প্রথমেই বলি, পুরো তিন লেগেছে এই টিউন লিখতে ! যাই হোক, অনেক দিন পর আবারো টেকটিউন্সে । ববাবরের মত এটাও মেগাটিউন ।
বাংলা সাইটগুলো দিনে দিনে আরো সমৃদ্ধ হচ্ছে । এর লক্ষে প্রতিদিন নতুন নতুন সাইট তৈরি হচ্ছে । বাংলাতে নতুন সাইটগুলো ব্লগসাইট, টিপস-ট্রিকস ইত্যাদির মধ্যেই সীমাবদ্ধ থাকছে । তাই দিতে চেয়েছিলাম নতুন এবং ভিন্ন কিছু । সেই লক্ষ্যেই তৈরি করা হয়েছে http://www.technologybasic.com । এটি এমন একটি প্ল্যাটফরম যেখানে ১০০০ এর চেয়েও বেশি টেকনোলজি টার্মের উপর বেসিক কনসেপ্ট দেয়ার চেষ্টা করা হয়েছে। সাথে সাথে উইকিপিডিয়া স্টাইলে যুক্ত করা হয়েছে ছবি ও ব্যাকলিঙ্ক, যাতে ভিজিটররা প্রতিটি ওয়ার্ড খুব সহজেই বুঝতে পারে। আপনি এখানে টেকনোলজির প্রতিটি ওয়ার্ডেরই ব্যাখ্যা পাবেন।
ইন্টারনেট টার্ম - TechnologyBasic - টেকনোলজি বেসিক
হার্ডওয়্যার টার্ম - TechnologyBasic - টেকনোলজি বেসিক
সফটওয়্যার টার্ম - TechnologyBasic - টেকনোলজি বেসিক
টেকনিক্যাল টার্ম - TechnologyBasic - টেকনোলজি বেসিক
ফাইল ফরমেট টার্ম - TechnologyBasic - টেকনোলজি বেসিক
বিট এবং বাইট টার্ম - TechnologyBasic - টেকনোলজি বেসিক
এই সাইট তৈরি করার ক্ষেত্রে আমাদের টিমকে যে কত রাত না ঘুমিয়ে থাকতে হয়েছে তার কোন হিসাব নেই । এখানের প্রতিটি লেখাই এক্সকুসিভ এবং ১০০% নিশ্চিত না হয়ে একটা ওয়ার্ডও লেখা হয় নি। তবুও কিছু ভুল হয়ত থাকতে পারে । যদি কোন ভুল আপনাদের নজরে পড়ে তাহলে যোগাযোগ করতে পারেন । বানানভুল, কোন টার্মের লেখায় ভুল হলে জানাতে পারে। দরকার হলে নত্ব-বিধান-ষত্ববিধানের ভুলও ঠিক করতে রাজি আছি । আমরা আমাদের ভিজিটরকে ১০০% নির্ভুল তথ্য দিতে চাই ।
সাইটে পরবর্তীতে আরো ২০০ টি টার্ম যোগ হবে। একটু সময় লাগতে পারে। প্রায় ১ মাস লাগতে পারে। আরেকটা কথা ! কোন আর্টিকেল পড়ার সময় যদি ভাল লাগে অবশ্যই ফেসবুক বা টুইটারের লাইক বাটনে ক্লিক দেয়ার অনুরোধ রইল, যেন আপনার ফ্রেন্ডরা পড়তে পারে , জ্ঞান কেন্দ্রীভূত করে রাখার জিনিস নয়, ছড়িয়ে দেয়ার জিনিস । ওপেনসোর্স তো আমাদের তাই শেখায় কিভাবে নিজের জ্ঞানগুলো ছড়িয়ে দিতে হয় অন্যের মাঝে । আর প্লিজ আপনার যদি সাইটটি ভাল লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।
-------------------------------------------------------------------------------------------------------
আপডেট : একটু আগে দেখলাম সাইট কপি পেস্ট বাহিনীর কবলে পড়ছে , তাই কপি পেস্ট বাহীনির প্রতি অনুরোধ, আপ্নারা কপি পেস্ট করেন ঠিক আছে , বাট আমাদের লিঙ্কখানা কষ্ট করে একটূ দিয়েন। তাইলেই কৃতজ্ঞ থাকব। আর টার্মের ছবিগুলো আপনি নিজের সাইটের সার্ভারে আপলোড করে কাজ করবেন । কারন আমি সাইটের ছবির লিঙ্কগুলো চেঞ্জ করব। ফলে এখন যে লিঙ্কে ছবিটা আছে পরবর্তীতে সে লিঙ্কে নাও থাকতে পারে।
আর এখানে যতকিছু আছে , কপি পেস্ট বাহিনী কপি পেস্ট করতে করতে ধৈর্য হারা হবে।
আমি Mashpy Says। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 1964 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রয়োজনের সময় আমি অনেকের কাছেই প্রয়োজনীয়।
সাইটটা আসলেই বেশ কাজের। 🙂