সুপ্রিয় টেকটিউনস এর বন্ধুগণ।
‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’
- কেমন আছেন সবাই,আসা করি ভাল…সবাই ভাল থাকুন এই কামনা করে আজকের টিউন।দৈহিক সুস্থতার জন্যে প্রয়োজন সুষম খাবার গ্রহণের পাশাপাশি শারীরিক পরিশ্রম। কিন্তু পরিশ্রম পরিকল্পিত না হলে দৈহিক সৌন্দর্য ও সুস্থতা নিশ্চিত হয় না। দেহের প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গের পরিমিত সঞ্চালন ও সক্রিয়তা না হলে দেহবিন্যাস সুষম ও সুগঠিত হতে পারে না। এজন্যেই দেহের জন্য দরকার হয়ে পড়ে পরিকল্পিত শরীরচর্চা বা ব্যায়ামের।কষ্ট হলেও নামাজ পড়ুন শরীরচর্চা বা ব্যায়াম হবে।এই বলে আজকে আপনাদের জন্য টিউন।
- কম্পিউটার থেকে তথ্য মুছে যেতে পারে অতি গুরুত্বপূর্ণ তথ্য। অনলাইনে আমাদের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপলোড করে রাখি তাহলে অধিক সুরক্ষিত থাকবে। নিজের কম্পিউটার না থাকলে সাইবার ক্যাফে থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারি।
- অনলাইনে ফাইল স্টোরের হচ্ছে :আপলোড করা ফাইল অন্যকে শেয়ার ও বিনামূল্যে নিজের তৈরী ওয়েবসাইটের লিংকে ব্যবহার । বিনামূল্যে পাওয়া ওয়েব হোষ্টিংয়ে বড় ফাইল আপলোড করা যায় না। বড় সাইজের ফাইল আপলোড করা যায় এখানে।ফাইল ষ্টোর করা বা অনলাইন ড্রাইভ বিনামূল্যে অনলাইনে ব্যবহার করা যায়।
ওয়েবসাইট এ বিনামূল্যে ফাইল আপলোড, সংরক্ষণ ও ডাউনলোডের ব্যবস্থা:-
- রেজিষ্ট্রেশন করে অনলাইনে ৫ গিগাবাইটের যায়গা পাওয়া যাবে। যেকোন সাইজের ফাইল সহজে আপলোড করে রাখতে পারবেন।
- বিনামূল্যে ৫ গিগাবাইট অনলাইন যায়গা ।পাওয়ার টুলসের সাহায্যে ফাইলগুলো দেখা যাবে।
- বিনামূল্যে রেজিষ্ট্রেশন করে ১ গিগাবাইট ফাইল রাখা যাবে। ফাইল ম্যানেজারের সাহায্যে আপলোড ও শেয়ার করা যাবে।
- বর্তমানে জিমেইল ও ইয়াহু সবচেয়ে বড় প্রতিষ্ঠান। ইনবক্স দিচ্ছে ২ গিগাবাইট যায়গা। রেজিষ্ট্রেশন করতে গ্রামীণফোন প্রয়োজন হবে। এখানে সবর্চ্চো ২০ মেগাবাইটের ফাইল আপলোড করা ষ্টোরে থাকা ফাইলকে মেইলের এটাসমেন্ট আনা যাবে ও ষ্টোরে রাখা যাবে।
5=Gmail Drive
- জিমেইল ড্রাইভ ইনষ্টল করে জিমেইলের অতিরিক্ত যায়গার অনলাইনে একটি ড্রাইভের পাওয়া যাবে। GMail-Drive থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে সেটআপ করলে কম্পিউটারের Gmail Drive নামে একটি নতুন ড্রাইভ। জিমেইলের আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন । ড্রাইভে যে ফাইলই পোষ্ট করুন না কেন ,মেইলে সয়ংক্রিয়ভাবে সংযুক্ত মেইল পৌছে যাবে।
6=www.esnips.com
- রেজিষ্ট্রেশন করে বিনামূল্যে ৫ গিগাবাইট পাওয়া যাবে। এখানে যেকোন ধরণের ফরমেটের ফাইল আপলোড করা যাবে। নির্দিষ্ট ইউজারের জন্য শেয়ার করা যাবে।
- এখানে ফোল্ডার গুলোকে প্রাইভেট ও পাবলিক হিসাবে আপলোড করা যাবে। বক্স ডট নেটেও বিনামূল্যে ১ গিগাবাইট বক্স ডট নেটের সুবিধা। মোবাইলেও একসেস (ডাউনলোড ও আপলোড) সহ ফটো গ্যালারী তৈরী করা ।
- ড্রাইভ হোটকোয়াটারসে বিনামূল্যে ১ গিগাবাইট যায়গা পাওয়া যাবে। এখানে এফটিপি সার্ভার বা এদের নিজস্ব সফটওয়ারের সাহায্যে ফাইল আপলোড করা যাবে। সেইসাথে ডাটা শেয়ারের ব্যবস্থাও রয়েছে।
কিছু -ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হলো যা আপনার তথ্যকে নিরাপত্তা দেবে।
আপনাদের সুবিধার্থে বিভক্ত করেছি.
যাদের প্রয়োজন তারা ডাউনলোড করতে পারেন।
এই প্রত্যাশা রেখে ।
“আল্লাহ হাফেজ”।
*আপনাদের কাছে একটা অনুরোধ ''নিজের জন্য সবকিছু শিখুন,নিজ এবং কারো ক্ষতি করার জন্য নয়, সে যেই হোক'' আল্লাহ মাফ করার মালিক।কোরআন ও হাদিস পডুন।আরেক মুসলমান কে-কষ্ট হলেও এ সুখবর পৌছেদিন মুসলমান ভাই হিসেবে খুশি হব।একটু দেখেন....
Jotl, Kichu Bolar Nai