একটি প্রস্তাব ও সবার দৃষ্টি আকর্ষণ।

সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমার দৃষ্টিতে, সকল বাংলা ভাষা ভাষীদের জন্য গুরুত্ব পূর্ন একটি বিষয়ে প্রস্তাব করবো। যদিও বিরক্তিকর একটি লেখা পড়তে হছে সবাইকে। অনুরোধ থাকবে, আমার প্রস্তাবটি একটু গুরুত্ব দিয়ে বিবেচনা করলে, বাংলা ভাষা ভাষীদের অনেক উপকারে আসবে। সাথেসাথে বাংলা ভাষার জন্য তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আরো একটু অগ্রসর হওয়ার সুযোগ হবে।

প্রস্তাব প্রসঙ্ঘ, গুগল অনুবাদ (Translation). পৃ্থিবীর সবচাইতে শক্তি শালী সার্চ ইঞ্জিন গুগল। তাই আমার প্রস্তাবটি গুগল এর মাধ্যমে বাস্তবায়ন করাগেলে বিশ্ব জুড়ে বাংলা ভাষার প্রসার ঘটবে। গুগলের অনুবাদ তালিকায় বেশ কিছু ভাষা থাকলেও, সরাসরি বাংলা ভাষা নাই। গুগলের অনুবাদের (Translation) এর তালিকায় সরাসরি বাংলা ভাষা যুক্ত করার প্রস্তাব।

google 

মূল কথাটি হলোঃ আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি এবং বিভিন্ন ফোরামে বিচরন করি, তারা সকলে যদি আলাদা আলাদা ভাবে গুগলের নিকট আবেদন করি যে, গুগলের অনুবাদ (Translation) এ বাংলা যুক্ত করার তাহলে কেমন হয়? যেমনঃ- বাংলা টু ইংরেজি, ইংরেজি টু বাংলা দুই ভাবে। তাহলে আমার মনে হয়, কয়েক মিলিয়ন আবেদন পড়বে। যদি তাই হয়, তাহলে গুগল এই অনুবাদ সংযুক্ত করতে আগ্রহী হবে বলে আমার ধারনা। আর গুগল দ্বারা এই সংযুক্তি করানো গেলে, বাংলা ভাষার জন্য অনেক বড় একটি পাওনা হবে বটে। তাই অনুরোধ থাকবে যে, আমার প্রস্তাবটি সবাই গুরুত্বে সাথে বিবেচনায় নিয়ে বাংলা ভাষা, আমাদে মায়ের ভাষার জন্য একটু সময় ব্যায় করলে তেমন কোন ক্ষতি হবেনা। তবে কোথায় কি ভাবে আবেদন করতে হবে তা আগে জেনেনিতে হবে। এ ব্যাপারে অভিঞ্জরা এগিয়ে আসতে পারেন।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

বিঃদ্রঃ “শ্যমলাবাংলা” একটি কৃ্ষি বিষয়ক সাইট, এই সইটের জন্য কৃ্ষি বিষয়ক লেখা আহব্বান করছি। কৃ্ষি বিষয়ক যে কোন লেখা সরাসরি এখানে পোষ্ট করতে পারেন। http://sbangla.yolasite.com

Level 0

আমি Nurjahan (বাংলার বউ)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 1615 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে তো কেউ জেনে যাবে .... http://sbangla.yolasite.com Nurjahan (বাংলার বউ) From DAMASCUS


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার প্রস্তাবটা একদম খারাপ না।

ভাল প্রস্তাব………..

Level 2

নুরজাহান প্রথমেই আপনাকে ধন্যবাদ এই বিশেষ গুরুত্বপূর্ণ উদ্দ্যোগের জন্য। আসলে আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে যে কোন কাজ অতি সহজেই সমাধা করতে পারি । চাই শুধু একাগ্রতা আর আন্তরিকতা । পৃথিবীর সমস্ত ভাষাভাষীর হিসাব অনুযায়ী বাংলা স্থান চতুর্থ ( যদি আমার হিসাবে ভুল না হয়)। অথচ শুধুমাত্র দারিদ্রতার কারণে তথ্যপ্রবাহের এই যুগেও আমাদের এই বাংলা ভাষার কোথাও কোন স্থান নেই। কিন্তু মায়ানমার (বার্মা) এর অতি ক্ষুদ্র জনগোষ্ঠী রাখাইনদের ভাষাও সব অন্ধকার ভেদ করে আধুনিক যুগের সব জায়গায় নিজের স্থান করে নিয়েছে । আর এখানে আমাদের এই ব্যর্থতার দায়ভার শুধুমাত্র ব্যক্তি বিশেষের কি ? নাকি আমাদের রাষ্ট্র ক্ষমতা যারা কুক্ষিগত করে বসে আছে তাদের উপর বর্তায় ? আমার মানে আমাদের এই জিজ্ঞাসা বাংলা ভাষাভাষী সবার কাছে ।

টেকটিউনস পরিবারের সবাইকে ধন্যবাদ । সবার কাছ থেকে মন্তব্য আশা করছি ।

মোহাম্মদ রেজাউল করিম মনি
জেদ্দা ,সৌদি আরব ।
[email protected]

Level 2

আর হ্যাঁ নুরজাহান , আমি আপনার শ্যামল বাংল ওয়েব সাইটটি দেখেছি । খুব সুন্দর এবং ভাল লেগেছে । কিন্তু একটা ব্যাপার আমাকে হতাশ করেছে , সেটা হচ্ছে আপনার সাইটের কোন বাংলা লেখাই আমি পড়তে পারিনি । এদিকে একটু বিশেষ নজর দিবেন আশা করছি। তবুও ধন্যবাদ আপনার ভাল উদ্দোগের জন্য ।

মোহাম্মদ রেজাউল করিম মনি
জেদ্দা ,সৌদি আরব ।

[email protected]

ভাই আবেদন করব কি ভাবে?

ভাই আবেদনের প্রসেস টা জানাবেন? খুব ভাল প্রস্তাব ভাইয়া।

Level 0

ধন্যবাদ নুরজাহান কে। প্রস্তাবটি নিঃসন্দেহে সময়োপজোগী। এ ব্যাপারে আমরা সবাই যদি সচেতন হই তবে কাজটি করা সম্ভব।
আপনারা কি বলেন???

সহমত।

Level 0

ধন্যবাদ সকল মন্তব দাতাকে। অতি দুঃখে সাথে বলতে হচ্ছে যে, আরে ভাই; আমি নিজেই জানিনা কি ভাবে কি করতে হবে। আমার মাথায় এই ধারনা আসার পর, আমি সবার সাথে সেয়ার করলাম মাত্র। যারা জানেন তাদেরকে এগিয়ে আসতে হবে। তার পর আমরা যারা আছি তারা সহযোগিতা করব। আমরা সবাই জানি কি ভাবা বাংলা ভাষাকে আন্তরজাতিক মাতৃভাষার স্বীকৃ্তি দেওয়া হল। তাহলে এটা সম্ভব নয় কেন? এখন দরকার, যারাজানে তাদের উপদেশ। প্রশ্ন হলো কেও কি নেই এব্যাপারে এগিয়ে আসবান? অবশ্য আমি বেশ কিছু ফোরামে এই পোষ্ট টি দিয়েছি, যদি কোন রাস্তা বেরিয়ে আসে তাহলে জানিয়ে দিব। আর সবার নিকট অনুরোধ, দয়াকরে খারাপ মন্তব করবেন না Please.