Nimbuzz দিয়ে PC to PC ও PC to MOBILE ফ্রি কল করবেন যেভাবে

আসসালামুআলাইকুম

আশা করি সবাই ভাল আছেন

আজ যে বিষয় নিয়ে লিখব তা হয়ত অনেকে জানেন।

যারা জানেন না তাদের জন্য এটা ।

এবার আসি কাজের কথায় ।

ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন Software এর দিয়ে PC to PC ও PC to MOBILE ফ্রি কল করা যায় । সেই রকম Software এর মদ্ধে SKYPE & Nimbuzz অন্যতম। এবং আরো আনেক Software এবং সোসালনেট ওয়ারকিং সাইট ও আছে।

আজ আমি দেখাব কিভাবে Nimbuzz দিয়ে এই কাজটি করা যায় ।

এই কাজ করতে যা যা লাগবে তাহলঃ-

১:PC অথবা মোবাইল (Symbian OS 3rd/5th  ) সাপর্টেট

২.ইন্টারনেট PC/MOBILE

৩.PC তে হেডফোন মাইক্রোফোন সহ

৪.ওয়েব ক্যাম (যদি ভিডিও কল করতে চান)

কম্পিউটার এর জন্য Nimbuzz Software ডাউনলোড করতে এই লিংকে যান
ডাউনলোড
ডাউনলোড করার পর ইন্সটল করুন এবং সফটয়্যার টি চালু করুন
নিচের ছবিটির মত আসবে
01

তারপর নিচের লিংকে যান এবং রেজিস্ট্রেশন করুন আর মনে রাখবেন USERNAME ই হবে আপনার CALL ID।
রেজিস্ট্রেশন
রেজিস্ট্রেশন কম্প্লিট করতে ইমেইল এড্রেসে ভেরিফিকেশন মেইল যাবে এবং একাউন্ট ভেরিফাই করুন

তার পর PC তে সঠিক ভাবে হেডফোন যুক্ত করুন
PC Software ওপেন করুন
USERNAME & PASSWORD দিয়ে লগইন করুন
সঠিক ভাবে হেডফোন যুক্ত হয়েছে কিনা তা জানতে
Tools এর OPTIONS এ জান
এবং audio and video tab যান

হেডফোন যুক্ত হয়েছে কিনা তা জানতে পারবেন এখানে।

তার পর CALL করতে FRIEND add করতে হবে
FRIEND add করতে contacts > add contacts যান

তারপর প্রথম TAB এ Nimbuzz সিলেক্ট করুন এবং দ্বিতীয় লাইনে যাকে কল করবেন তার ইউজার নেম দিন
এবং ok করুন ,একটি ভেরিফিকেশন মেসেজ যাবে । এবং একসেপ্ট হলে কল করতে পারবেন

আপনার একসেপ্ট করা অনলাইন এথাকা বন্ধুদের কল করতে friend list এ friend সিটেক্ট করে রাইট বাটন ক্লিক করে CALL সিলেক্ট করুন

কল রিসিভ করলে হেডফেআনের মাধ্যমে কথা বলতে পারবেন

আর মোবাইলে এই Software টি সেটাপ করতে এই লিংকে যানে Symbian OS 3rd/5th জন্যে
ডাউনলোড

বাংলাদেশ সিলেক্ট করুন > মোবাইল নাম্বার দিন > ক্যাপচা এন্টার করুন এবং GET SMS ক্লিক করুন

আপনার মোবাইলে একটি লিংক SMS করা হবে । সেই লিংক থেকে Software টি ডাউনলোড করুন ও ইনসটল করুন।
এবং ইউজার নেম ও পাসওয়ারড দিয়ে লগ ইন করুন
Contacts add করুন
আর যদি কম্পিউটার থেকে add করা friend থাকে তাহলে list পাবেন
যেকোন দেশে যে সব Friend online আছে PC অথবা MOBILE ফ্রি কল করতে পারবেন।
যদিও ইন্টারনেট ফ্রি নয় কিন্তু বাংলালিংক GP ওয়ারিদ এর এক GB পেকেজে ২০০০ মিনিটের উপরে কথা বলতে পারবেন
আর আমার ইউজার নেম MAKSONSPIN চাইলে আমাকে call করে ট্রাই করতে পারেন
ধন্যবাদ

Level 0

আমি ম্যাকসন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1412 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ঢাকা স্টক এক্সচেন্জ লিমিটেড


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ভাল টিউন।

অনেকটা skype এর মত। তবে পিসি টু মোবাইল ফ্রী কলের উপায়টা বুঝলামনা। টিউন করার জন্য ধন্যবাদ।

    @Mubinur rahman:
    মোবাইলে Software টি ইনসটল করে online থাকলে PC থেকে মোবাইলে কল করতে পারবেন

Dhonnobad. Apnake Try korlam but call diye kichu sunte parlam na.

Level 0

খুব সুন্দর পোষ্ট। আপনাকে ধন্যবাদ। আশা করি, এই রকম পোষ্ট ভবিষ্যতে আর করবেন।

Level 0

অনেক আগে থেকেই ইউস করছি। তবুও আপনাকে ধন্যবাদ

Level 0

Good

Level 0

খুব সুন্দর পোষ্ট। কাজে লাগবে প্রিয়তে রাখলাম ।

Level 0

খুব সুন্দর পোষ্ট

ম্যকসন ভাই আমি অনলাইনে থাকা বন্ধুদের রাইট বাটন ক্লিক করে কল অপশনে ক্লিক করছি বাট কল যাচ্ছে না, আমাদের এখানে অনেক গুলো কম্পিউটার একটু সাহায্য করুন।

ভাইজান আপনি লিখলেন পিসি টু মোবাইল কল।
এইডা ক্যামনে করমু?
মোবাইলে কল করতে গেলে তো ক্রেডিট চায়(স্কাইপের অভিজ্ঞতা আরকি)

    @abdus salam 120:
    পিসি টু মোবাইল কল করতে এই টিউনের নিচের অংশটি ভাল ভাবে পরুন

    @abdus salam 120: bhay ami number dia call korben keno? apnake
    mobile e o nimbuzz ID te call korte hobe , or nimbuzz ID ta kula thakte hobe , R ha shudu nimbuzz na
    abhabe apni yahoo,Gtalk e o call korte paren mobile e.

Level 0

vhai @makson apni video call er khota boleacen kintu ki kore video call kora jai ta bolen nai keno.? ja kora jai na ta keno likben?

Level 0

ami video call o [email protected]
pc to pc ..video call kora jai……….

অনেক ধন্যবাদ।

vai ami ashole confused j gadha ki apni naki amader gadha bananor try korsen. pc 2 mobile call ki bujhen? jodi pc 2 mobile e nimbuzz diye kotha bolte gele opor user keo online thaka lage tahole eita pc 2 mobile holo kivabe? sekhetre apni nimbuzz 2 nimbuzz free call kora jay ei kothata bolte parten. manushke bivranti te felben na. egula thik na. apni thnx pawar joggo na.

সহমত।

Level 0

ভাইয়া, দারুন পোস্ট। আপনার কাছে একটি হেল্প চাইছি।
আমি যখন windows xp ব্যবহার করতাম তখন yahoo messenger এ ভঁয়েস চ্যাট করতে পারতাম। কিন্তু Windows 7 ইউস করার পর থেকে Realtek HD Audio Manager কি প্রবলেম করছে বুঝিনা। কথা শোনা গেলে বলা যায় না, বলা গেলে শোনা যায় না। Realtek HD Audio Manager এ Speaker & Microphone এ টিক দেয়া আছে। কিন্তু রেকর্ডও হয় না। একটা সমাধান দিন প্লিস……। ধন্যবাদ

Level 2

পিসি থেকে মোবাইল এ করলে কি মোবাইল এর জাভা nimbuzz অন থাকতে হবে?

ভাই আমার মোবাইলে Nimbuzz ইন্সটল করাই আছে, কিন্তু কল করা যায়না শুধু চ্যাট করা যায়। আমার মোবাইল নোকিয়া C2-01 (3G Supported)

ha darun,, ami goto ek soptaho dore wifir dia ekdom free te nimbuzz e kota boltesi shobar sathe
emon ki ek room theke onno room e o kub valo lagse, wifi connection to unlimited n speed 300 kbps…

mobile theke mobile n pc theke pc te call korle akdom land phoner moto clear voice ja ami amar mobile er sim dia
o korte parsi na….

Level 0

ম্যকসন ভাই আমি অনলাইনে থাকা বন্ধুদের রাইট বাটন ক্লিক করেচি , কিনতু কল অপশন তো Show kore না.

Level New

its nice brother…i add u nimbuzz..hope u accept me..

Level 0

Saon A Menz@ ভাই আপনি যে এতো বোকা তা জানা ছিলনা কিনতু আপনার লিখাটা পড়ে বোঝলাম আপনার উচিত লিখাগুলি ভালো করে পড়ে তার পরে কিছু লিখা