সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমার দৃষ্টিতে, সকল বাংলা ভাষা ভাষীদের জন্য গুরুত্ব পূর্ন একটি বিষয়ে প্রস্তাব করবো। যদিও বিরক্তিকর একটি লেখা পড়তে হছে সবাইকে। অনুরোধ থাকবে, আমার প্রস্তাবটি একটু গুরুত্ব দিয়ে বিবেচনা করলে, বাংলা ভাষা ভাষীদের অনেক উপকারে আসবে। সাথেসাথে বাংলা ভাষার জন্য তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আরো একটু অগ্রসর হওয়ার সুযোগ হবে।
প্রস্তাব প্রসঙ্ঘ, গুগল অনুবাদ (Translation). পৃ্থিবীর সবচাইতে শক্তি শালী সার্চ ইঞ্জিন গুগল। তাই আমার প্রস্তাবটি গুগল এর মাধ্যমে বাস্তবায়ন করাগেলে বিশ্ব জুড়ে বাংলা ভাষার প্রসার ঘটবে। গুগলের অনুবাদ তালিকায় বেশ কিছু ভাষা থাকলেও, সরাসরি বাংলা ভাষা নাই। গুগলের অনুবাদের (Translation) এর তালিকায় সরাসরি বাংলা ভাষা যুক্ত করার প্রস্তাব।
মূল কথাটি হলোঃ আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি এবং বিভিন্ন ফোরামে বিচরন করি, তারা সকলে যদি আলাদা আলাদা ভাবে গুগলের নিকট আবেদন করি যে, গুগলের অনুবাদ (Translation) এ বাংলা যুক্ত করার তাহলে কেমন হয়? যেমনঃ- বাংলা টু ইংরেজি, ইংরেজি টু বাংলা দুই ভাবে। তাহলে আমার মনে হয়, কয়েক মিলিয়ন আবেদন পড়বে। যদি তাই হয়, তাহলে গুগল এই অনুবাদ সংযুক্ত করতে আগ্রহী হবে বলে আমার ধারনা। আর গুগল দ্বারা এই সংযুক্তি করানো গেলে, বাংলা ভাষার জন্য অনেক বড় একটি পাওনা হবে বটে। তাই অনুরোধ থাকবে যে, আমার প্রস্তাবটি সবাই গুরুত্বে সাথে বিবেচনায় নিয়ে বাংলা ভাষা, আমাদে মায়ের ভাষার জন্য একটু সময় ব্যায় করলে তেমন কোন ক্ষতি হবেনা। তবে কোথায় কি ভাবে আবেদন করতে হবে তা আগে জেনেনিতে হবে। এ ব্যাপারে অভিঞ্জরা এগিয়ে আসতে পারেন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
বিঃদ্রঃ “শ্যমলাবাংলা” একটি কৃ্ষি বিষয়ক সাইট, এই সইটের জন্য কৃ্ষি বিষয়ক লেখা আহব্বান করছি। কৃ্ষি বিষয়ক যে কোন লেখা সরাসরি এখানে পোষ্ট করতে পারেন। http://sbangla.yolasite.com
আমি Nurjahan (বাংলার বউ)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 1615 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে তো কেউ জেনে যাবে .... http://sbangla.yolasite.com Nurjahan (বাংলার বউ) From DAMASCUS
আপনার প্রস্তাবটা একদম খারাপ না।