আমরা অনেক সফটওয়ার ঘাটাঘাটি করেছি রিয়েল আইপিকে চেন্জ করার জন্য কিন্তু কোনটাই তেমন ভাল একটা ফলাফল পাওয়া যায়নি । এখন আমার পরীক্ষিত সফটওয়ার দিয়ে এই কাজটি খুব সহজেই করা যায় ।
সফটওয়ারটির নাম Hide My Ip 2009 । তবে এদের অনেক ভার্সন আছে যা কাজ করে না । তবে এটা খুব ভাল কাজ করে । নতুবা একবার ট্রাই করেই দেখুন । এখান থেকে সফটওয়ারটা ডাউনলোড করতে পারবেন । আর রিয়েল আইপি হাইড হয়েছে কি না অন্য কোন ওয়েব সাইটে গিয়ে দেখুন বা রেপিডশেয়ার যখন আইপি ধরে তখন একবার ট্রাই করে দেখুন । আশা করি এবার খুশি হবেন ।
সফটওয়ারটার অনেক সিরিয়াল পেয়েছি কিন্তু একটাও কাজ করেনি । তাই সিরিয়াল ছাড়াই চালাতে হবে । তবে কারও কাছে থাকলে দয়া করে জানাবেন ।
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
Thanx Lotas vai……..
ai soft ta nie tune korar jonne……..
ai soft ip change korate oshadaron kaj dei!….
ami ai soft tar 30ta serial paisilam!…………..bt 1tao kaje ashe nai! 🙁
……..