কুমিল্লা আইটি – প্রযুক্তির ভালবাসা
প্রযুক্তির ভালবাসা ও মানুষের অজানাকে জানাতেই কুমিল্রা আইটি ।
আপনাদের অনেকেই জানেন কুমিল্রা আইটি এর কথা। এখানের অনেকেই আবার কুমিল্রা আইটি এর নিয়মিত পাঠক ও লেখক। আজ অনেক দিন হয়ে গেল কুমিল্রা আইটি প্রকাশ হওয়ার পর কোন রিভিউ লেখিনি কুমিল্রা আইটি সম্পর্কে। আজ লিখছি। আপনাদের জেনে ভালো লাগবে যে কুমিল্রা আইটি একটি প্রযুক্তি বিষয়ক ব্লগ সাইট। গত ১লা জুন কুমিল্রা আইটি প্রযুক্তির ব্লগ হিসেবে আত্ম প্রকাশ করে। এর মধ্যে কুমিল্রা আইটি অনেক দূর এগিয়ে গিয়েছে। যার জন্য কুমিল্রা আইটি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ।
বাংলা ভাষায় অনেক গুলো ব্লগ রয়েছে, তার মধ্যে হাতে গোনা কয়েকটি হচ্ছে কমিউনিটি ব্লগ। আর প্রযুক্তি বিষয়ক কমিউনিটি ব্লগ কমই আছে। নিজের মাতৃ ভাষায় প্রযুক্তি কে জানা ও নিজের জ্ঞান সবাইকে জানানোর জন্যই কুমিল্রা আইটি।
ব্যক্তিগত ব্লগের মালিক থাকে। কিন্তু কমিউনিটি ব্লগের কোন মালিক থাকে না, প্রতিষ্ঠাতা থাকে। কুমিল্রা আইটি একটি কম্পিউনিটি ব্লগ সাইট, এর মালিক আপনি, আমি, আমরা সবাই। যারা লেখে এবং যারা পড়ে সবারই কুমিল্রা আইটির প্রতি অধিকার ও দায়িত্ব আছে রয়েছে।
একটি খালি পাত্রে কিছুই থাকে না,কুমিল্রা আইটি একটি খালি পাত্রে মত। একে পূর্ন করার দায়িত্ত্ব সবার। আজকে আমি একটা বিষয় লেখে গেলে আমার পরবর্তী প্রজন্ম সহজেই সে বিষয়ে জানতে পারবে। সে কথা চিন্তা করে আমাদের সময় হলে কিছু লেখা উচিত। অনেকেই ইতিমধ্যে অনেকেই অনেক সুন্দর বিষয় শেয়ার করছেন কুমিল্রা আইটি এ। তার মধ্যে উল্ল্যেখ যোগ্য বিষয় হচ্ছেঃ
বিভিন্ন বিষয়ের উপর পড়ে যেমন আপনি জানতে ও নিজের জ্ঞান সবাইকে জানাতে পারবেন তেমনি প্রযুক্তি বিষয়ক কোন সমস্যা হলে সমাধান ও চাইতে পারবেন। তার জন্য রয়েছে সাহায্য বিভাগ।
কুমিল্রা আইটি এ আপনাদের সবার আমন্ত্রন।কুমিল্রা আইটি আপনাদের ভালো লাগবে আশা করি। কুমিল্রা আইটি এর ঠিকানাঃhttp://www.comillait.com/
রিভিউ কিভাবে লিখতে হয় জানিনা, এটুকু জানি যে রোবটের মত কিছু লিখে দিলেই হয় না। ভুল হলে ক্ষমা করে দিবেন।
আমি comillait। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমারও আছে http://ishurdi.weebly.com 🙂