শ্যাড হারলি এবং স্টিভ চেন। নাম দুইটি সর্বসাধারণের কাছে খুব বেশী পরিচিত না হলেও তাদের পরিচয় দিলেই চিনতে পারবে সবাই। ইউটিউব নামের যে ভিডিও শেয়ারিং সাইট আজ বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়, সেই সাইটের প্রতিষ্ঠাতা নির্মাতা এই দুইজন।
ইউটিউবকে তারা টেক জায়ান্ট গুগলের কাছে বিক্রি করে দেন ২০০৬ সালে। হারলি এবং চেন এবার কাজ করছেন আরেকটি ওয়েবসাইট নিয়ে। আরেক টেক জায়ান্ট ইয়াহু’র একটি প্রকল্প ছিল ডেলিসিয়াস নামে। এটি এক ধরনের সোস্যাল বুকমার্কিং সাইট। বিভিন্ন ব্লগ সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের মধ্যে এটি জনপ্রিয়তা পেলেও সাধারন মানুষের কাছে এই সার্ভিস জনপ্রিয়তা অর্জন করতে ব্যার্থ হয়। ২০০৩ সালে চালু হওয়া এই সার্ভিসটি বিভিন্ন লিংক শেয়ারিং এর জন্য কার্যকর একটি প্লাটফর্ম হিসেবে চালু হওয়ার সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করে মুখ থুবড়ে পড়ে। এবার একেই সকলের নিকট পরিচিত করে তোলার দায়িত্বটি কাঁধে নিয়েছেন হারলি এবং চেন। এক সাক্ষাত্কারে হারলি বলেন, ‘প্রযুক্তি বিশ্বের মধ্যে ডেলিসিয়াস কিছু মাত্রায় জনপ্রিয়। আমাদের পরিকল্পনা, একে সর্বস্তরের ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে পরিচিত করে তোলা। ’ এটি করতে গিয়ে তারা সম্পূর্ণ নতুন রূপেই সাজাতে চান ডেলিসিয়াসকে। তবে ডেলিসিয়াসের ইন্টারফেসের ডিজাইনে তেমন কোনো পরিবর্তন হয়ত তারা করবেন না। পরিবর্তন যা করার করবেন ভেতরে।
আমি সাজ্জাদ কবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।