বাংলার প্রথম টেকনোলজি ডিকশনারি – “টেকনোলজি বেসিক”, এবার প্রযুক্তির সকল কিছুই জানুন বাংলাতে ! (আপডেট)

প্রথমেই বলি, পুরো তিন লেগেছে এই টিউন লিখতে ! যাই হোক, অনেক দিন পর আবারো টেকটিউন্সে ।  ববাবরের মত এটাও মেগাটিউন ।

বাংলা সাইটগুলো দিনে দিনে আরো সমৃদ্ধ হচ্ছে ।  এর লক্ষে প্রতিদিন নতুন নতুন সাইট তৈরি হচ্ছে ।  বাংলাতে নতুন সাইটগুলো ব্লগসাইট, টিপস-ট্রিকস ইত্যাদির মধ্যেই সীমাবদ্ধ থাকছে ।  তাই দিতে চেয়েছিলাম নতুন এবং ভিন্ন কিছু ।  সেই লক্ষ্যেই তৈরি করা হয়েছে http://www.technologybasic.com ।   এটি এমন একটি প্ল্যাটফরম যেখানে ১০০০ এর চেয়েও বেশি টেকনোলজি টার্মের উপর বেসিক কনসেপ্ট দেয়ার চেষ্টা করা হয়েছে।   সাথে সাথে উইকিপিডিয়া স্টাইলে যুক্ত করা হয়েছে ছবি ও ব্যাকলিঙ্ক, যাতে ভিজিটররা প্রতিটি ওয়ার্ড খুব সহজেই বুঝতে পারে।  আপনি এখানে টেকনোলজির প্রতিটি ওয়ার্ডেরই ব্যাখ্যা পাবেন।

ইন্টারনেট টার্ম   -  TechnologyBasic -  টেকনোলজি বেসিক
হার্ডওয়্যার টার্ম   -   TechnologyBasic -   টেকনোলজি বেসিক
সফটওয়্যার টার্ম -   TechnologyBasic - টেকনোলজি বেসিক
টেকনিক্যাল টার্ম   -   TechnologyBasic - টেকনোলজি বেসিক
ফাইল ফরমেট টার্ম   -   TechnologyBasic - টেকনোলজি বেসিক
বিট এবং বাইট টার্ম   -  TechnologyBasic - টেকনোলজি বেসিক

এই সাইট তৈরি করার ক্ষেত্রে আমাদের টিমকে যে কত রাত না ঘুমিয়ে থাকতে হয়েছে তার কোন হিসাব নেই ।  এখানের প্রতিটি লেখাই এক্সকুসিভ  এবং ১০০% নিশ্চিত না হয়ে একটা ওয়ার্ডও লেখা হয় নি।  তবুও কিছু ভুল হয়ত থাকতে পারে ।  যদি কোন ভুল আপনাদের নজরে পড়ে তাহলে  যোগাযোগ করতে পারেন ।  বানানভুল, কোন টার্মের লেখায় ভুল হলে জানাতে পারে।  দরকার  হলে নত্ব-বিধান-ষত্ববিধানের ভুলও ঠিক করতে রাজি আছি ।  আমরা আমাদের ভিজিটরকে ১০০% নির্ভুল তথ্য দিতে চাই ।

ফেসবুক আইডি - http://www.facebook.com/technologybasic

সাইটে পরবর্তীতে আরো ২০০ টি টার্ম যোগ হবে। একটু সময় লাগতে পারে।  প্রায় ১ মাস লাগতে পারে।  আরেকটা কথা ! কোন আর্টিকেল পড়ার সময় যদি ভাল লাগে অবশ্যই ফেসবুক বা টুইটারের লাইক বাটনে ক্লিক দেয়ার অনুরোধ রইল,  যেন আপনার ফ্রেন্ডরা পড়তে পারে , জ্ঞান কেন্দ্রীভূত করে রাখার জিনিস নয়,  ছড়িয়ে দেয়ার জিনিস ।  ওপেনসোর্স তো আমাদের তাই শেখায় কিভাবে নিজের জ্ঞানগুলো ছড়িয়ে দিতে হয় অন্যের মাঝে ।  আর প্লিজ আপনার যদি সাইটটি ভাল লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।  ধন্যবাদ।

  ১০০০ পেজের বিশাল সাইটে আপনাকে স্বাগতম !


-------------------------------------------------------------------------------------------------------

আপডেট : একটু আগে দেখলাম সাইট কপি পেস্ট বাহিনীর কবলে পড়ছে , তাই কপি পেস্ট বাহীনির প্রতি অনুরোধ, আপ্নারা কপি পেস্ট করেন ঠিক আছে , বাট আমাদের লিঙ্কখানা কষ্ট করে একটূ দিয়েন।  তাইলেই কৃতজ্ঞ থাকব।  আর টার্মের  ছবিগুলো আপনি নিজের সাইটের সার্ভারে আপলোড করে কাজ করবেন ।  কারন আমি সাইটের ছবির লিঙ্কগুলো চেঞ্জ করব।   ফলে এখন যে লিঙ্কে ছবিটা  আছে পরবর্তীতে সে লিঙ্কে নাও থাকতে পারে। 
আর এখানে যতকিছু আছে , কপি পেস্ট বাহিনী কপি পেস্ট করতে করতে ধৈর্য হারা হবে।

 

Level 0

আমি Mashpy Says। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 1964 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রয়োজনের সময় আমি অনেকের কাছেই প্রয়োজনীয়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সাইটটা আসলেই বেশ কাজের। 🙂

জটিল ভাইয়া……… ভুল থাকতেই পারে কিন্তু আপনারা যে কষ্ট করেসেন তাতে ছোট খাটো ভুল কিছুই না । so Best of Luck 🙂

    @নাজমুর রাহমান সাব্বির: মজার ব্যাপার হল পুরো কাজ শেষ করা হয়েছে আমাদের ফেসবুকে একটা গ্রুপে । অবাক লাগে মানুষ খালি আজাইরা গ্রুপ বানায় আর পেজ বানায়। কাজের কাজ কিছু করলেও তো দেশের উপকার হয়।

আমি এখনো হার্ডওয়্যার টার্ম কমপ্লিট করিনাই। বাকিগুলা সবাই কইরা ফেললো 🙁 খারাপ লাগতেসে :'(

শেষের ইমোটা ঝাক্কাস হইসে!

    @মিনহাজুল হক শাওন: জ্বি ! ঝাক্কাস হইছে । আমাদের গ্রুপের সবাই কাজ পুরাপুরি শেষ নাই কইরা আজাইরা লাফাইতাছি।

      @মাসপি likes Mandriva, A linux based OS: নতুন একখান গ্রাভাটার লাগান। আর আমি এখন ফ্রি। লিনাক্সে বাংলালায়ন চলার পর আপাতত রাত জাগার মত কাজ নাই। সো আশা করি নিয়মিত টার্ম সাবমিট করতে পারবো। গ্রুপের অন্যরা প্রচুর টার্ম লিখে, বিশেষকরে যারা নতুন আইসে। কিপিটাপ

      @মাসপি likes Mandriva, A linux based OS: তাই নাকি ! গ্রাভাটার নাই? এখন নেটের স্পীড এত কম পাইতেছি যে ইমেজ অফ করে রাখছি। চারিদিকে শুধু অন্ধকার……

    @মিনহাজুল হক শাওন: “লিনাক্সে বাংলালায়ন চলার পর আপাতত রাত জাগার মত কাজ নাই।”

    ভাই লিনাক্সে বাংলালায়ন কিভাবে চালালেন তা যদি একটু বলতেন বা টিউন করতেন তাহলে আমিও লিনাক্স ব্যাবহার করা শুরু করতে পারতাম।

বেশ কিছুদিন থেকে প্রায় ভিজিট করি, দারুণ সাইট

আসসালামুআলাইকুম। সুন্দর এবং প্রয়োজনীয় একটি সাইট। ধন্যবাদ আপনাদের যার এর সাথে আছেন।

Level 0

সাইটটি দেখেছি আগেই। আইডিয়া টা ভাল। শুভকামনা রইল আপনাদের জন্য।

    @Ripendil: আপ্নি তাইলে দেখে ফেলেছেন ! তাইলে তো ভাল ! দেখি এর পরের বারে আরো নতুন কিছু করতে পারি কিনা।

টেকনোলজি বেসিক” অনেক জোস হয়েছে মাসপি ভাই…

অ.টঃ একই পেইজ থেকে এতোগুলো লিঙ্ক আপনার ওয়েবসাইটের দিকে থাকলে কোন সার্চ ইঞ্জিনই সেটাকে ব্যাকলিঙ্ক হিসেবে গণ্য করবেনা, এটা অনেকটা লিঙ্ক স্প্যামিং এর কাতারে পরে যায়, গুগলের লেটেস্ট পান্ডা আপডেটে ব্যাপারটা পুরোপুরি স্পষ্ট…

একদিন সাইট খুলে বসে আছিলাম কিছুই বুঝতে পারি নাই 🙁 হয়তো ভালোভাবে লক্ষ্য করা হয়নাই কিন্তু গতকাল নাইলে এর আগেরদিন অবশেষে বুঝতে পারিলাম 😀 দারুণ_ দারুণ…….

আমাদের দেশে হবে সেই ছেলে কবে? কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কবির দঃখের ইতি বোধহয় শুরু হয়ে গেছে। যদিও অনেক ফেসবুক ইউজারদের টার্গেট থাকে কে কটা নতুন মেয়ের সাথে প্রেমের নামে সেক্সের সম্পর্ক স্থাপনের লক্ষ্যে ধান্দা করা। কিন্তু সে সব এখন যে শুধু ছোট্ট অন্ধকার দিক এবং বাকীটা যে জ্ঞাণের আলো ছড়ানোর মতো মহান প্রচেষ্টায় উদ্বীপ্ত নবশক্তি তা আজ প্রমাণ করে দিয়েছে টেকনোলজি বেসিক. কম । ভালো কিছু করার চেষ্টাই যে মানুষকে কতো বড় করে তুলতে পারে আজকের নেট জায়ন্ট গুগল কিংবা ফেসবুকের শুরুর ইতিহাস পড়লেই তা বোঝা যায়। আজ আর স্বপ্ন দেখতে কোনো দ্বীধা নেই যে আমার সোনার বাংলাদেশ থেকেও এমনি করেই একদিন কোনো এক নেট জায়ন্ট সাইটের শুরু কেউ না কেউ করে দেবেই। যে সাইট হয়তো পেছনে ফেলে দেবে ফেসবুক বা গুগল এর জনপ্রিয়তা কে । বিশ্ব অবাক চোখে আমাদের নতুন করে একদিন চিনে নেবে। যে জাতির ৯৭% পিসি ইউজার এক সময় চুরি করা সফট ব্যবহার করতো তারাও আজ জ্বলে উঠেছে আপন মহিমায়। টেকনোলোজি বেসিকের সকল কলাকুশলীদের আন্তরিক মোবারকবাদ।

    @mohammad khalid hosain: যাক, আপনার কমেন্টটা পড়ে মনটাই ভাল হয়ে গেল। ১৬ কেবির নেটের স্পীড দিয়ে এই সবগুলো কাজ সম্পন্ন করতে হয়েছে । এবার চিন্তা করেন…… সব কাজ শেষ হলে আমাদের ফেসবুক গ্রুপটা ওপেন করে দিব। তাহলে মানুষ বুঝতে পারবে ফেসবুকে দিয়েও অনেক ভাল কাজ করা যায়।

bhaya amar ei laptope avro nai bole banglai dite parlam na…
eto shundor n ekta site bananor jonno apnader onek onek onek onek dhonnobad….
apnader jatra shofol houk…..

    @এনামুল ইসলাম: বলেন কি ! বাংলা নাই ? তাইলে তো মনে হয় “সোলায়মান লিপি” ফন্টও নাই ! সাইট ভালভাবে দেখতে সোলায়মান লিপি ফন্ট ইউজ কইরেন। সুন্দর লাগবে দেখতে।

Level 0

দারুণ সাইট ! শুভকামনা রইল আপনাদের জন্য।

    @nayeem.nay: পছন্দ হয়েছে তাহলে ! আমার আবার পাতার কালার অনেক পছন্দ । বিশেষ করে টিয়া-সবুজ রংটা ।

মাসপি ভাই, আপনাদের সাইটি অনেক তথ্যবহুল ও সাজানো গোছানো । আপনাদের জন্য রইল শুভকামনা ।

Level 2

onek kisui janar ase site ti theke.khub valo hoese tune.

    @motaleb52: নারে টিউন ভাল করতে পারি নাই। আরো সুন্দর করে বর্ননা দিতে পারতাম । কিন্তু এবার কেন জানি পারি নাই। আমার আগের দিনগুলোর টিউনগুলো দেখেন, ঐগুলা ভাল টিউন।

সাইটটি অনেক কাজের , ধন্যবাদ ।

আপডেট দেখে মেজাজ খারাপ হয়ে গেল। :'(

    আমি সাইটের ছবির লিঙ্কগুলো চেঞ্জ করব। ফলে এখন যে লিঙ্কে ছবিটা আছে পরবর্তীতে সে লিঙ্কে নাও থাকতে পারে।
    আর এখানে যতকিছু আছে , কপি পেস্ট বাহিনী কপি পেস্ট করতে করতে ধৈর্য হারা হবে।

    LoLz

      @মিনহাজুল হক শাওন: সিদ্ধান্ত নিতে হয়েছে ভিন্ন কারনে। ভাল করেই জান আমাদের ব্যান্ডউইথ সীমিত। আর কপি পেস্ট বাহীনি তার সাইটে দেয়ার সময় ছবিটাও আমাদের সাথে লিঙ্ক করছে। ফলে কি হল? আমরা ভিজিটর পেলাম না, অথচ ছবির কারনে আমাদের ব্যান্ডউইথের ১২ টা বাজবে।

      @মিনহাজুল হক শাওন: বুঝেছি। অনেকটা টেকটিউনসের পোস্ট অন্য ওয়ার্ডপ্রেস সাইটে কপি পেস্ট করার মত। লল। কিন্তু আমাদের অত ব্যান্ডউইথ নাই।

উপকৃত হইলাম। ধণ্যবাদ ভাই

Level 0

thank you very much u did a giant work …

    @ramon: giant ওয়ার্ক করতে গিয়ে এই তিনমাস জীবনটাই কয়লা হয়ে গেল। এখনও কাজ শেষ হয় না। মাঝে মাঝে ব্যাপক মেজাজ খারাপ্ হয় এর জন্য। তার উপর মেগাবাইট সংকট । কাজ শেষ হলে বন্ধুদের নিয়ে বিশাল একটা পার্টি দেয়া লাগবে।

Level 0

sazza vi and pavel vier maddhome apnader site ta dekhesi…sotti akta unique site….onek term….onek kajer..

Level 0

Fatafati

Level 0

speechless………

    @lenin: ধন্যবাদ। তবে আমি আবারো বার বার বলছি, এখানে ইনফরমেশনে যদি কোন ভুল থাকে তাহলে প্লিজ ইনফরম করবেন। ১০০ % নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য দিতে চাই।

Level 2

আমার ভাললেগেছে, ধন্যবাদ আপনাদের সবাইকে।

    @rez: ধন্যবাদ। তবে আমি আবারো বার বার বলছি, এখানে ইনফরমেশনে যদি কোন ভুল থাকে তাহলে প্লিজ ইনফরম করবেন। ১০০ % নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য দিতে চাই।

Level 0

সুন্দর সাইট,কাজে লাগবে