আমার প্রথম টিউন করলাম আজ | কিভাবে ইংলিশ লেখা বাংলা করা যায় সেটা নিচের টুলটা ব্যবহার করলেই দেখতে পাবেন. যারা বাংলা লিখতে পারেননা তাদের জন্য এটা খুব সাহায্য করবে | নিচের ছবির মত করে ইংলিশ এ বাংলা লিখে যান আমার মত করে দেখবেন আপনা আপনিই বাংলা হয়ে গেছে | যদি কোনো বানান ভুল হয়ে যায় তাহলে back space দিলে বানান সংশোধন করার অপশন দিবে drop down লিস্ট নিচের ছবির মত | বানান ঠিক মত লেখার জন্য আপনি ইচ্ছা মত বাংলার কাছাকাছি স্পেল্লিং এ লিখুন, যদি তা ভুল হয় তারপরও | একবার না একবার ঠিক হবেই | এটি একটি স্লো প্রক্রিয়া কিন্তু হেল্পফুল |
Link: http://www.google.com/transliterate/indic/Bengali
যারা সরাসরি ইংলিশ থেকে বাংলা অনুবাদ করতে চান তারা নিচের লিঙ্ক এ যেয়ে যে কোনো ইংলিশ লেখা কপি পেস্ট করে translate বাটন এ ক্লিক করলেই মজা দেখতে পাবেন | যদিও অনুবাদ খুব একটা গোছানো নয় তারপর ও আপনি কাজ চালাতে পারবেন আশাকরি | যারা এই টুলটি তৈরী করেছেন তাদের প্রতি রইলো আমার বিনম্র শ্রদ্ধা | তারা এই টুলটিকে আরো অনেক উচুতে নিয়ে যাবেন এই কামনা করি |
Link: http://bengalinux.sourceforge.net/cgi-bin/anubadok/index.pl
সবশেষে একটা লিঙ্ক দিব (এখানে ক্লিক করুন) যেখানে আপনি অনেক কাজের software মাত্র এক ক্লিককে download করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই ফ্রীতে | এখানে মোটামুটি সবই ডেমো ভার্সন | কিন্তু কাজের কথা হলো অনেক paid software এর ডেমো পাবেন ফ্রীতে, যা কিনতে অনেক টাকা লাগে |একবার ভিজিট করেই দেখুননা, কোনো software হয়ত অনেক দিন ধরে খুজছেন কিন্তু এখনো পাননি যা এখানে পেয়ে যেতে পারেন | আর একটা কথা, techtunes থেকে অনেক কিছু শিখেছি তাই আজ কিছু একটা লেখার ইচ্ছা হলো | যদি ভালো লাগে আপনাদের তাহলে হয়ত আবার কষ্ট করে লিখব | কষ্ট করে লিখব এই জন্য বলছি যে আজকের লেখাটা আমি উপরের transliterator দিয়ে লিখেছি বাংলা লিখতে পারিনা তাই | দোয়া করবেন যেন তাড়াতাড়ি বাংলা শিখে এই লজ্জা ঘোচাতে পারি |
আমি গোধুলী আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 101 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thank you.