জরুরি তথ্যের ওয়েবসাইট বিডিঅলইনফো কম

বাংলাদেশে ছড়িয়ে আছে  অসংখ্য প্রতিভা, তথ্য-প্রযুক্তির এই সময়ে এসে আমাদের সম্ভাবনাময় প্রতিভাবানরা বিভিন্ন সময়ে সাক্ষর রাখছেন বহু মাধ্যমে।  কেউ বা তৈরি করছেন হার্ডওয়্যার, কেউ বা বানাচ্ছেন নতুন নতুন সফটওয়্যার, আবার কেউবা খেয়ালের বশে বানিয়ে ফেলছেন প্রয়োজনীয় ওয়েবসাইট যেখানে রয়েছে বিশাল তথ্যভাণ্ডার। ক্লিক করে নিমিষেই জেনে নেওয়া যাবে প্রয়োজনীয় সব তথ্য।

তিন বছর  আগে রুয়েটের মারছুছ (তড়িৎ কৌশল বিভাগ), সাদ্দাম (যন্ত্রকৌশল বিভাগ) একটি ওয়েবসাইটের স্বপ্ন দেখেছিল। সেদিন মারছুছের স্বপ্ন ছিল যে এমন একটি ওয়েবসাইট থাকবে যার মাধ্যমে দেশের সব'কটি এফএম রেডিও ও টিভি চ্যানেল সারা বিশ্বের সব জায়গা থেকে শোনা যাবে ও দেখা যাবে। সাদ্দামের স্বপ্ন ছিল যে এমন একটি ওয়েবসাইট থাকবে যার মাধ্যমে দেশের সব জাতীয় দৈনিক সারা বিশ্বকে পড়ানো যাবে আর দেশের পর্যটন শিল্পকে সারা বিশ্বে ছড়িয়ে দেয়া যাবে। আজ তাদের স্বপ্ন সত্যি হয়েছে। দীর্ঘ সময়ের প্রচেষ্টা আর পরিশ্রমে তারা এমন একটি ওয়েবসাইট বানিয়েছে যাতে সব ধরনের তথ্যই রয়েছে। আপনি যা যা চান সবই পেয়ে যাবেন। ভিজিট করুন http://www.bdallinfo.com

দেশের সব'কটি জাতীয় দৈনিক একসঙ্গে পড়তে পারবেন এই ওয়েবসাইটে। সারা বিশ্বে শুনতে পাবেন বাংলাদেশের সব এফএম রেডিও এবং ইন্টারনেট সংযোগের গতি পর্যাপ্ত হলে দেখতে পাবেন টিভি চ্যানেলগুলো। বাংলাদেশের সব পর্যটন এলাকা সম্পর্কে পাবেন বিস্তারিত তথ্য। বাংলাদেশের সব বাস, ট্রেন, লঞ্চ ও বিমানের রুট, সময়সূচী ও ভাড়া সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন। পাবেন শেয়ার বাজারের তাৎক্ষণিক হালনাগাদ, স্বাস্থ্য তথ্য, কম্পিউটার ও মোবাইল ফোনের বাজার দর, চাকরির বিজ্ঞপ্তি। দেশের ও বিদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও বৃত্তি সম্পর্কে পাবেন সহায়ক তথ্য। সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকসহ ইয়াহু, জিমেইল, এমএসএন, মাই স্পেস ইত্যাদি ব্যবহারকারীরা সরাসরি চ্যাট করার সুযোগ পাবেন। পাবেন প্রতি সেকেন্ডে আপডেটেড খেলার খবর ও সফটওয়্যার। বাংলা হতে ইংরেজী ও ইংরেজী হতে বাংলা শব্দের অর্থ জানার জন্য রয়েছে তথ্যবহুল সমৃদ্ধশালী অনলাইন ডিকশনারি। মার্কেট বা শপিং সেন্টার খোলা বা বন্ধ হওয়ার সময়সূচীও পাওয়া যাবে। এছাড়া অন্যান্য তথ্যের মধ্যে রয়েছে প্রতিদিনের মুদ্রা বিনিময়ের হার, প্রাইজবন্ড ড্রয়ের ফলাফল, চাকরি টিপস, মোবাইল টিপস, বিভিন্ন বিষয়ক এস.এম.এস, জরম্নরী টেলিফোন নম্বর, জরম্নরী ওয়েব এড্রেস, রেন্ট এ কার, মেডিক্যাল তথ্য, অ্যামবুলেন্স তথ্য, রাশিফল, বাংলাদেশের ডিজিটাল ম্যাপস, সাইন্টিফিক ক্যালকুলেটর, এইজ ক্যালকুলেটর ইত্যাদি। বাংলা, হিন্দী ও ইংরেজী ভিডিও এবং অডিও গান, নাটক, মুভি, ই-বুক ইচ্ছেমতো ডাউনলোড করা যাবে। এছাড়াও রয়েছে কম্পিউটার ও মোবাইল বিষয়ক সহস্রাধিক টিপস ও টিওটোরিয়াল যেগুলো সবই বিনামূল্যে ডাউনলোড যোগ্য। বিশ্ববিখ্যাত জাকির নায়েকের বাংলা ও ইংরেজী লেকচার বিনামূল্যেই ডাউনলোড করা যাবে। এছাড়া আরও রয়েছে ছোটখাটো অনেক মজাদার বিষয়। প্রতিদিনই সাইটটিতে যোগ হচ্ছে নতুন নতুন তথ্য।

তারা এই ওয়েবসাইটের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারলে বাংলাদেশ তথ্য প্রযুক্তির ক্ষেত্রেও ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে আরও একধাপ এগিয়ে যাবে বলে সন্দেহ নেই।

Level 0

আমি সাজ্জাদ কবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস