দু একটি দরকারি লিঙ্ক


আমার প্রথম টিউন করলাম আজ |  কিভাবে ইংলিশ লেখা বাংলা করা যায় সেটা নিচের টুলটা ব্যবহার করলেই দেখতে পাবেন. যারা বাংলা লিখতে পারেননা তাদের জন্য এটা খুব সাহায্য করবে | নিচের ছবির মত করে ইংলিশ এ বাংলা লিখে যান আমার মত করে দেখবেন আপনা আপনিই বাংলা হয়ে গেছে | যদি কোনো বানান ভুল হয়ে যায় তাহলে back  space  দিলে বানান সংশোধন করার অপশন দিবে drop  down  লিস্ট নিচের ছবির মত | বানান ঠিক মত লেখার জন্য আপনি ইচ্ছা মত বাংলার কাছাকাছি স্পেল্লিং এ লিখুন, যদি তা ভুল হয় তারপরও | একবার না একবার ঠিক হবেই | এটি একটি স্লো প্রক্রিয়া কিন্তু হেল্পফুল |

Link: http://www.google.com/transliterate/indic/Bengali

যারা সরাসরি ইংলিশ থেকে বাংলা অনুবাদ করতে চান তারা নিচের লিঙ্ক এ যেয়ে যে কোনো ইংলিশ লেখা কপি পেস্ট করে translate বাটন এ ক্লিক করলেই মজা দেখতে পাবেন | যদিও অনুবাদ খুব একটা গোছানো নয় তারপর ও আপনি কাজ চালাতে পারবেন আশাকরি | যারা এই টুলটি তৈরী করেছেন তাদের প্রতি রইলো আমার বিনম্র শ্রদ্ধা | তারা এই টুলটিকে আরো অনেক উচুতে নিয়ে যাবেন এই কামনা করি |

Link: http://bengalinux.sourceforge.net/cgi-bin/anubadok/index.pl

সবশেষে একটা লিঙ্ক দিব (এখানে ক্লিক করুন) যেখানে আপনি অনেক কাজের software মাত্র এক ক্লিককে download করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই ফ্রীতে  | এখানে মোটামুটি সবই ডেমো ভার্সন | কিন্তু কাজের কথা হলো অনেক paid software  এর ডেমো পাবেন ফ্রীতে,  যা কিনতে অনেক টাকা লাগে |একবার ভিজিট করেই দেখুননা,  কোনো software হয়ত অনেক দিন ধরে খুজছেন কিন্তু এখনো পাননি যা এখানে পেয়ে যেতে পারেন | আর একটা কথা, techtunes  থেকে অনেক কিছু শিখেছি তাই আজ কিছু একটা লেখার ইচ্ছা হলো | যদি ভালো লাগে আপনাদের  তাহলে হয়ত আবার কষ্ট করে লিখব | কষ্ট করে লিখব এই জন্য বলছি যে আজকের লেখাটা আমি উপরের transliterator দিয়ে লিখেছি বাংলা লিখতে পারিনা তাই | দোয়া করবেন যেন তাড়াতাড়ি বাংলা শিখে এই লজ্জা ঘোচাতে পারি |

Level 0

আমি গোধুলী আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 101 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনাকেও ধন্যবাদ

Level 0

khub shundor hoeachhe tune ta, apnar prothom tune e ovinondon bro

@learner: আপনাকেও ধন্যবাদ

ভাই অ…………………………………নে…………………………ক পুরনো জিনিস

@সোহাগ: আপনি অনেক আগে থেকে জানতেন শুনে ভালো লাগছে | সবগুলোই এত পুরানো তা জানতামনা | যারা জানেনা তাদের জন্য শেয়ার করলাম আরকি | ধন্যবাদ পড়ার জন্য

প্রথম টিউনের জন্য অভিনন্দন

আপনাকে স্বাগতম।

@sms shorted and আবদুল বাকী: আপনাদের দুজনকেও অনেক অনেক ধন্যবাদ পড়ার ও কমেন্ট করার জন্য

গোধুলি আকাশ, ভাই, কিছু লোক এখানে আছে, যারা নেগেটিভ মন্তব্য করে নিজেদের জাতে তুলতে চায়, যেন তারা কত বোদ্ধা!! আমার একটা অনুরোধ, আসুন পজেটিভ মন্তব্য করতে শিখি। একটা কথাকে তো অনেকভাবেই বলা যায়। শুধুমাত্র এই ধরনের মন্তব্য দেখে অনেকেই টিউন করতে সাহস পান না, যার ছাপ প্রায় প্রত্যেক নতুন টিউনকারীর টিউনের মধ্যে পাওয়া যায়। আর এভাবে যে আমরা কত ভালো জিনিস থেকে বঞ্চিত হচ্ছি, কে জানে!! সকল গঠনমূলক মন্তব্যকারীকে আমার সশ্রদ্ধ সালাম ও অভিনন্দন।
গোধুলি আকাশ, আপনি এগিয়ে যান।

তায়ফুর রহমান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য | আসলে আমি কিছু মনে করিনি | আমার মাথায় ছিল যে কিছু লোকতো আগে থেকে জানবেই কিন্তু আমি লিখেছি যারা জানেনা তাদের জন্য | আপনি ঠিকই বলেছেন অনেকেই বাজে মন্তব্যকে ভয় পায় এবং লেখেনা | এতে করে আমাদের নিজেদেরই জানার ঘাটতি থেকে যাচ্ছে | যারা ইন্টারনেট এ অনেক দিনধরে আছে (techtunes এর প্রতিদিনের ভিজিটরের সংখ্যা ৫০০০ এর উপরে) তারা সবাই স্পেশাল কিছু না কিছু জানে, হতেপারে তা খুবই সাধারণ কোনো টেকনিক, সবাই যদি সেগুলো এখানে শেয়ার করে তাহলে আমরা অনেক কিছু শিখতে পারব | সত্যি বলছি এখানে অনেক পোস্টের কমেন্ট এ দেখেছি যে অনেকেই অনেক কিছু জানে কিন্তু আমি জানিনা, যা আমার খুব কাজে লেগেছে | তাই তায়ফুর ভাইয়ের সাথে আমিও techtunes এর সব পাঠক – সবাইকে এখানে লিখতে অনুরোধ করব |

Level 0

Thank you for this post.

Level 0

ভাইয়া আপনাকে অনেক শুভেচ্ছা৷
কম্পিউটারে বাংলা লিখার জন্ন আপনি Microsoft এর indic language input tool টা use করে দেখতে পারেন আমার মনে হয় আপনার ভালই লাগবে৷ Google এ অনুসন্ধান করলে download link পাবেন বলে আশাকরি৷
কোন help লাগলে [email protected] এ জানাবেন৷
আর আপনি এ সম্পর্কে আগে থেকে জানলে, sorry!

Level 0

donnobadh…. onek valo likhcen..

@kaiyum_ctg: 🙂 ধন্যবাদ | mishu36 ভাইয়ের লিঙ্কটাও দেখতে পারেন (http://specials.msn.co.in/ilit/Bengali.aspx)| এটিও দারুন

@ mishu36: আপনাকে অনেক অনেক ধন্যবাদ | এটা আসলেই অনেক ফাস্ট | অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য |