ব্লগ লিখছি এই কিছুদিন হল। সামু তেই ঘোরাঘুরি করতাম।একদিন হঠাত করে হাসান জোবায়ের ভাইয়ের একটা পোস্ট দেখলাম সামুতে। ভাইয়ের প্রোফাইল এ লেখা ছিল যে তাকে টেকটিউনে নিয়মিত পাওয়া যাবে।
তখন থেকেই আমি টেকটিউন শব্দটির সাথে পরিচিত। তারপর আমার টেকটিউনে প্রবেশ!!!! ব্যাস আর কি?? টেকটিউনের প্রেমে পড়ে গেলাম। টেকটিউনে রঙ বেরঙ্গের পোস্ট দেখে মনটা ভাল হয়ে গেল।
টেকটিউনের প্রতিটি পোস্ট দেখার সৌভাগ্য না হলেও যতটুকু দেখেছি তাই অনেক। আমার জ্ঞানের পরিধি যে কতটা সীমিত টা বোধয় টেকটিউনে না আসলে বুঝতাম ই না। আমার ছোট বড় ভাইয়েরা কতো শিক্ষা মুলক পোস্ট দিচ্ছে টা দেখে আমি আসলেই আমি অভিভুত। এটাকে টেকনোলজি এনসাইক্লোপিডিয়া না বললেই নয়। এখানে অনেক সমস্যার সমাধানও আমি পেয়েছি। তাই টেকটিউনে একটা আইডি খুলে ফেললাম। আমিও চেষ্টা করব আপনাদের নতুন কিছু দেয়া যায় কিনা। আমার আইটি বিষয়ে অনেক আগ্রহ। তাছাড়া গেমসের প্রতি আমার অনেক দুর্বলতা আছে।তাই আমি চেষ্টা করব আপনাদের এ সকল বিষয়ে কিছু দেয়ার।
আমার জন্য দোয়া করবেন। ব্লগিং এর পাশাপাশি যেন পরালেখা ভালভাবে চালিয়ে যেতে পারি। টেকটিউনকে শুভ কামনা জানিয়ে আজকের ব্লগিং এখানেই শেষ করছি।
আল্লাহ হাফিজ।
আমি শাহ্রিয়ার কবীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 101 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানতে চাই, শিখতে চাই আর ভালবাসি টেকটিউন কে...
ফুলেল শুভেচ্ছা আপনাকে টেকটিউনসে।আশা করছি আপনার দ্বারা অনেক কিছু জানতে ও শিখতে পারবো আমরা।