বাংলাদেশের অধিকাংশ মানুষই এখন বলতে গেলে ফেসবুক পাগল। কি শহরে বা কি গ্রামে। আমি দেখেছ ফেসবুক আমাদের মধ্যে অনেকেই গুগল কি টা জানেন না (গুগল কি জিজ্ঞেস করলে বলে এটা কি খায় না পড়ে!!) কিন্তু ফা ব্যবহার করে যাচ্ছেন অনেক দিন ধরে। যায় হোক, সেই সব ফেসবুক ভক্ত ফেসবুক পাগলগণ, পরিচিত হন ফেসবুক এর একটি উইন্ডোজ Client এর সাথে। fTalk নাম এর এই সফটওয়্যার টি দিয়ে আপনি ফেসবুক না খুলেই চেক করতে পারবেন আপনার নোটিফিকেশান, আপডেট করতে পারবেন আপনার স্ট্যাটাস আর চ্যাট করতে পারবেন আপনার ফ্রেন্ড এর সাথে। তো চলুন পরিচিত হই এই কাজের টুল টির সাথে।
বর্তমানে ফেসবুক চ্যাট বক্স একটি সত্যিই বড় ইস্যু। যদি আপনি একটি ডেস্কটপ ফেসবুকে ক্লায়েন্ট খুঁজছেন যা, চ্যাট রুম হিসেবে কাজ করবে আর তাহলে আপনার জন্যই এই fTalk। এই Windows প্রোগ্রাম একই সাথে আপনার ফেসবুক ব্যবহার কে করবে স্বাচ্ছন্দ্যময় সেই সাথে কাজে এনে দিবে গতি।
আর বেশি কিছু বলতে চাই না। বিস্তারিত জানতে আমার ব্লগ এ লেখা আর্টিকেল টি পরুন।
Update Status, Receive Notification & Join Chat To Facebook From Desktop Via fTalk [Featured] » ABC Trick
আমি রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 136 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজেকে মাঝে মাঝে অপরাধী মনে হয়। যে ভাষার জন্য এত রক্তক্ষরণ টা বাদ দিয়ে আমি কিনা বিজাতীয় ইংরেজি ভাষায় ব্লগিং করছি! ছিঃ! টেকটিউনস কে ধন্যবাদ।
ধন্যবাদ।