আসসালামুআলাইকুম
আশা করি সবাই ভাল আছেন
আজ যে বিষয় নিয়ে লিখব তা হয়ত অনেকে জানেন।
যারা জানেন না তাদের জন্য এটা ।
এবার আসি কাজের কথায় ।
ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন Software এর দিয়ে PC to PC ও PC to MOBILE ফ্রি কল করা যায় । সেই রকম Software এর মদ্ধে SKYPE & Nimbuzz অন্যতম। এবং আরো আনেক Software এবং সোসালনেট ওয়ারকিং সাইট ও আছে।
আজ আমি দেখাব কিভাবে Nimbuzz দিয়ে এই কাজটি করা যায় ।
এই কাজ করতে যা যা লাগবে তাহলঃ-
১:PC অথবা মোবাইল (Symbian OS 3rd/5th ) সাপর্টেট
২.ইন্টারনেট PC/MOBILE
৩.PC তে হেডফোন মাইক্রোফোন সহ
৪.ওয়েব ক্যাম (যদি ভিডিও কল করতে চান)
কম্পিউটার এর জন্য Nimbuzz Software ডাউনলোড করতে এই লিংকে যান
ডাউনলোড
ডাউনলোড করার পর ইন্সটল করুন এবং সফটয়্যার টি চালু করুন
নিচের ছবিটির মত আসবে
তারপর নিচের লিংকে যান এবং রেজিস্ট্রেশন করুন আর মনে রাখবেন USERNAME ই হবে আপনার CALL ID।
রেজিস্ট্রেশন
রেজিস্ট্রেশন কম্প্লিট করতে ইমেইল এড্রেসে ভেরিফিকেশন মেইল যাবে এবং একাউন্ট ভেরিফাই করুন
তার পর PC তে সঠিক ভাবে হেডফোন যুক্ত করুন
PC Software ওপেন করুন
USERNAME & PASSWORD দিয়ে লগইন করুন
সঠিক ভাবে হেডফোন যুক্ত হয়েছে কিনা তা জানতে
Tools এর OPTIONS এ জান
এবং audio and video tab যান
হেডফোন যুক্ত হয়েছে কিনা তা জানতে পারবেন এখানে।
তার পর CALL করতে FRIEND add করতে হবে
FRIEND add করতে contacts > add contacts যান
তারপর প্রথম TAB এ Nimbuzz সিলেক্ট করুন এবং দ্বিতীয় লাইনে যাকে কল করবেন তার ইউজার নেম দিন
এবং ok করুন ,একটি ভেরিফিকেশন মেসেজ যাবে । এবং একসেপ্ট হলে কল করতে পারবেন
আপনার একসেপ্ট করা অনলাইন এথাকা বন্ধুদের কল করতে friend list এ friend সিটেক্ট করে রাইট বাটন ক্লিক করে CALL সিলেক্ট করুন
কল রিসিভ করলে হেডফেআনের মাধ্যমে কথা বলতে পারবেন
আর মোবাইলে এই Software টি সেটাপ করতে এই লিংকে যানে Symbian OS 3rd/5th জন্যে
ডাউনলোড
বাংলাদেশ সিলেক্ট করুন > মোবাইল নাম্বার দিন > ক্যাপচা এন্টার করুন এবং GET SMS ক্লিক করুন
আপনার মোবাইলে একটি লিংক SMS করা হবে । সেই লিংক থেকে Software টি ডাউনলোড করুন ও ইনসটল করুন।
এবং ইউজার নেম ও পাসওয়ারড দিয়ে লগ ইন করুন
Contacts add করুন
আর যদি কম্পিউটার থেকে add করা friend থাকে তাহলে list পাবেন
যেকোন দেশে যে সব Friend online আছে PC অথবা MOBILE ফ্রি কল করতে পারবেন।
যদিও ইন্টারনেট ফ্রি নয় কিন্তু বাংলালিংক GP ওয়ারিদ এর এক GB পেকেজে ২০০০ মিনিটের উপরে কথা বলতে পারবেন
আর আমার ইউজার নেম MAKSONSPIN চাইলে আমাকে call করে ট্রাই করতে পারেন
ধন্যবাদ
আমি ম্যাকসন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1412 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঢাকা স্টক এক্সচেন্জ লিমিটেড
অনেক ভাল টিউন।