রাম নিয়ে বিস্তারিত আলচনা করব
mig33 merchant হতে হলে আপনাকে প্রথমে mig33-থেকে কমপক্ষে ৫০usd-র mig33 ক্রেডিট কিনতে হবে। western union,mastercard,paypal,mastreo,visa card ইত্তাদির মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন। এছাড়া যেকনো দেশী mentor এর কাছে এই ক্রেডিট পে্ করতে পারেন। এই mig33 ক্রেডিট আপনি BDT রেট এ পাবেন। ৫০usd-র বিপরীতে আপনার mig33 একাউন্টে ৩০% বোনাসসহ mig33 ক্রেডিট পৌছে যাবে। mig33 ক্রেডিট একাউন্ট এ পৌছার ২-৩ দিনের মধ্যে আপনার mig33 ID পারপল্ কালার দেখতে পাবে অন্য ইউজাররা। এই mig33 ক্রেডিট আপনি চাইলে যেকোনো mig33 ইউজার এর কাছে ৭৫%-৯০% রেটে বিক্রয় করতে পারেন। মানে ২৫% পর্যন্ত আপনি লাভ করতে পারেন। আপনার পেমেন্ট ব্যাংক একাউন্ট,f2f অথবা আপনার মোবাইলে ফ্লেক্সি-র মাধ্যমে নিতে পারেন। আর mig33 তে প্রতিদিন কয়েক হাজার BDT বিক্রয় করা কোনো ব্যাপার না। তবে এক্ষেত্রে আানাকে ১০০% সৎ থাকতে হবে। প্রথম দিকে customer কম পেলেও mig33 তে যতই পরিচিত হয়ে উঠবেন ততোই বিক্রি বেশি হবে। আর আপনার সততা এক্ষেত্রে আপনার মূল মূলধন।
আগেই বলেছি mig33 merchant হওয়ার পর-ই আপনার mig33 একাউন্ট অন্য ইউজাররা যেকনো chatroom,pvt chat অথবা group chat-এ purple কালার দেখতে পাবে। মানে আপনার mig33 ID সহজেই চেনা যাবে এবং যে কেউই বুঝতে পারবে আপনি mig33 merchant।
mig33 merchant হলে আপনি mig33 কমিউনিটি থেকে পাবেন অনেক সুবিধা যা সাধারন ইউজাররা পান না। এছাড়া আপনি যদি mig33 merchant certificate অর্জন করতে পারেন তাহলে mig33 নিজেই য়াপ্নার বিজ্ঞাপন দিবে তাদের কমিউনিটি পেইজ-এ। এবং আপনার বিজনেস প্রসারে তারাও সহায়তা করবে।
যারা সারাদিন fb/tweeter/nimbuz নিয়ে অনেক সময় নষ্ট করছেন তাদের জন্য mig33 কি community chatting এর পাশাপাশি আয়ের একটি ভালো মাধ্যম নয়? যদি হাতে সময় থাকে তাহলে এই লিঙ্কটা একটু ভিজিট করে দেখবেন।
যতোটুকু লিখেছি চেয়েছি আপনাদের কাছে ভালোভাবে ক্লিয়ার করতে। তারপরো যদি যেকোনো বিষয় বুঝতে আসুবিধা হয় তাহলে কমেন্টস এ পোস্ট করতে ভুলবেননা। আশা করছি পরের পর্বে নতুন কিছু নিয়ে আলচনা করব।
সবার জন্য রইল অনেক অনেক শুভ কামনা...
আমি Saif Shahriar Shuvo। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Hi, am SHUVO. a techlover simple guy of 19 from ctg. For anyny complain,help,advice call me 8801674233128. Catch me on fb: http://www.facebook.com/tsnipu and my mig33 id: guiterist_ctg Visit my site www.pcfreewaredownloads.blogspot.com
2005-2006 a thakte ai kam kortam :p chotobelar kahini mone koray dilen :p :p