Google সম্পকে একটা কথা প্রচলিত আছে যে "Google knows every thing."
কিন্তু অনেকের কাছেই Google-এ search করাটা বিরক্তকর।আবার অনেকে বলে তারা Google-এ search দিলে সঠিক জিনিস খুজে পায় না বা তাদের কাছে টাকা চায়।
আজকে আমি আপনাদের Google-এ search করার বেশ কিছু Tips & Tricks দিব যার সাহাযে আপনি সহজেই Google থেকে কোন কিছু খুজে পাবেন।
প্রথমে আপনাদের সাথে একটা software share করলাম যার সাহায্য খুব সহজেই আপনি Google এর data base থেকে আপনার পছন্দের file download করতে পারবেন।
Google Hacks
এবার আসি Google tips & tricks এ
১| সর্বোত্তম পথ Google এর Advance Search এর মাধমে অনুসন্ধান করা।
২| যদি কোন web site block / off হযে যায় তা হলেও আপনি সেই site দেখতে পারবেন।আপনার জন্য Google সেই ব্যাবস্থা করে রেখেছে। মনে করুন আপনি টেকটিউনস open করতে পারছেন না, তখন Google এ search দিন এই নিযমে- "cache:techtunes.io"
৩| স্থানীয সময দেখুনঃ লিখুন "what time is it dinajpur, bangladesh"। আপনি যেখানের সময় জানতে চান dinajpur, bangladesh এর জায়গায় তার নাম লিখুন।
৪| বিমানবন্দরে বিমানের অবস্থা জানতেঃ Google সন্ধান বক্সে এয়ারলাইন ও ফ্লাইট নম্বর টাইপ করুন তা হলেই আপনি বিমানের সময় জানটে পারবেন।
৫| ফাইল অনুসন্ধানের জন্যঃ লিখুন "c++ filetype:pdf"। আপনি যে fill-টি পেতে চান c++ এর জায়গায় তার নাম লিখুন।
৬| Google ক্যালকুলেটর:আপনি যা গননা করতে চান তা Google সন্ধান বক্সে লিখুন।
৭| কোন বিষয়ের software এর জন্যঃ ধরুন আপনি Anti virus software খুজছেন, তা হলে লিখুন "anti-virus software"।
৮| যে কোন একটি format সিনেমা খুজতেঃ ধুরুন আপনি cars 2 movie টা xvid format এ খুজতে চাছেন, লিখুন "cars 2-movie xvid"।
৯| ~ ব্যবহার: শুধুমাত্র নির্দিষ্ট কোন বিষযে কিছু খুজতে লিখুন "debian installation ~tutorial"।debian installation এর জায়গায় আপনি যা চাছেন তারপওর ~ , তারপর tutorial এর জায়গায় আপনি যে বিষযটা খুজতে চাছেন।
১০| একক রূপান্তরের গুগল ব্যবহার:যে কোন একক রূপান্তরে লিখুন "hour in minutes".
১১| স্থানীয় আবহাওয়ার সনাক্ত: স্থানীয়আবহাওযা জানটে লিখুন "weather dinjpur, bangladesh". dingjpur, bangladesh এর জায়গায় আপনি যে জায়গার আবহাওযা জানতে চান তা লিখুন।
আমি Sazal siddiqui। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তুমি যদি প্রতিটি দিনকেই তোমার জীবনের শেষ দিন ভাব, তাহলে একদিন তুমি সত্যি সত্যিই সঠিক হবে
Ami onek din theke itunes account hack kivabe kore jante chestha korchi parchi na, apni jevabe bolchen sevabe chestha korechi kono kaj hoy ni. kivabe apple itunes account hack kore janale osesh upokrito hobo…………………..Eai sundor share er jonno thanks……………………..