টেকটিউনস আবারো আগের মত স্বাভাবিক হয়েছে

আমরা বহুদিন ধরে টেকটিউনসে ঢুকতে পারসিলাম না । কিন্তু আজ থেকে টেকটিউনস স্বাভাবিক হয়েছে আমি ঢুকে এর সত্যতা নিশ্চিত করেছি । যাই হোক আশা করি খবরটা শুনে সবাই খুশি হবেন । এখন সবাই আগের মত mozilla , opere, google crome, Internet Explorer অন্যান্য সকল ব্রাউজার দিয়ে টেকটিউনসে ঢুকতে পারবেন । আবার স্বাভাবিক আগের মত সুন্দর সুন্দর টিউন করে টেকটউনসকে সজীব রাখবেন । আশা করি সকলকে আবার একসাথে ফিরে পাব । সকলকে ধন্যবাদ.......

সূত্রঃ ওমর ফারুক [email protected]

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যে ঘটনাই ঘটুক, টেকটিউনসকে আবার ফিরে পাওয়ায় আমি অনেক খুশি । টেকটিউনস ছাড়া ইনটারনেট ভালো লাগে না । লোটাস ভাই , আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

ভাই এবার আমরা ঢুকতে পারছি না যে??? তিন চার বার করে লগ ইন করার পর ঢুকতে পারছি।

টেকটিউনস দেখতে পাচ্ছি গতকাল থেকে। কিন্তু আমি আরেকটি ওয়েবসাইট দেখতে পাচ্ছি না। অপেরা দিয়েও না। কারও কাছে সমাধান থাকলে জানাবেন প্লিজ!

এড্রেস : http://www.comillaweb.com

Level 0

পান্থ বিহোস ভাই আমি আপনার ওয়েবসাইটে ঢুকলাম আমার কিন্তু কোন সমস্যা হচ্ছে না ।