অনলাইনে সরাসরি সম্প্রসার করা যায় এমন কিছু অনেকদিন দরে খুজছিলাম। অবশেষে আজ বিকাল বেলা
খোজ পেলাম তেমন একটি সাইট। যেখানে ফ্রিতে একাউন্ট করে সারাসরি অনলাইনে সম্প্রসার করা যায়। সরাসরি সম্প্রসার করতে তেমন কিছুর প্রযোজন হয় না। শুধু প্রযোজন একটি ক্যামেরা এবং ইন্টারনেট সংযোগ। বেস আসুন তাহলে শুরু করি।
প্রথমে এই সাইটে যান।
তার পর মাত্র ৬ ধাপে আপনার সম্পাদনা শেষ করুন।
ধাপ ১। সাইন আপ অপশনে ক্লিক করে একটি একাউন্ট করুন।
ধাপ ২। এখন আপনার ক্যামেরার প্লাগ সংযোগ দিন।
ধাপ ৩। Login করুন এবং একটি চ্যানেল খুলুন।
ধাপ ৪। আপনার পচন্দের চ্যানেলের নাম দিন এবং ক্যাটাগরি নির্বাচন করুন।
ধাপ ৫। সরাসরি সম্প্রসারের জন্য আপনা ক্যামেরা বা ওয়েব ক্যামেরার অনুমতি চাইবে।
ধাপ ৬। এখন আপনি Start Broadcast ক্লিক করলেই সারাসরি সম্প্রসার শুরু হবে।
আপনি চাইলে এটি আপনার সে কোন সাইট বা ব্লগে লিংক বা এমবেড কোড ব্যবহার করে শেয়ার করতে পারবেন।
ওহ, আর একটা কথা, সাথে রেকর্ড করতে ভুলবেন না। রেকর্ড করতে Start Record অপশনে ক্লিক করুন। কারন, না হয় পরবর্তী সম্প্রসার এবং হাইলাইট
করতে পারেন না। সবাইকে ধন্যবাদ ভাল থাকবে।
আমি BD969। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 62 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুন জিনিস তো কালকে চেস্টা করব।ভাল লেগেছে।