আপডেটঃ বর্তমানে সার্ভার ডাউন
BIDANSWER হল এমন একটি সাইট যেখানে আমেরিকান বা উন্নত দেশের মানুষরা তাদের নিত্য সমস্যা গুলোর সমাধান খুঁজে থাকে । তারা প্রতিটি প্রশ্নের জন্য নির্দিষ্ট ডলার যেমন ১ থেকে ৫ ডলার পর্যন্ত সঠিক উত্তর দাতাকে দিয়ে থাকে , আপনি ও চাইলে এই উত্তরদাতা হতে পারেন। আর আয় করতে পারেন যদি আপনার উত্তর টি প্রশ্ন কারীর পছন্দ হয়।
উত্তর গুলো আপনি GOOGLE এ সার্চ করে দিতে পারবেন , এক্ষেত্রে প্রশ্ন ভাল ভাবে বুঝার চেস্টা করুন । এমন ও হতে পারে প্রশ্নকরতা GOOGLE থেকে ব্যর্থ হয়ে এখানে প্রশ্ন করছে। এমন বিষয় গুলোর উত্তর দিন যে বিষয়ে আপনি বেশি পারদর্শী।
দুই ধরনের প্রশ্ন থাকেঃ
TIP হল প্রশ্নকর্তা আপনাকে বলেই দিবে যে সে আপনাকে কত ডলার পে করবে । প্রশ্নকর্তাকে convince করতে পারলেই বরাবর টাকা পেয়ে যাবেন ।
BID হল একটা সমস্যা বা প্রশ্নে প্রশ্নকর্তার একটা বাজেট থাকবে যে কত ডলার সে পে করবে। যেমন তিনি ঠিক করল তিনি satisfy হলে ১০ ডলার দিবেন। আপনার প্রতিযোগীরাও উত্তর দিল এবং তারা BID করল তাদের ৯ ডলার দিলে চলবে। এক্ষেত্রে আপনি কমিয়ে ৮ ডলার করে দিলেন এবং উত্তর দিলেন তখন প্রশ্নকর্তা আপনাকে CHOOSE করার chance বেশি।
BIDANSWER ৫ ডলার হলেই এলার্ট পে -পেপাল এ পে করে। BIDANSWER এ আমার প্রোফাইল দেখতে এখানে দেখুন।
GOOD LUCK
আমি ЯOBAYETH। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 805 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্যক্তিগত অপশন লেখার সময় ভিজ্যুয়াল এডিটর ব্যবহার করুন। :-| প্রোফাইলে আপনার জীবনবৃত্তান্ত সংক্রান্ত কিছু তথ্য দিন ; যা জনসমকাষে প্রদর্শিত হবে।
try করে দেখি। আগেই ধন্যবাদ দিয়ে দিচ্ছি 🙂