“ফটো অফ দ্যা ডে” প্রতিযোগিতা চালু করল বাংলাদেশের ফটোগ্রাফী ওয়েবসাইট Pho2circle.com

বিভিন্ন দেশী এবং আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতার সব ধরনের খবর নিয়ে বেশ কিছুদিন আগে চালু হয় pho2circle. প্রখ্যাত ফটোগ্রাফী গ্রুপ “TTL” এর কয়েকজন এটি পরিচালনা করছেন। ভিজিটর এবং ইউজার সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাওয়ায় এবার ফটোসার্কেল নিজেই আয়োজন করছে “ফটো অফ দ্যা ডে” প্রতিযোগিতা।

সাধারন থেকে প্রফেশনাল সব ধরনের ফটোগ্রাফার প্রতিদিন একটি করে তাদের সেরা ছবিটি জমা দিতে পারবেন এবং আগামী ১৬ সেপ্টেম্বর থেকে প্রতিদিন একটি করে সেরা ছবি প্রকাশ করা হবে। সর্বশেষ ৩০ দিনের জমাকৃত ছবি থেকে প্রতিদিন একটি করে ছবি সেরা ছবি হিসেবে নির্বাচিত হবে। ৩০ দিনের বেশি পুরোনো ছবিগুলো সার্ভার থেকে মুছে ফেলা হবে। ফলে নতুন নতুন ছবি নির্বাচিত হবার সম্ভাবনা থাকছে সবসময়। প্রকাশিত প্রতিদিনকার সেরা ছবির সাথে ফটোগ্রাফার এর নাম, সংক্ষিপ্ত বায়োগ্রাফি, ফেইসবুক, ফ্লিকার এবং নিজস্ব ওয়েবসাইট লিঙ্ক প্রকাশ করা হবে যা ফটোগ্রাফারদের কমিউনিটি সমৃদ্ধ করতে সহায়ক হবে।

ছবি জমাদানের শর্তাবলীঃ

ল্যান্ডস্কেপ, প্রকৃতি, এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট পোর্ট্রেট, ভ্রমন, ডকুমেন্টারী, ওয়াইল্ড লাইফ, ম্যাক্রো (মূলত পোকামাকড় এবং ছোট প্রানী) এই বিষয়গুলোতেই আলোকপাত করা হবে। তবে পোট্রেট যদি খুব ভাল হয়ে সেটিও বিবেচনায় রাখা হবে।

জমাদান প্রক্রিয়াঃ

* যে কেউ ছবি জমা দিতে পারবে।

* এন্ট্রি ফিঃ সম্পূর্ন ফ্রি!

* ছবি জমাদানের সীমাঃ প্রতিদিন সর্বোচ্চ একটি

* জমাদানের শেষ তারিখঃ নির্দিষ্ট নয়, প্রতিদিন একটি করে ছবি যে কেউ জমা দিতে পারবে।

* ফটো সাইজঃ একদিকে সর্বোচ্চ ১০২৪ পিক্সেল এবং সর্বনিম্ন ৭৫০ পিক্সেল পর্যন্ত ছবি দেয়া যাবে।

* ছবি অবশ্যই নিজের তোলা হতে হবে

* বর্ডার এবং বড় সিগনেচার গ্রহনযোগ্য হবে না। ছোট ওয়াটারমার্ক সিগনেচার দেয়া যেতে পারে।

*  High Dynamic Range (HDR) গ্রহনযোগ্য তবে অতিরিক্ত এডিট গ্রহনযোগ্য হবে না।

* ক্লোনিং এবং স্ট্যাম্পিং গ্রহনযোগ্য যদি সেটা মূল সিনারিও কে নষ্ট না করে।

* ছবির ফাইল নেম হবে এভাবে– “yyyymmdd-your name-title“, যেমন “20110908-Ariful H Bhuiyan-Wonderful Bangladesh.jpg

প্রতিযোগীতার লিঙ্ক

তথ্যসূত্রঃ সুখবর২৪.কম

Level 0

আমি Ripendil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

it’s a great news

Level 0

Good news

Level 0

দিলাম আমার একটা ছবি। আর আমার তোলা কিছু ছবি দেখতে পারেন এখান থেকে। http://carzonbd.blogspot.com/

আমিও একটা ছবি দিলেম।