আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই। আমার আশা ও বিশ্বাস আপনারা সবাই ভাল আছেন। গত টিউনে অনেক সাড়া পেয়ে আজকের এই টিউটি করা। আর যারা কষ্ট করে মন্তব্য করে আমাকে সাহস দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
By default, Firefox অথবা Adblock Plus কোন ধরনের pop-ups ব্লক করেনা, যে pop-ups গুলো মাউস ক্লিক এর সাথে সাথে ওপেন হয়। এই addon টি দিয়ে আপনি adblock plus ও pop-ups ব্লকিং দুই ধরনের সুবিধা পাবেন।
অনেকেই আমার মত পছন্দ করেনা যদি ফায়ারফক্স এর Addon গুলো অটোমেটিক অপাডেট হয়। আপনারা চাইলে এই Addon টা ব্যবহার করতে পারেন। প্রতিবার যদি কোন আপডেট পায় আপনাকে notify করবে।
Addonfox install করবে আপনার পছন্দের Addon গুলো একসাথে। Categories (Customization, Download, Fun, Languages, Media, Programming, Security, Privacy, Social and Visual)। শুধু Search দেন Install আর করেন।
(4) Anti-Porn Pro
এই addon টি install এর মাধ্যমে আপনি ব্লক করতে সব অশ্লীল ওয়েব সাইট। কোন ধরনের configure করার প্রয়োজন নেই।
(5) Auto Copy
ওয়েব পেইজে সিলেক্ট কৃত Text কপি করে নিবে অটোমেটিক। আপনি শুধু পেষ্ট করবেন।
(6) CoolPreviews
এই Addon এর সাহায়্যে আপনি র্সাচকৃত ওয়েব লিংক গুলোর প্রিভিও image and video দেখতে পাবেন কোন নতুন পেজ না খুলে। আপনি যে লিংকটি দেখতে চান ঐ লিংকটির উপর কার্সর রাখলেই CoolPreviews Icon দেখাবে এবং ঐ Icon এর উপর কার্সর নিলে প্রিভিউ দেখাবে।
(7) ScoreWatch
যারা ক্রিকেট ভালবাসেন তারা এই Addon টি install করতে পারেন। এড অনটি আপনাকে cricinfo.com/ecb.co.uk সাইট গুলার সব ক্রিকেট খেলার রেজাল্ট দেখাবে। কনফিগারের মাধ্যমে wicket alert দিতে পারেন। উইকেট পরার সাথে সাথে আপনাকে alert korbe।
(8) SearchPreview
google, yahoo and bing এর সার্চকৃত লিংক গুলোর সাথে Thumbnails Image আকারে প্রিভিও দেখাবে এই Addon টি।
(9) Shooter
Shooter ওয়েব পেইজের Screenshot নেওয়ার জন্য দারুন একটি Addon। আপনার ইচ্ছে মত সাইজের Screenshot নিতে পারবেন।
Download করতে এখানে ক্লিক করুন।
*** আপনারা যারা Software & Windows এর Compressed ফাইল চান তারা নিজ দায়িত্বে গুগল সার্চ এর মাধ্যমে পেতে পারেন। Screenshot এ দেখে চেষ্টা করে সফল হউন। যেমন Windows Vista Compressed MediaFire or Fileserve or Filestube Etc… অনেক Suggestion পাবেন আর অনেক সাইজের ফাইল পাবেন। আপনার পছন্দের সাইজের ফাইটি ডাউনলোড করুন।
ফ্রি ইংলিশ Song ডাউনলোড করার জন্য আসাধারন একটি সফটওয়ার……….
যেভাবে block করবেন আপনার নেটওয়ার্কের সব adult site কোন ধরনের software ছাড়াই
*** আজ এই পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে আর মন্তব্য করতে ভুলবেনা কিন্তু।
আমি MRKajol। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Facebook thaka photo akshata download korar kono addon acaha ??