কম্পিউটার নিরাপদ রাখুন এবং নিজে সচে্তন থাকুন।দেখুন কি ভাবে?

Level 2
Design supervisor, Samsung To Build Terminal-3 Airport, Dhaka

সুপ্রিয় টেকটিউনস এর বন্ধুগণ।
‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’

  • কেমন আছেন সবাই,আসা করি ভাল…সবাই ভাল থাকুন এই কামনা করে আজকের টিউন।দৈহিক সুস্থতার জন্যে প্রয়োজন সুষম খাবার গ্রহণের পাশাপাশি শারীরিক পরিশ্রম। কিন্তু পরিশ্রম পরিকল্পিত না হলে দৈহিক সৌন্দর্য ও সুস্থতা নিশ্চিত হয় না। দেহের প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গের পরিমিত সঞ্চালন ও সক্রিয়তা না হলে দেহবিন্যাস সুষম ও সুগঠিত হতে পারে না। এজন্যেই দেহের জন্য দরকার হয়ে পড়ে পরিকল্পিত শরীরচর্চা বা ব্যায়ামের।কষ্ট হলেও নামাজ পড়ুন শরীরচর্চা বা ব্যায়াম হবে।এই বলে আজকে আপনাদের জন্য টিউন।
  • কম্পিউটার থেকে তথ্য মুছে যেতে পারে অতি গুরুত্বপূর্ণ তথ্য। অনলাইনে আমাদের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপলোড করে রাখি তাহলে অধিক সুরক্ষিত থাকবে। নিজের কম্পিউটার না থাকলে সাইবার ক্যাফে থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারি।
  • অনলাইনে ফাইল স্টোরের হচ্ছে :আপলোড করা ফাইল  অন্যকে শেয়ার   ও  বিনামূল্যে নিজের তৈরী ওয়েবসাইটের লিংকে ব্যবহার । বিনামূল্যে পাওয়া ওয়েব হোষ্টিংয়ে বড় ফাইল আপলোড করা যায় না। বড় সাইজের ফাইল আপলোড করা যায় এখানে।ফাইল ষ্টোর করা বা অনলাইন ড্রাইভ  বিনামূল্যে অনলাইনে ব্যবহার করা যায়।

ওয়েবসাইট বিনামূল্যে ফাইল আপলোড, সংরক্ষণ ডাউনলোডের ব্যবস্থা:-

1=www.mediamax.com

  • রেজিষ্ট্রেশন করে অনলাইনে ৫ গিগাবাইটের যায়গা পাওয়া যাবে। যেকোন সাইজের ফাইল সহজে আপলোড করে রাখতে পারবেন।

 

2=www.xdrive.com

  •  বিনামূল্যে ৫ গিগাবাইট অনলাইন যায়গা ।পাওয়ার টুলসের সাহায্যে ফাইলগুলো দেখা যাবে।

 

3=storage.vmn.net

  • বিনামূল্যে রেজিষ্ট্রেশন করে ১ গিগাবাইট  ফাইল রাখা যাবে।  ফাইল ম্যানেজারের সাহায্যে আপলোড ও শেয়ার করা যাবে।

 

4=www.inbox.com

  • বর্তমানে জিমেইল ও ইয়াহু সবচেয়ে বড় প্রতিষ্ঠান। ইনবক্স দিচ্ছে ২ গিগাবাইট যায়গা।  রেজিষ্ট্রেশন করতে গ্রামীণফোন  প্রয়োজন হবে। এখানে সবর্চ্চো ২০ মেগাবাইটের ফাইল আপলোড করা ষ্টোরে থাকা ফাইলকে মেইলের এটাসমেন্ট আনা যাবে ও ষ্টোরে রাখা যাবে।

 

5=Gmail Drive

  •  জিমেইল ড্রাইভ ইনষ্টল করে জিমেইলের অতিরিক্ত  যায়গার অনলাইনে একটি ড্রাইভের পাওয়া যাবে। GMail-Drive থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে সেটআপ করলে কম্পিউটারের Gmail Drive নামে একটি নতুন ড্রাইভ। জিমেইলের আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন । ড্রাইভে যে ফাইলই পোষ্ট করুন না কেন ,মেইলে সয়ংক্রিয়ভাবে সংযুক্ত মেইল  পৌছে যাবে।

 

 

6=www.esnips.com

  •  রেজিষ্ট্রেশন করে বিনামূল্যে ৫ গিগাবাইট পাওয়া যাবে। এখানে যেকোন ধরণের  ফরমেটের ফাইল আপলোড করা যাবে। নির্দিষ্ট ইউজারের জন্য শেয়ার করা যাবে।

 

7=www.box.net

  • এখানে ফোল্ডার গুলোকে প্রাইভেট ও পাবলিক হিসাবে আপলোড করা যাবে। বক্স ডট নেটেও বিনামূল্যে ১ গিগাবাইট বক্স ডট নেটের সুবিধা। মোবাইলেও একসেস (ডাউনলোড ও আপলোড) সহ ফটো গ্যালারী তৈরী করা ।

 

8=www.drivehq.com

  •  ড্রাইভ হোটকোয়াটারসে বিনামূল্যে ১ গিগাবাইট যায়গা পাওয়া যাবে। এখানে এফটিপি সার্ভার বা এদের নিজস্ব সফটওয়ারের সাহায্যে ফাইল আপলোড করা যাবে। সেইসাথে ডাটা শেয়ারের ব্যবস্থাও রয়েছে।

কিছু -ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হলো যা আপনার তথ্যকে নিরাপত্তা দেবে।

আপনাদের সুবিধার্থে বিভক্ত করেছি.
যাদের প্রয়োজন তারা ডাউনলোড করতে পারেন।
এই প্রত্যাশা রেখে
আল্লাহ হাফেজ”

*আপনাদের কাছে একটা অনুরোধ ''নিজের জন্য সবকিছু শিখুন,নিজ এবং কারো ক্ষতি করার জন্য নয়, সে যেই হোক'' আল্লাহ মাফ করার মালিক।কোরআন হাদিস পডুন।আরেক মুসলমান কে-কষ্ট হলেও এ সুখবর পৌছেদিন মুসলমান ভাই হিসেবে খুশি হব।একটু দেখেন....

*‘মাহে-রমজান ‘সঠিক ভাবে রোযা রাখার নিয়ম ?আশুন সঠিক ভাবে জেনে নেই?

 *নামাজ নিয়ে কোরআনে কিছু গুরুতপূর্ন কথা।ইসলামে (সালাত)নামাজ এর অবস্থান ।একটু দেখেন,ভালকিছু জানবেন?

Level 2

আমি মঈন খাঁন। Design supervisor, Samsung To Build Terminal-3 Airport, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 610 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Jotl, Kichu Bolar Nai

Good

    Level 2

    ধন্যবাদ।
    পাশে থাকার জন্য।

জিমেইলেরটা খুব ভাল কাজ লাগব। কিন্তু যেই নেটের স্পীড আপলোড করতে ৩ দিন লাগব।

    Level 2

    ধন্যবাদ।
    আপনি যা ভালো মনে করেন।

Level 0

bhalo & totthobohul tune hoeachhe.
2 ta bishoy jante chai bro, ei bishoy ta ami thik bujhina tai ask korchhi-
1) ei upload korar shubidha kore die tader ki laav?tara ki amader gopon file gulo onno jayga te share kore naki?
2) emon kono uploading system ki achhe jeno ami je file gulo rakhbo shegulo shudhu ami e dekhte pabo, jemon mediafire ba e-snips e search korle shobar uploadkrito file gulo dekha jay, temon kora jabe na

    Level 2

    ধন্যবাদ।
    ভালো থাকবেন।যদি কোম্পানি করে তাহলে।

টিউন করার জন্য অনেক কষ্ট হয়ছে শেয়ার করার জন্য ধন্যবাদ ।

    Level 2

    ধন্যবাদ।
    ভালো কিছু প্রোকাশ করলে ও আপনাদের ভালোবাসা পেলে তা স্বার্থক।তখন কষ্ট মনে হয় না।

কমপ্লিট অনলাইন ব্যাকআপ সল্যুশন আপনার টিউন টা তে পেলাম 🙂 আমি iDrive use করি, কিন্তু সফট টা ঝামেলা করে। Gmail টাই মনে হচ্ছে শেষ ভরসা…

    Level 2

    ধন্যবাদ।
    দেখুন কোনটি আপনাকে ভালো সুবিধা দেয়।

Level 0

ভালো একটা পোষ্ট । কিন্তু মোবাইল নেটের যা স্পিড কিছুই করার নাই । সিডিই আমার ভরসা ।

    Level 2

    ধন্যবাদ।
    ঠিক বলছেন।তাহলে ক্যাফে থেকে কাজটি করে নেন।

Level 0

খুব ই প্রয়োজনীয় একটি পোস্ট। ধন্যবাদ

    Level 2

    ধন্যবাদ।
    তাহলে কাজটি করে নেন।

জ়িমেইলের সুভিধা নিয়ে আমি অনেক উপকার পেলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

    Level 2

    ধন্যবাদ।
    ভালো থাকবেন,

GOOD