যারা ওয়েব সাইট হোস্টিং করার কথা ভাবছেন নিচের বিষয় গুলা দেখে এবং জেনে নিবেন
DOMAIN : Domain কেনার আগে জেনে নিন ওরা আপনার domain এর secret code দিবে কিনা যখন আপনি চান। এটা আপনার জন্য অনেক দরকারি।
SPACE : ওয়েব সাইট কত গিগা জায়গা দরকার সেটা, পারসনাল হলে ১ - ৩ গিগা তেই কাজ হবে । বেশি কাজের সাইট হলে বেশি নিবেন।
BANDWIDTH : জায়গা যাই থাকুক BW বেশি নিতেই হবে । যদি visitor আপনার ১ মাসে ১ - ২০০০ হয় তাহলে ৫-১৫ গিগা BW কাজ হবে আর যদি এর বেশি হয় তাহলে কম করে ৫০-১০০ গিগা যারা দেবে তাদেরটা কিনবেন. BW যদি না থাকে ১ সময় পর একাউন্ট suspend করা হবে ঔ মাসের জন্য যা ভাল না ১টা ওয়েব সাইট এর জন্য ।
DATABASE : আপনার database create বেশি লাগবেনা ৫-১৫ টা তেই হবে।
E-MAIL ACCOUNT : ইমেল একাউনট ৫-১৫ টা করা গেলেই হবে।
UPTIME : যাদের ৯৯.৯0% uptime minimum থাকে তাদের টা নেবার চেস্টা করবেন নয়তবা ভিজিটার আপনার সাইট মাজে মাজে পাবেনা.
SUB-DOMAIN : এটা আপনার উপর নিভর করে আপনি কতটা চান. তাই আপিন যা চান দেখে নিন।
WEBSITE BUILDER : আপনি যদি ভাল ওয়েবসাইট coding না জানেন এটা অনেক কাজে দিবে. কম সময় এ খুব সুন্দর সাইট বানাতে পারবেন.
FREE SCRIPT INSTALL : Blog, forum, e-commerce etc install করা যায় কিনা সেটা জেনে নিবেন।
DEMO : যদি হোস্টিং demo or trial দেয়া থাকে সেটা ১ বার দেখে নেয়া ভাল। demo যদি ভাল লাগে তবে কিনতে পারেন। আমার জানা মতে ১ টা company-র 5 দিনের trial আছে দেখতে পারেন।
SUPPORT : ২৪/৭ support দেখে নিন।
উপরের বিষয গুলা দেখে নিলে ভাল করবেন
বানান এর জন্য মাফ করবেন ভাল লিখতে পারিনা
আমি tech-boy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি যা বলছেন তা দেখে নিলে ভাল না মন্দ কোম্পানি তো ভাই বুঝার কোন উপায় নাই। শেষের দিকের লিংক দেখে আপনার নিজের সাইটের বিজ্ঞাপন দেয়ার জন্য টিউন করেছেন মনে হলো।
আপনি https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/76835/ এই টিউনটি দেখতে পারেন।