আয় করুন mig33 থেকে [পর্ব-০১]

 

 

 

 

আসসালামুয়ালাইকুম,
আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন। প্রথম টিউন করার কিছুটা মানসিক ভীতি নিয়ে টিউন করতে বসে পরলাম। আশা করি সবাই সাহস এবং সহযগিতা দিবেন। আমার প্রথম টিউন আমি এমন একটি বিষয় নিয়ে করতে চাই যা অনেক সোস্যা্ল নেটওয়ার্ক প্রিয় বন্ধুদের সামাজিক যোগাযোগের পাশাপাশি আর্থিকভাবে লাভবান হতে সাহায্য করবে।
আজকে আমি mig33 এর Introduction নিয়ে আলচনা করব।

mig33 কি?

mig33 হল মোবাইল ভিত্তিক একটি অত্যন্ত জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট। যা দিয়ে খুব সহজেই বন্ধুদের সাতে অনলাইন যোগযোগ রাখা যায়। এর মাধ্যমে facebook,twitter,yahoo,google,msn সহ অনেক IM বন্ধুদের সাথেও সহজেই অনলাইন যোগযোগ রাখা খুব-ই সহজ। যারা facebook,tweet chat করার জন্য নানা app. ডাউনলোড করেও হাপাচ্ছেন তাদেরকে বলব শুধু একবার try করুন।

mig33 ব্যবহার করে আপনি প্রাইভেট চ্যাট এর পাশাপাশি রুম চ্যাট করতে পারেন। ২০১১ সালে মোবাইল IM-গুলোকে নিয়ে এক অনলাইন জরিপে mig33 প্রথম স্থান অর্জন করেছে। তাহলে আমরা কেন মিস করবো।

কোথা থেকে ডাউনলোড করবেন

mig33 mobile application আপনার মোবাইল/pc থেকে এর অফিসিয়াল ওয়াপ সাইট wap.mig33.com থেকে ডাউনলোড করে নিতে পারেন।
আপনাদের সুবিধার জন্য এখানে ডাউনলোডস পেইজ় এর লিঙ্ক দিলাম

http://www.mig33.com/sites/wap/wap_portal/download?

এখানে অনেকগুলো version পাবেন। mig33v4.6 আপনার মোবাইল-এ একটু স্লো হতে পারে। এক্ষেত্রে আপনি mig33v4.2 ডাউনলোড করে নিতে পারেন। আমিও v4.2 ব্যবহার করছি।
এছাড়া getjar এবং নকিয়া ইউজাররা ovi store থেকে mig33 মোবাইল এপ্লিকেশন ডাউনলোড করতে পারেন।

কিভাবে সাইন আপ/রেজিস্ট্রেশন করবেন

mig33 registration

ডাউনলোড করা mig33 মোবাইল এপ্লিকেশন থেকেই mig33 account রেজিস্ট্রেশন করতে পারেন। mig33- অফিসিয়াল সাইট http://www.mig33.com থেকেও আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন। রেজিস্ট্রেশন এর পর আপনার মোবাইল নাম্বার এ একটি এসএমএস আসবে এবং তাতে একটি authentication কোড থাকবে। প্রথম লগ ইন এ কোডটি ব্যবহার করে আপনার একাউন্ট authenticated করবেন।

এরপর ইচ্ছেমত বন্ধুদের ইনভাইট করুন আর উপভোগ করুন এর সব সুবিধা।

আজ এটুকুই...পরের পর্বে এর মাধ্যমে আয়ের কৌশল নিয়ে আলচনা করব। mig33 নিয়ে যেকোন সমাসসার সম্মুখিন হলে এখানে পোস্ট করতে পারেন। ধন্যবাদ...

mig33 homepage

Level 0

আমি Saif Shahriar Shuvo। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Hi, am SHUVO. a techlover simple guy of 19 from ctg. For anyny complain,help,advice call me 8801674233128. Catch me on fb: http://www.facebook.com/tsnipu and my mig33 id: guiterist_ctg Visit my site www.pcfreewaredownloads.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নতুন কিছু জানার অপেক্ষায় থাকলাম

সহজ , সুন্দর এবং খুব গোছানো লিখা । তবে টাইটেলের সাথে কাজেরতো মিল নেই ?

Level 0

ভালোই লিখেছেন, নতুন কিছুর অপেক্ষায় থাকলাম

tune টা কে আপনি introduction title দিলে ভাল করতেন । আপনার tune এর সাথে আয় এর কোন মিল পেলাম নাহ।

title একটু পোস্ট এর সাথে ঠিক রাখার চেষ্টা করুন , ধন্যবাদ শেয়ার করার জন্য
বাংলা টেকনোলজি http://jpiblog.tk

Level 0

আয় করার মত কিছুইতো পেলাম না, তাই লিংকটা দিলাম আয় করবেন = http://1bux1.com/?r=nazmulbd00m

    Level 0

    @MD NAZMUL: @ MD NAZMUL vai Apni ki 1bux1.com site theke payment peyesen. Peye thakle please janaben. Thanx.

      Level 0

      @Hmondol: দুই দিন হল $ 3 ডলার পাইছি । তার পর রেফার নিলাম =100

    Level 0

    @MD NAZMUL: ভাই আয়তো এম্ন কোনো জিনিস না যে চাওয়ার আগেই পাওয়া যায়! যেটা দিয়ে আয় করবো তার তো Introduction-টা দিতে দিবেন?

    Level 0

    @MD NAZMUL: ভাই আয়তো এম্ন কোনো জিনিস না যে চাওয়ার আগেই পাওয়া যায়! যেটা দিয়ে আয় করবো তার তো Introduction-টা দিতে দিবেন?

Level 0

ভাই যান আয় করার মত কিছুইতো দেখলাম না!!!তাই লিংক দিচ্ছি এখান থেকে অবস্যই আয় করতে পারবেন।http://wp.me/p1VQY6-ofD

Level 0

marchent er kotha bolle to voy paben 😀

Vai onek sondor tune. Tobe next tune theke income ar technic ta jeno shikte pari 

খুব ভালো হয়েছে টিউন টা। একটা গোছানো লেখা পড়লাম। চালিয়ে যান ভাই। সাথে আছি 🙂

    ভাই ওরে আপনি আপনি করেন কা ? এরে চিনেন নাই ? একদিন আপনার সাথে কথা বলাই দিয়েছিলাম । যাই হোক ওকি এগুলা ইটিতে পোস্ট দিতে পারবে ?@তাহের চৌধুরী (সুমন): ভাই

    Level 0

    সুমন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাহস দেয়ার জন্য! ইনশাল্লাহ পরের টিউনেই আয়ের ব্যপারে বিস্তারিত লিখব।@তাহের চৌধুরী (সুমন):

হা হা হা । সবাই আয়ের কথা বলছে তো আয়ের কথা আমার থেকেই শুনুন ।
আপনি মিগে রেজিস্টার্ড করার পর সফটওয়ার দিয়ে লগিন করুন এবং আপনার মেনুতে দেখবেন ইনভাইট ফ্রেন্ড নামে একটা অপশন আশে এখানে আপনার পরিচিত যে কোন একজনের নাম্বার দিয়ে ইনভাইট করুন এবং মিগ ঐ নাম্বারে একটা মেসেজ পাঠাবে । তো আপনি যে নাম্বারে ইনভাইট করচেন উনি যদি ঐ নামার দিয়ে মিগে এচটি একাউন্ট খুলে তা হলে আপনি আপনার একাউন্টে দশটাকা পাবেন । কিন্তু এই টাকা কিন্তু সত্যি কারের টাকা নয় ।এইটা মিগের একটা ক্রেডিট ।এভাবে আপনি যত বেশি নাম্বারে ইনভাইট করবেন এবং আপনার ইনভাইট করা নাম্বার মিগে আইডি খুল্লেই আপনি দশ টাকা পাবেন । তবে আপনি কোন নাম্বার ইনভাইট না করে কোন টাকা পাবেন না । এইটাই হলো মিগে আয়ের উপায় ।
এখন প্রশ্ন করতে পারেন এগুলাতো টাকানা তো এটা আয় কিভাবে হলো ?
হুম এগুলা টাকা না সত্যি তবে আপনি এইভাবে যদি ১০টা নাম্বার ইনভাইট করেন এবং তারা মিগে আইডি খুলে তো আপনি ১০০ টাকা পাবেন । আর এই ১০০ টাকাই আপনি অন্য একজন মিগ ইউজারে কাছে ৮০-১০০ ক্যাশ টাকায় বা মোবাইল লোডের মাধ্যমে টাকায় বিক্রি করতেন পারবেন । তবে আপনার মিগ ক্রেডিট থাকলে তা বিক্রি করার লোক প্রচুর পাবেন ।

পোস্টা অনেক বিস্তারিত কিন্তু এতো সময় নাই ।তাই সংক্ষেপে বলে দিচ্ছি কি ভাবে বেশি টাকা আয় করবেন তবে নিয়ম কিন্তু একটাই (প্লাস ৩৫০০ টাকা খরচ করে মার্সেন্ট হলে আপনি ৫০ টাকায় কিনে ১০০ টাকায় বিক্রি করতে পারবেন ) ।তো টিপ্সটা হলো আপনি আইডি ইনভাইট করবেন অথচ উনি একটা একাউন্ট খুলবেন কী না কে জানে । তাই আপনার নিকটে মানে আপনি চাইলেই মোবাইলটা আপনার হাতে পেতে পারেন এই রকম নাম্বারে ১ম ইনভাইট করেন তারপর wap.mig33.com এ গিয়ে ঐ নাম্বারে যে টাতে এখন ইনভাইট করচেন, একটা ইউজার নেম ও পাসওয়াড দিয়ে একাউন্ট খুলুন এবং সাথে সথে এ নাম্বারে একটা এসএমএস আসবে ৫ টা কোড সহ এবং তারপর এই মাত্র খোলা ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে মিগ সাইটে লগিন করুন এবং ঐ কোডটি প্রবেশ করাত তো কাজ শেষ । আপনি সাথে সাথে ১০টাকা পাবেন ।এই ভাবে তত্‍খনাত যত নাম্বার পান একাউন্ট খুলুন এবং এবং লগিন করে কোড প্রবেশ করান ।

আরো বিস্তারিত জানতে চাইলে আমাকে ফেসবুকে
http://www.facebook.com/rhidoy1
মিগে ইউজারনেম-mostafizurrahman1
ইমেল [email protected]
ধন্যবাদ সবাইকে ।

শুভ পাই আমার এই নিয়ে টিউন করার কোন আগ্রহ নাই । তবে সবার আগ্রহ দেখে কিছুটা উসাহিত করলাম এর যা । পোস্ট অনেক কষ্ট করে করছি ডিলেট করবেনা ।কষ্টের জন্য কোন পোস্টই করিনা ।

Level 0

শুভ ভাই এবং হৃদয় ভাই এই মিগ ২০০৭ সাল থেকে ব্যবহার করছি। আমার মনে হয় হৃদয় ভাই একটু ভুল তথ্য দিয়েছেন। তাহলো মিগ-৩৩ ১০ টাকা দেয় না তাদের হিসাব অষ্ট্রেলিয়ান ডলারে। প্রথমে এক ডলার করে দিত। তারপর বাংলাদেশের জন্য মাঝে এটি বন্ধ করে দিয়েছিল। ২০১০ সালের পর থেকে আমি পুরোপুরি মিগ ব্যবহার বাদ দিয়েছি। এখন অবশ্য তথ্য জানিনা এটি বাংলাদেশে একাউন্ট করা যাবে কিনা। এক সময় প্রচুর মিগ ক্রেডিট আয় করেছি। এখনকি বাংলাদেশে ব্যবহার করা যায় দয়া করে জানাবেন।

মো. সানোয়ার হাসান দিপু

    Level 0

    @hasandipu: হম্ হৃদয় ভাই একটু ভুল তথ্য দিয়েছেন। জি ভাই এখনো করা যায়। আয় নিয়ে বিস্তারিত পরের টিউনেই পেয়ে যাবেন।

    ভাই ২০০৭ সাল আর ২০১১ সালের মধ্যে অধেক পার্থক্য ।
    আপনার কথা ঠিকনা মিগে অফিসিয়াল কখনো আস্টেলিয়ান ডলারে লেনদেন হয়না তা ইউএস ডলারে হয় । আর প্রতিটা দেশেই সে দেশের টাকার মাধ্যমে ইউজারের একাউন্ট পরিচালনা করা হয় । মিগে আপনি একটা একাউন্ট রিপারেল করে .১২ ইউএস ডলার পাবেন যা আপনার একাউন্টে এসে ৯ + বিডিটি মানে বাংলাদেশি টাকা হবে (যা নির্ভর করে ডলারের মূল্যের উপরে)।ধরুন মিগ আপনাকে ১ ইউএস ডলার গিফ্ট করল যা আপনার একাউন্টে আসলে ৭৪ BDT বাংলাদেশি টাকা হবে ।
    আর হে এখনো বাংলাদেশে মিগ ব্যবহার করা যায় এবং সবাই মিগই ব্যবহার করছে ।
    তবে মিগে কিছু প্রবলেম আছে আশা করি শুভ ভাই তা তুলে ধরবেন তাই আমি আর কিছু বলবো না ।

Level 0

শুভ ভাই তারাতারি লিখেন আমার আর তর সইছে না। আর হৃদয় ভাই কাজটা ভাল করে নাই।আগে সব মজা নষ্ট করে দিসে।দারুন পোস্ট।

    Level 0

    ভাই একটু পরেই পেয়ে যাবেন পরের পর্ব। অপেক্ষা করার জন্য ধন্যবাদ@blu3ros3:

Level 0

ধন্যবাদ শুভ ভাই। হৃদয় ভাই হয়তো আমার কোথাও মিসটেক হতে পারে। আশাকরি বর্তমানে মিগ এর বিস্তারিত জানতে পারবো। ধন্যবাদ।

Level 0

চমত্কার হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

merchant der 70-72% a kintra hoi.so merchant change kore dia mentor likha ta e better.basic ta janar age merchnt nia discussion na kora aro bttr