যারা Freelancing এর কাজ করতে চান তাদের অন্যকে দেখানোর জন্য একটি বায়োডাটা/পোর্টফলিও খুব দরকার হয়। অথবা নিজেকে অন্যের কাছে প্রকাশ করতেও বায়োডাটা/পোর্টফলিও খুব প্রয়োজন।
যাদের নিজেস্ব ওয়েব সাইট আছে তারা নিজের সাইটেই বায়োডাটা/পোর্টফলিও বানাতে পারে, কিন্তু যাদের নেই সাধারনত বিভিন্ন সাইটে নিজের বায়োডাটা/পোর্টফলিও বানান। কিন্তু সেগুলোতে কিছু সমস্যা ভোগ করতে হয়। যেমনঃ অ্যাড্রেস লিঙ্ক সুন্দর না, বাংলায় লেখা যায় না, মন মত সব কিছু দেওয়া যায় না ইত্যাদি।
http://www.moumachibd.com নিয়ে এলো আপনাদের জন্য আপনার মন মত, ইচ্ছা মত, খুশি মত নিজের বায়োডাটা/পোর্টফলিও তৈরি করার সুবিধা।
যে যে সুবিধা পাবেন –
*আপানার বায়োডাটা/পোর্টফলিও এর অ্যাড্রেস হবে – http://www.moumachibd.com/ আপনার নাম। যেমনঃ http://www.moumachibd.com/rahat
*বাংলায় বা ইংলিশে অথবা মিশ্রণ করে যে ভাবে আপনি চান সেভাবে বায়োডাটা/পোর্টফলিও তৈরি করতে পারবেন।
*আপনার বায়োডাটা/পোর্টফলিও Password Protected করে রাখতে পারবেন। এতে যারা Password জানবে তারাই শুধু আপনার বায়োডাটা/পোর্টফলিও দেখতে পারবে।
*২৪ ঘণ্টার মধ্যে খুব সহজে বায়োডাটা/পোর্টফলিও Update করতে পারবেন।
*যে কোন ধরনের অনলাইন সাপোর্ট পাবেন।
ইত্যাদি
পদ্ধতিঃ
খুব সোজা। প্রথমে এই Form Model টি ডাউনলোড করুন(চাইলে আপনি নিজেও মন মত বানিয়ে দিয়ে পারেন)। .এর ভিতরে যা যা আছে তা পূরণ করুন। পূরণ করা শেষ হলে Save করুন। এরপর আপনার নিজেস্ব Email ID থেকে আপনার ছবি ও এই File টি Attached করে দিন। আপনি আরও কিছু বলতে চান। তা মেইলে লিখুন আর পাঠিয়ে দিন – [email protected]
উদাহরন স্বরূপ দেখুন – http://www.moumachibd.com/rahat
মেইল পাঠানোর ৪৮ মধ্যে আপনার বায়োডাটা/পোর্টফলিও তৈরি হয়ে যাবে এবং আপনাকে মেইল করে জানিয়ে দেওয়া হবে।
কিছু নিয়মাবলীঃ
*আপনার ID (http://www.moumachibd.com/ ID) ইউনিক দিবেন।
*অবশ্যই নিজের Email ID থেকে মেইল করতে হবে।
*ভুল কোন তথ্য দেওয়া যাবে না।
*ছবি অতিরিক্ত ডিজাইন করে দেওয়া যাবে না।
*লেখাগুলোর বানান নির্ভুল ভাবে দিবেন।
***আপনার নামের ID টি অন্য কেও নিয়ে নেবার আগেই তৈরি করে ফেলুন আপনার বায়োডাটা/পোর্টফলিও আজই।
অনলাইন সাপোর্ট পেতে FB বন্ধু হন – fb.moumachibd.com
মৌমাছি FB Page – page.moumachibd.com
মৌমাছি Group – gp.moumachibd.com
Email – [email protected]
যে কোন পরামর্শ দিতে মেইল করুন। আপনার পরামর্শ উচ্চ সম্মানের সাথে গ্রহণ করা হবে।
আমি হোসেন রাহাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 210 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তিকে ভালোবাসি আর মানুষকে সাহায্য করতে পছন্দ করি তাই Blogging এর মাধ্যমে নিজের মনের ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করছি। আমাকে আরও জানতে Visit করুন -হোসেন রাহাত
🙂