স্পেস এ ইন্টারেনট ভাইরাস

কম্পিউটার ভাইরাসের দৌড় এখন স্পেস ষ্টেশন পযর্ন্ত। শুধু তাই না হ্যাকাররাও এখন স্পেসএ আক্রমন চালাতে পারে বলে ধারনা করা হচ্ছে। তাই কম্পিউটার ব্যাবহারকারীদের আরও সতর্ক হওয়া উচিৎ এসব শক্তিশালী ভাইরাস সম্পর্কে। ( ব্যাড বয় সালমান )

Level 0

আমি Clock Speed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 262 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Clock Speed A Simple Naughty Human.... Friends R My Life.. I Love Technology Also


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এটা কী লেখলেন?

    Level 0

    @শফিউল: কী ভাই,পুদিনা পাতার টিউনটাতো দেখি delete হয়ে গেছে। আপনাকে আমি কী বললাম আর আপনি আমায় কী বললেন???
    তোর বাপ দালাল, হারামজাদা

Level 0

শফিউল ভাই কি লিখলাম ?? সামথিং রং.. মানে খারাপ কিছু তো লিখিনি। আর আজই প্রথম লিখলাম। যাইহোক আপনি কিছু একটা কমেন্ট করছেন ভালো লাগছে।

টাইটেল টা ভাল কিন্তু কোন ইনফরমেশন পেলাম না। যা হোক টেকটিউনসে আপনাকে স্বাগতম।

ইনফরমেশানের বড়ই আকাল ….. আশা করি নতুনদের টিউনগুলো ও ধীরে ধীরে সমৃদ্ধ হয়ে উঠবে।
আপনাকে টেকটিউনসে স্বাগতম

এটা কী ভাই????

সত্যিকারের ছোট টিউনস।

Level 0

আমি ছোট্ট মানুষ একটু দেখেন না… কিছু দিনের মধ্যে আমিও ঠিকই অনেক তথ্য নিয়ে হাজির হব। এই সালমান কি এমনি এমনি ব্যাড বয়……

আমরাও সেটাই আশা করছি। আর আপনাকে আমার মতই প্রযুক্তি পাগল পাগল মনে হচ্ছে। জমবে মনে হয়..

Level 0

বেডবয় আপনাকে স্বাগতম।

আপনি কী বেসিক্যালি ব্যাড বয়?

আলহামদুলিল্লাহ ব্যাড বয় বাংলা হয়ে গেছে। শফিউল ভাই ঠিকই বলছেন জমবে ভালো। আর হালিম ভাই আমি [ বেডবয় ] না আমি ব্যাড বয়। [ বেডবয় ] তো যে সারাদিন মনে হয় বিছানায় থাকে ঘুমায়। হে হে ** মেহেদি ভাই আমি ব্যাসিক্যালি ব্যাড বয় ( দুষ্ট ছেলে ), হা সেটা বলতে পারেন। আসলে হইছে কি আমি অনেক অনেক দুষ্ট তো তাই আমার বন্ধুরা আমাকে টাইটেল দিছে { ব্যাড বয় } তাই আমি হয়ে গেলাম সালমান দ্যা ব্যাড বয়। আমি দুষ্ট হলেও আমি ফাউল ছেলে না। আপনারা আমাকে ভদ্র এবং ধৈর্যশীল ছেলে হিসাবে পাবেন। আর ভুল আমি করতে পারি আপনারা যদি সেই ভুল ধরিয়ে দেন শিখিয়ে দেন তো আমি খুব খুশি হব। আফটার অল আপনারা তো আমার বড় ভাই-এর মত তাই না ??? আমার জন্য দোয়া করেবন এখন তো রমজান মাস। আমি নেটে / ওয়েবে বাংলা লিখে অনেক মজা পাচ্ছি বিশেষ করে ইউনিবিজয়ে। একদম মনের মত লেখা যেভাবে উচ্চারন করি সেভাবেই লিখছি…… কি মজা না মেহেদি ভাই??? আমি এমন কিবোর্ডই খুজেছি। দূর অনেক ফাও প্যঁচাল করে ফেললাম !!! আজ আল্লাহ হাফেজ !!

বেড বয় দেখি বেড ছেড়ে উঠে গেল …… তোমাকে স্বাগতম ব্যাড বয়

ব্যাড ভাইয়ের ছবিটা তো একদম হিরো হিরো…..

হ্যালো — টিনটিন — আবারও আপনি ভুল আমি বেড বয় না ব্যাড বয় আর আমি বেড ছেড়ে উঠবো কি আমি বেডে ঘুমাইনা আর ঘুমাই খুব কম। আচ্ছা টিনটিন আপনার নাম কি? আর দিপ্ত ভাই আমি কিন্তু শুধু ব্যাড বয় না আমার একটা নাম আছে ( সালমান ) — আর আমারে হিরো বলে লজ্জা দিবেন না। হিরো বলবেন সেইদিন যেদিন আমি একটা সম্পূর্ণ বাংলায় একটা উইন্ডো বানাতে পারবো। এইটাই আমার স্বপ্ন।

কি মিয়া কই গেছেন? সোহান ভাই তো আপনারে খোজবার লাগছে https://www.techtunes.io/techtunes-labs/tune-id/854/#comment-1536

শফিউল ভাই আমার তো প্রচন্ড টাইফয়েড জ্বর চলছে। আর আমি পালাবো না। জ্বরটা একটু ভালো হলেই আসবো ফিরে। আর সোহান ভাই খোঁজে কেন ? মাইর – টাইর দিবো নাকি। দোয়া করবেন যাতে দ্রুত ভালো হইতে পারি জ্বর থেকে। আল্লাহ হাফেজ।

Level 0

শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ……..